প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) জার্সিতে গোল করার অভ্যাস তো আগেই রপ্ত করে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে। প্রায় ম্যাচেই গোল করে দলের জয়ে অবদান রাখছেন। দুর্দান্ত এক হ্যাটট্রিক করে গতকাল পিএসজিকে তুলেছেন পয়েন্ট টেবিলের শীর্ষে। তবু যেন সন্তুষ্ট হতে পারছেন না পিএসজি কোচ লুইস এনরিকে।
অগাস্তা ডিলন টু স্টেডিয়ামে গতকাল লিগ ওয়ানের ম্যাচে মুখোমুখি হয়েছিল পিএসজি ও রেঁস। এই ম্যাচে রেঁসকে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি। তিনটি গোলই করেছেন এমবাপ্পে। ৩, ৫৯ ও ৮২ মিনিটে গোল ৩টি করেন ফরাসি তারকা ফরোয়ার্ড। ১২ ম্যাচে ৮ জয়, ৩ ড্র ও ১ পরাজয়ে ২৭ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে পিএসজি। তাতে অবদান রয়েছে নিস-মঁপেলিয়ার ম্যাচের। গোলশূন্য ড্র হওয়ায় ১২ ম্যাচ খেলা নিসের পয়েন্ট এখন ২৬।
পয়েন্ট তালিকার শীর্ষে পিএসজির ওঠায় এমবাপ্পে অবদান রাখলেও বেশ কিছু সুযোগ তাঁর হাতছাড়া হয়েছে। ফরাসি তারকা ফরোয়ার্ড নিজে গোল মিস করেছেন। তেমনি রেঁস গোলরক্ষক ইয়েভান দিউফও এমবাপ্পের গোল সেভ করেছেন। রেঁস ডিফেন্ডাররাও ফরাসি তারকাকে আরও গোল করা থেকে দারুণভাবে আটকে দিয়েছেন। এনরিকে সরাসরি কিছু না বললেও এমবাপ্পের হ্যাটট্রিকে সন্তুষ্ট হতে পারেননি। ম্যাচ শেষে প্রাইম ভিডিও স্পোর্টকে পিএসজি কোচ বলেন, ‘কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে আমি খুশি নই। গোলগুলো নিয়ে আমার কিছু বলার নেই। তবে দলকে সে অন্যভাবে সাহায্য করতে পারত। তার সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করব। কিলিয়ান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। তবে আমরা আরও চাই।’
২০২২-২৩ মৌসুমে ২৯ গোল করে লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতা ছিলেন এমবাপ্পে। পিএসজিও জিতেছিল শিরোপা। ২০২৩-২৪ মৌসুমে লিগ ওয়ান, চ্যাম্পিয়নস লিগ মিলে ১৫ ম্যাচে করেন ১৫ গোল, যার মধ্যে লিগ ওয়ানেই করেছেন ১৩ গোল। ম্যাচ শেষে ফরাসি ফরোয়ার্ড বলেন, ‘আমি যা চাই, তা হলো ভালো খেলা ও গোল করা। দলকে যতটা সম্ভব সাহায্য করাই আমার লক্ষ্য।’
প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) জার্সিতে গোল করার অভ্যাস তো আগেই রপ্ত করে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে। প্রায় ম্যাচেই গোল করে দলের জয়ে অবদান রাখছেন। দুর্দান্ত এক হ্যাটট্রিক করে গতকাল পিএসজিকে তুলেছেন পয়েন্ট টেবিলের শীর্ষে। তবু যেন সন্তুষ্ট হতে পারছেন না পিএসজি কোচ লুইস এনরিকে।
অগাস্তা ডিলন টু স্টেডিয়ামে গতকাল লিগ ওয়ানের ম্যাচে মুখোমুখি হয়েছিল পিএসজি ও রেঁস। এই ম্যাচে রেঁসকে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি। তিনটি গোলই করেছেন এমবাপ্পে। ৩, ৫৯ ও ৮২ মিনিটে গোল ৩টি করেন ফরাসি তারকা ফরোয়ার্ড। ১২ ম্যাচে ৮ জয়, ৩ ড্র ও ১ পরাজয়ে ২৭ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে পিএসজি। তাতে অবদান রয়েছে নিস-মঁপেলিয়ার ম্যাচের। গোলশূন্য ড্র হওয়ায় ১২ ম্যাচ খেলা নিসের পয়েন্ট এখন ২৬।
পয়েন্ট তালিকার শীর্ষে পিএসজির ওঠায় এমবাপ্পে অবদান রাখলেও বেশ কিছু সুযোগ তাঁর হাতছাড়া হয়েছে। ফরাসি তারকা ফরোয়ার্ড নিজে গোল মিস করেছেন। তেমনি রেঁস গোলরক্ষক ইয়েভান দিউফও এমবাপ্পের গোল সেভ করেছেন। রেঁস ডিফেন্ডাররাও ফরাসি তারকাকে আরও গোল করা থেকে দারুণভাবে আটকে দিয়েছেন। এনরিকে সরাসরি কিছু না বললেও এমবাপ্পের হ্যাটট্রিকে সন্তুষ্ট হতে পারেননি। ম্যাচ শেষে প্রাইম ভিডিও স্পোর্টকে পিএসজি কোচ বলেন, ‘কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে আমি খুশি নই। গোলগুলো নিয়ে আমার কিছু বলার নেই। তবে দলকে সে অন্যভাবে সাহায্য করতে পারত। তার সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করব। কিলিয়ান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। তবে আমরা আরও চাই।’
২০২২-২৩ মৌসুমে ২৯ গোল করে লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতা ছিলেন এমবাপ্পে। পিএসজিও জিতেছিল শিরোপা। ২০২৩-২৪ মৌসুমে লিগ ওয়ান, চ্যাম্পিয়নস লিগ মিলে ১৫ ম্যাচে করেন ১৫ গোল, যার মধ্যে লিগ ওয়ানেই করেছেন ১৩ গোল। ম্যাচ শেষে ফরাসি ফরোয়ার্ড বলেন, ‘আমি যা চাই, তা হলো ভালো খেলা ও গোল করা। দলকে যতটা সম্ভব সাহায্য করাই আমার লক্ষ্য।’
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
৫ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৮ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৯ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
১০ ঘণ্টা আগে