লিগ ওয়ানে খেলতে গিয়ে ফুটবলার বেশ বিপদেই পড়েছেন। খেলার চেয়ে চুরির ঘটনায় বেশি বেশি শিরোনামে আসছেন ফ্রান্সের লিগটির খেলোয়াড়েরা। গত মাসে জিয়ানলুইজি দোনারুমার বাড়িতে ভয়ংকর এক ডাকাতি হয়েছিল।
সেই ঘটনার ১৫ দিনও পার হয়নি এখনো। এর মধ্যে জানা গেছে, মাতেও গুয়েনডৌজি নামে এক মিডফিল্ডারের বাড়িতে নাকি ডাকাতি হয়েছে। যে সময় ডাকাতি হয়, তখন তিনি মার্শেইয়ের মাঝমাঠ সামলাচ্ছিলেন। বেয়ার লেভারকুসেনের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলের জয়ে দলের মাঝমাঠ সামলালেও ভাগ্যের কি লীলাখেলা নিজের ঘরই সামলাতে পারলেন না তিনি।
মার্শেই শহরের ক্যাসিসে স্ত্রী ম্যায়কে নিয়ে থাকেন গুয়েনডৌজি। এই বাড়িতেই গত বুধবার ডাকাতি হয়। ডাকাতেরা শোয়ার ঘরের জানালা দিয়ে অন্দরে প্রবেশ করে। তবে খুব বেশি কিছু নিয়ে যেতে পারেনি। ২ কোটি ৭৭ লাখ টাকা মূল্যের শুধু রোলেক্স ঘড়ি নিয়ে গেছেন। সাবেক আর্সেনাল মিডফিল্ডারের স্ত্রী বাড়িতে থাকায় অল্পের মধ্যেই পার পেয়েছেন। ডাকাতদের চুরির বিষয় টের পাওয়াতে তিনি সতর্ক ঘণ্টা বাজান এবং পুলিশকে ফোন দেন। পুলিশ আসার আগেই দ্রুত পালিয়ে যায় ডাকাতেরা। স্থানীয় পুলিশ ঘটনাটির তদন্ত করছে।
এর আগে গত জুলাইয়ে দোনারুমা ও তাঁর স্ত্রী অ্যালেসিয়া এলিফান্তিকে তো বেঁধে রেখে প্রায় ছয় কোটি সাত লাখ টাকার মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় একদল ডাকাত। পিএসজির গোলরক্ষকের বাড়িতে চুরির ঘটনার আগে এ বছরের জানুয়ারিতেই গুয়েনডৌজির সাবেক আর্সেনাল সতীর্থ সিড কোলাসিনাকের বাড়িতেও ডাকাতি হয়। কোলাসিনাকও তখন মার্শেইয়ের হয়ে খেলতেন এবং ক্যাসিসেই বসবাস করতেন। ঘটনার পর গত মাসে ইতালিয়ান ক্লাব আতালান্টায় যোগ দিয়েছেন বসনিয়া ও হার্জেগোভিনার ডিফেন্ডার।
সব মিলিয়ে সাম্প্রতিক বছরগুলোতে লিগ ওয়ানের অনেক ফুটবলারের বাড়িতেই ডাকাতির ঘটনা ঘটেছে। বিষয়টা এখন এমন হয়ে দাঁড়িয়েছে, যেন ফরাসি ডাকাতদের প্রিয় শিকার হচ্ছেন ফুটবলাররা। এর প্রমাণ মিলেছে ফ্রান্সের গোয়েন্দা সংস্থা সিরেস্কার প্রতিবেদনে। তাদের এক প্রতিবেদনে জানা গেছে, ২০২১ সালেই ২২ জন ফুটবলারের বাড়িতে ডাকাতি হয়েছে।
২০২১ সাল থেকে মার্শেইয়ে খেলছেন গুয়েনডৌজি। এ সময় ৯৯ ম্যাচে ১০ গোল করেছেন ফরাসি মিডফিল্ডার। স্বদেশি ক্লাবে যোগ দেওয়ার আগে আর্সেনালের হয়ে ৮২ ম্যাচ খেলে মাত্র এক গোল করেন তিনি।
লিগ ওয়ানে খেলতে গিয়ে ফুটবলার বেশ বিপদেই পড়েছেন। খেলার চেয়ে চুরির ঘটনায় বেশি বেশি শিরোনামে আসছেন ফ্রান্সের লিগটির খেলোয়াড়েরা। গত মাসে জিয়ানলুইজি দোনারুমার বাড়িতে ভয়ংকর এক ডাকাতি হয়েছিল।
সেই ঘটনার ১৫ দিনও পার হয়নি এখনো। এর মধ্যে জানা গেছে, মাতেও গুয়েনডৌজি নামে এক মিডফিল্ডারের বাড়িতে নাকি ডাকাতি হয়েছে। যে সময় ডাকাতি হয়, তখন তিনি মার্শেইয়ের মাঝমাঠ সামলাচ্ছিলেন। বেয়ার লেভারকুসেনের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলের জয়ে দলের মাঝমাঠ সামলালেও ভাগ্যের কি লীলাখেলা নিজের ঘরই সামলাতে পারলেন না তিনি।
মার্শেই শহরের ক্যাসিসে স্ত্রী ম্যায়কে নিয়ে থাকেন গুয়েনডৌজি। এই বাড়িতেই গত বুধবার ডাকাতি হয়। ডাকাতেরা শোয়ার ঘরের জানালা দিয়ে অন্দরে প্রবেশ করে। তবে খুব বেশি কিছু নিয়ে যেতে পারেনি। ২ কোটি ৭৭ লাখ টাকা মূল্যের শুধু রোলেক্স ঘড়ি নিয়ে গেছেন। সাবেক আর্সেনাল মিডফিল্ডারের স্ত্রী বাড়িতে থাকায় অল্পের মধ্যেই পার পেয়েছেন। ডাকাতদের চুরির বিষয় টের পাওয়াতে তিনি সতর্ক ঘণ্টা বাজান এবং পুলিশকে ফোন দেন। পুলিশ আসার আগেই দ্রুত পালিয়ে যায় ডাকাতেরা। স্থানীয় পুলিশ ঘটনাটির তদন্ত করছে।
এর আগে গত জুলাইয়ে দোনারুমা ও তাঁর স্ত্রী অ্যালেসিয়া এলিফান্তিকে তো বেঁধে রেখে প্রায় ছয় কোটি সাত লাখ টাকার মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় একদল ডাকাত। পিএসজির গোলরক্ষকের বাড়িতে চুরির ঘটনার আগে এ বছরের জানুয়ারিতেই গুয়েনডৌজির সাবেক আর্সেনাল সতীর্থ সিড কোলাসিনাকের বাড়িতেও ডাকাতি হয়। কোলাসিনাকও তখন মার্শেইয়ের হয়ে খেলতেন এবং ক্যাসিসেই বসবাস করতেন। ঘটনার পর গত মাসে ইতালিয়ান ক্লাব আতালান্টায় যোগ দিয়েছেন বসনিয়া ও হার্জেগোভিনার ডিফেন্ডার।
সব মিলিয়ে সাম্প্রতিক বছরগুলোতে লিগ ওয়ানের অনেক ফুটবলারের বাড়িতেই ডাকাতির ঘটনা ঘটেছে। বিষয়টা এখন এমন হয়ে দাঁড়িয়েছে, যেন ফরাসি ডাকাতদের প্রিয় শিকার হচ্ছেন ফুটবলাররা। এর প্রমাণ মিলেছে ফ্রান্সের গোয়েন্দা সংস্থা সিরেস্কার প্রতিবেদনে। তাদের এক প্রতিবেদনে জানা গেছে, ২০২১ সালেই ২২ জন ফুটবলারের বাড়িতে ডাকাতি হয়েছে।
২০২১ সাল থেকে মার্শেইয়ে খেলছেন গুয়েনডৌজি। এ সময় ৯৯ ম্যাচে ১০ গোল করেছেন ফরাসি মিডফিল্ডার। স্বদেশি ক্লাবে যোগ দেওয়ার আগে আর্সেনালের হয়ে ৮২ ম্যাচ খেলে মাত্র এক গোল করেন তিনি।
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
৫ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৮ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৯ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
১০ ঘণ্টা আগে