ক্রীড়া ডেস্ক
প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) জার্সিতে গোল করার অভ্যাস তো আগেই রপ্ত করে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে। প্রায় ম্যাচেই গোল করে দলের জয়ে অবদান রাখছেন। দুর্দান্ত এক হ্যাটট্রিক করে গতকাল পিএসজিকে তুলেছেন পয়েন্ট টেবিলের শীর্ষে। তবু যেন সন্তুষ্ট হতে পারছেন না পিএসজি কোচ লুইস এনরিকে।
অগাস্তা ডিলন টু স্টেডিয়ামে গতকাল লিগ ওয়ানের ম্যাচে মুখোমুখি হয়েছিল পিএসজি ও রেঁস। এই ম্যাচে রেঁসকে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি। তিনটি গোলই করেছেন এমবাপ্পে। ৩, ৫৯ ও ৮২ মিনিটে গোল ৩টি করেন ফরাসি তারকা ফরোয়ার্ড। ১২ ম্যাচে ৮ জয়, ৩ ড্র ও ১ পরাজয়ে ২৭ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে পিএসজি। তাতে অবদান রয়েছে নিস-মঁপেলিয়ার ম্যাচের। গোলশূন্য ড্র হওয়ায় ১২ ম্যাচ খেলা নিসের পয়েন্ট এখন ২৬।
পয়েন্ট তালিকার শীর্ষে পিএসজির ওঠায় এমবাপ্পে অবদান রাখলেও বেশ কিছু সুযোগ তাঁর হাতছাড়া হয়েছে। ফরাসি তারকা ফরোয়ার্ড নিজে গোল মিস করেছেন। তেমনি রেঁস গোলরক্ষক ইয়েভান দিউফও এমবাপ্পের গোল সেভ করেছেন। রেঁস ডিফেন্ডাররাও ফরাসি তারকাকে আরও গোল করা থেকে দারুণভাবে আটকে দিয়েছেন। এনরিকে সরাসরি কিছু না বললেও এমবাপ্পের হ্যাটট্রিকে সন্তুষ্ট হতে পারেননি। ম্যাচ শেষে প্রাইম ভিডিও স্পোর্টকে পিএসজি কোচ বলেন, ‘কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে আমি খুশি নই। গোলগুলো নিয়ে আমার কিছু বলার নেই। তবে দলকে সে অন্যভাবে সাহায্য করতে পারত। তার সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করব। কিলিয়ান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। তবে আমরা আরও চাই।’
২০২২-২৩ মৌসুমে ২৯ গোল করে লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতা ছিলেন এমবাপ্পে। পিএসজিও জিতেছিল শিরোপা। ২০২৩-২৪ মৌসুমে লিগ ওয়ান, চ্যাম্পিয়নস লিগ মিলে ১৫ ম্যাচে করেন ১৫ গোল, যার মধ্যে লিগ ওয়ানেই করেছেন ১৩ গোল। ম্যাচ শেষে ফরাসি ফরোয়ার্ড বলেন, ‘আমি যা চাই, তা হলো ভালো খেলা ও গোল করা। দলকে যতটা সম্ভব সাহায্য করাই আমার লক্ষ্য।’
প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) জার্সিতে গোল করার অভ্যাস তো আগেই রপ্ত করে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে। প্রায় ম্যাচেই গোল করে দলের জয়ে অবদান রাখছেন। দুর্দান্ত এক হ্যাটট্রিক করে গতকাল পিএসজিকে তুলেছেন পয়েন্ট টেবিলের শীর্ষে। তবু যেন সন্তুষ্ট হতে পারছেন না পিএসজি কোচ লুইস এনরিকে।
অগাস্তা ডিলন টু স্টেডিয়ামে গতকাল লিগ ওয়ানের ম্যাচে মুখোমুখি হয়েছিল পিএসজি ও রেঁস। এই ম্যাচে রেঁসকে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি। তিনটি গোলই করেছেন এমবাপ্পে। ৩, ৫৯ ও ৮২ মিনিটে গোল ৩টি করেন ফরাসি তারকা ফরোয়ার্ড। ১২ ম্যাচে ৮ জয়, ৩ ড্র ও ১ পরাজয়ে ২৭ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে পিএসজি। তাতে অবদান রয়েছে নিস-মঁপেলিয়ার ম্যাচের। গোলশূন্য ড্র হওয়ায় ১২ ম্যাচ খেলা নিসের পয়েন্ট এখন ২৬।
পয়েন্ট তালিকার শীর্ষে পিএসজির ওঠায় এমবাপ্পে অবদান রাখলেও বেশ কিছু সুযোগ তাঁর হাতছাড়া হয়েছে। ফরাসি তারকা ফরোয়ার্ড নিজে গোল মিস করেছেন। তেমনি রেঁস গোলরক্ষক ইয়েভান দিউফও এমবাপ্পের গোল সেভ করেছেন। রেঁস ডিফেন্ডাররাও ফরাসি তারকাকে আরও গোল করা থেকে দারুণভাবে আটকে দিয়েছেন। এনরিকে সরাসরি কিছু না বললেও এমবাপ্পের হ্যাটট্রিকে সন্তুষ্ট হতে পারেননি। ম্যাচ শেষে প্রাইম ভিডিও স্পোর্টকে পিএসজি কোচ বলেন, ‘কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে আমি খুশি নই। গোলগুলো নিয়ে আমার কিছু বলার নেই। তবে দলকে সে অন্যভাবে সাহায্য করতে পারত। তার সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করব। কিলিয়ান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। তবে আমরা আরও চাই।’
২০২২-২৩ মৌসুমে ২৯ গোল করে লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতা ছিলেন এমবাপ্পে। পিএসজিও জিতেছিল শিরোপা। ২০২৩-২৪ মৌসুমে লিগ ওয়ান, চ্যাম্পিয়নস লিগ মিলে ১৫ ম্যাচে করেন ১৫ গোল, যার মধ্যে লিগ ওয়ানেই করেছেন ১৩ গোল। ম্যাচ শেষে ফরাসি ফরোয়ার্ড বলেন, ‘আমি যা চাই, তা হলো ভালো খেলা ও গোল করা। দলকে যতটা সম্ভব সাহায্য করাই আমার লক্ষ্য।’
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১১ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৫ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৭ ঘণ্টা আগে