Ajker Patrika

‘আক্রমণাত্মক মানসিকতা নিয়েই খেলতে নামবে পিএসজি’

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

এবারের চ্যাম্পিয়নস লিগে পিএসজি পড়েছে ‘মৃত্যুকূপে’। প্রথম ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জিতলেও বিধ্বস্ত হয়েছে নিউক্যাসল ইউনাইটেডের মাঠে। সেই ক্ষত নিয়েই আজ রাতে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে দ্বিতীয় সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়নস লিগজয়ী এসি মিলানকে আতিথেয়তা দেবে পিএসজি। 
 
‘সি’ গ্রুপের কঠিন লড়াই সামলে দ্বিতীয় রাউন্ডে যেতে হলে জয়ে ফিরতে হবে পিএসজিকে। গতকাল সংবাদ সম্মেলনে এসে কোচ এনরিকেও জানালেন, তাদের সব মনোযোগ ম্যাচের দিকে, ‘গত দুই রাউন্ডের পরিস্থিতি বিবেচনায় এটি (মিলানের বিপক্ষে) খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে আমরা প্রতিটি ম্যাচের দিকে মনোযোগ রাখছি।’ 

পিএসজি মাঠে কোন মানসিকতা নিয়ে নামবে, সাংবাদিকদের সেই প্রশ্নে এনরিখের উত্তর, ‘সব সময়ের মতো আক্রমণাত্মক, আমরা এমন দল যারা সব সময় আক্রমণাত্মক।’ এই গ্রুপের আরেক ম্যাচে টানা দুই জয়ে শীর্ষে থাকা নিউক্যাসলের বিপক্ষে তাদের মাঠে মুখোমুখি হবে ডর্টমুন্ড। যেখানে মিলানের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল নিউক্যাসল। আর নিউক্যাসলের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছিল পিএসজি। আর ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে দিয়েছিল প্যারিসিয়ানরা। তিন পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের পয়েন্ট তালিকার চারে দুইয়ে রয়েছে পিএসজি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত