পাকিস্তানি ক্রিকেটার কেন ড্রেসিংরুমে অঝোরে কাঁদলেন
এমন দুঃসময় যে আসবে, ফখর জামান কি সেটা ঘুণাক্ষরেও টের পেয়েছিলেন? আট বছর পর চ্যাম্পিয়নস ট্রফি ধরে রাখার শুরুতে পাকিস্তান যেমন হোঁচট খেয়েছে, তেমনি ফখরও পেলেন দুঃসংবাদ। বাজে খবরের পর পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার ধরে রাখতে পারেননি চোখের জলও।