প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) জার্সিতে গোল করার অভ্যাস তো আগেই রপ্ত করে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে। প্রায় ম্যাচেই গোল করে দলের জয়ে অবদান রাখছেন। দুর্দান্ত এক হ্যাটট্রিক করে গতকাল পিএসজিকে তুলেছেন পয়েন্ট টেবিলের শীর্ষে। তবু যেন সন্তুষ্ট হতে পারছেন না পিএসজি কোচ লুইস এনরিকে।
অগাস্তা ডিলন টু স্টেডিয়ামে গতকাল লিগ ওয়ানের ম্যাচে মুখোমুখি হয়েছিল পিএসজি ও রেঁস। এই ম্যাচে রেঁসকে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি। তিনটি গোলই করেছেন এমবাপ্পে। ৩, ৫৯ ও ৮২ মিনিটে গোল ৩টি করেন ফরাসি তারকা ফরোয়ার্ড। ১২ ম্যাচে ৮ জয়, ৩ ড্র ও ১ পরাজয়ে ২৭ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে পিএসজি। তাতে অবদান রয়েছে নিস-মঁপেলিয়ার ম্যাচের। গোলশূন্য ড্র হওয়ায় ১২ ম্যাচ খেলা নিসের পয়েন্ট এখন ২৬।
পয়েন্ট তালিকার শীর্ষে পিএসজির ওঠায় এমবাপ্পে অবদান রাখলেও বেশ কিছু সুযোগ তাঁর হাতছাড়া হয়েছে। ফরাসি তারকা ফরোয়ার্ড নিজে গোল মিস করেছেন। তেমনি রেঁস গোলরক্ষক ইয়েভান দিউফও এমবাপ্পের গোল সেভ করেছেন। রেঁস ডিফেন্ডাররাও ফরাসি তারকাকে আরও গোল করা থেকে দারুণভাবে আটকে দিয়েছেন। এনরিকে সরাসরি কিছু না বললেও এমবাপ্পের হ্যাটট্রিকে সন্তুষ্ট হতে পারেননি। ম্যাচ শেষে প্রাইম ভিডিও স্পোর্টকে পিএসজি কোচ বলেন, ‘কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে আমি খুশি নই। গোলগুলো নিয়ে আমার কিছু বলার নেই। তবে দলকে সে অন্যভাবে সাহায্য করতে পারত। তার সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করব। কিলিয়ান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। তবে আমরা আরও চাই।’
২০২২-২৩ মৌসুমে ২৯ গোল করে লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতা ছিলেন এমবাপ্পে। পিএসজিও জিতেছিল শিরোপা। ২০২৩-২৪ মৌসুমে লিগ ওয়ান, চ্যাম্পিয়নস লিগ মিলে ১৫ ম্যাচে করেন ১৫ গোল, যার মধ্যে লিগ ওয়ানেই করেছেন ১৩ গোল। ম্যাচ শেষে ফরাসি ফরোয়ার্ড বলেন, ‘আমি যা চাই, তা হলো ভালো খেলা ও গোল করা। দলকে যতটা সম্ভব সাহায্য করাই আমার লক্ষ্য।’
প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) জার্সিতে গোল করার অভ্যাস তো আগেই রপ্ত করে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে। প্রায় ম্যাচেই গোল করে দলের জয়ে অবদান রাখছেন। দুর্দান্ত এক হ্যাটট্রিক করে গতকাল পিএসজিকে তুলেছেন পয়েন্ট টেবিলের শীর্ষে। তবু যেন সন্তুষ্ট হতে পারছেন না পিএসজি কোচ লুইস এনরিকে।
অগাস্তা ডিলন টু স্টেডিয়ামে গতকাল লিগ ওয়ানের ম্যাচে মুখোমুখি হয়েছিল পিএসজি ও রেঁস। এই ম্যাচে রেঁসকে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি। তিনটি গোলই করেছেন এমবাপ্পে। ৩, ৫৯ ও ৮২ মিনিটে গোল ৩টি করেন ফরাসি তারকা ফরোয়ার্ড। ১২ ম্যাচে ৮ জয়, ৩ ড্র ও ১ পরাজয়ে ২৭ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে পিএসজি। তাতে অবদান রয়েছে নিস-মঁপেলিয়ার ম্যাচের। গোলশূন্য ড্র হওয়ায় ১২ ম্যাচ খেলা নিসের পয়েন্ট এখন ২৬।
পয়েন্ট তালিকার শীর্ষে পিএসজির ওঠায় এমবাপ্পে অবদান রাখলেও বেশ কিছু সুযোগ তাঁর হাতছাড়া হয়েছে। ফরাসি তারকা ফরোয়ার্ড নিজে গোল মিস করেছেন। তেমনি রেঁস গোলরক্ষক ইয়েভান দিউফও এমবাপ্পের গোল সেভ করেছেন। রেঁস ডিফেন্ডাররাও ফরাসি তারকাকে আরও গোল করা থেকে দারুণভাবে আটকে দিয়েছেন। এনরিকে সরাসরি কিছু না বললেও এমবাপ্পের হ্যাটট্রিকে সন্তুষ্ট হতে পারেননি। ম্যাচ শেষে প্রাইম ভিডিও স্পোর্টকে পিএসজি কোচ বলেন, ‘কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে আমি খুশি নই। গোলগুলো নিয়ে আমার কিছু বলার নেই। তবে দলকে সে অন্যভাবে সাহায্য করতে পারত। তার সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করব। কিলিয়ান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। তবে আমরা আরও চাই।’
২০২২-২৩ মৌসুমে ২৯ গোল করে লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতা ছিলেন এমবাপ্পে। পিএসজিও জিতেছিল শিরোপা। ২০২৩-২৪ মৌসুমে লিগ ওয়ান, চ্যাম্পিয়নস লিগ মিলে ১৫ ম্যাচে করেন ১৫ গোল, যার মধ্যে লিগ ওয়ানেই করেছেন ১৩ গোল। ম্যাচ শেষে ফরাসি ফরোয়ার্ড বলেন, ‘আমি যা চাই, তা হলো ভালো খেলা ও গোল করা। দলকে যতটা সম্ভব সাহায্য করাই আমার লক্ষ্য।’
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১৬ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে