ক্রীড়া ডেস্ক
সময়টা বড্ড খারাপ যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দলের। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল হারের পর চ্যাম্পিয়নস ট্রফির শুরুটাও তারা করেছে হার দিয়ে। দুঃসময়ের চক্রে যখন ঘুরপাক খাচ্ছে দলটি, স্বাভাবিকভাবেই তাদের নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করে যাচ্ছেন দেশি-বিদেশি ক্রিকেটাররা।
করাচিতে গত বুধবার চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পাকিস্তান হারে ৬০ রানে। ঠিক তার পরের দিন ফখর জামানের চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে যাওয়ার দুঃসংবাদ পায় পাকিস্তান। একই সঙ্গে তাদের হতশ্রী ফিল্ডিং তো রয়েছেই। বাজে অবস্থায় থাকা প্রতিবেশীদের খোঁচা মারতে বিন্দুমাত্র দেরি করেননি ইরফান পাঠান। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই ভিডিওসকে গতকাল পাঠান বলেন, ‘যখন পাকিস্তান দলের ব্যাপার আছে, একটু খেয়াল করে দেখুন। তাদের দলে একগাদা সমস্যা।’
৩২১ রানের লক্ষ্যে নেমে নিউজিল্যান্ডের বিপক্ষে বলতে গেলে পাওয়ার প্লেতেই সর্বনাশটা হয়ে যায় পাকিস্তানের। প্রথম ১০ ওভারে ২ উইকেটে এশিয়ার দলটি করে ২২ রান। পাকিস্তান শেষ পর্যন্ত ২৬০ রান করতে পারে খুশদিল শাহ, সালমান আলী আগা এই দু্ই ব্যাটারের ঝোড়ো ইনিংসের কারণে। অথচ ওপেনিংয়ে নামা বাবর ৯০ বলে করেন ৬০ রান। পাঠানের মতে আধুনিক ঘরানার ওয়ানডে ক্রিকেট পাকিস্তান খেলতে পারে না। ভারতের সাবেক বাঁহাতি পেসার বলেন, ‘কয়েক জন সিনিয়র ক্রিকেটারের কথা যদি বলা হয়, তারা আধুনিক ওয়ানডে ঘরানায় আগ্রাসী ক্রিকেট খেলতে পারে না। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে। এটা কি তারা পরিবর্তন করতে পারবে? খুবই কঠিন।’
দ্বিপক্ষীয় সিরিজে গত ১২ বছর মুখোমুখি হচ্ছে না ভারত-পাকিস্তান। এশিয়া কাপ, আইসিসির ইভেন্টেই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ দেখতে পারেন ভক্ত-সমর্থকেরা। মেজর ইভেন্টে বিশ্বের যে মাঠেই ভারত-পাকিস্তান ম্যাচ হোক, গ্যালারি থাকে ‘হাউসফুল’। দুবাইয়ে আগামীকাল বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে হাইভোল্টেজ ম্যাচ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ নিয়ে পাঠান বলেন, ‘শক্তি-দুর্বলতা সবকিছু ছাপিয়ে যায় ভারত-পাকিস্তান ম্যাচে। যে দল চাপ সামলাতে পারবে, সেই দল জিতবে।’
৮ দল নিয়ে হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হাইব্রিড মডেলে যখন চলছে আইসিসির এই ইভেন্ট, জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড তখন ব্যস্ত ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে। চ্যাম্পিয়নস ট্রফিতে হতাশাজনক শুরুর পর পাকিস্তানকে নিয়ে কটাক্ষ করেছেন কামরান আকমল। কামরানের মতে, চ্যাম্পিয়নস ট্রফি বাদ দিয়ে জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডের সঙ্গে খেলা উচিত পাকিস্তানের।
সময়টা বড্ড খারাপ যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দলের। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল হারের পর চ্যাম্পিয়নস ট্রফির শুরুটাও তারা করেছে হার দিয়ে। দুঃসময়ের চক্রে যখন ঘুরপাক খাচ্ছে দলটি, স্বাভাবিকভাবেই তাদের নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করে যাচ্ছেন দেশি-বিদেশি ক্রিকেটাররা।
করাচিতে গত বুধবার চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পাকিস্তান হারে ৬০ রানে। ঠিক তার পরের দিন ফখর জামানের চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে যাওয়ার দুঃসংবাদ পায় পাকিস্তান। একই সঙ্গে তাদের হতশ্রী ফিল্ডিং তো রয়েছেই। বাজে অবস্থায় থাকা প্রতিবেশীদের খোঁচা মারতে বিন্দুমাত্র দেরি করেননি ইরফান পাঠান। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই ভিডিওসকে গতকাল পাঠান বলেন, ‘যখন পাকিস্তান দলের ব্যাপার আছে, একটু খেয়াল করে দেখুন। তাদের দলে একগাদা সমস্যা।’
৩২১ রানের লক্ষ্যে নেমে নিউজিল্যান্ডের বিপক্ষে বলতে গেলে পাওয়ার প্লেতেই সর্বনাশটা হয়ে যায় পাকিস্তানের। প্রথম ১০ ওভারে ২ উইকেটে এশিয়ার দলটি করে ২২ রান। পাকিস্তান শেষ পর্যন্ত ২৬০ রান করতে পারে খুশদিল শাহ, সালমান আলী আগা এই দু্ই ব্যাটারের ঝোড়ো ইনিংসের কারণে। অথচ ওপেনিংয়ে নামা বাবর ৯০ বলে করেন ৬০ রান। পাঠানের মতে আধুনিক ঘরানার ওয়ানডে ক্রিকেট পাকিস্তান খেলতে পারে না। ভারতের সাবেক বাঁহাতি পেসার বলেন, ‘কয়েক জন সিনিয়র ক্রিকেটারের কথা যদি বলা হয়, তারা আধুনিক ওয়ানডে ঘরানায় আগ্রাসী ক্রিকেট খেলতে পারে না। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে। এটা কি তারা পরিবর্তন করতে পারবে? খুবই কঠিন।’
দ্বিপক্ষীয় সিরিজে গত ১২ বছর মুখোমুখি হচ্ছে না ভারত-পাকিস্তান। এশিয়া কাপ, আইসিসির ইভেন্টেই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ দেখতে পারেন ভক্ত-সমর্থকেরা। মেজর ইভেন্টে বিশ্বের যে মাঠেই ভারত-পাকিস্তান ম্যাচ হোক, গ্যালারি থাকে ‘হাউসফুল’। দুবাইয়ে আগামীকাল বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে হাইভোল্টেজ ম্যাচ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ নিয়ে পাঠান বলেন, ‘শক্তি-দুর্বলতা সবকিছু ছাপিয়ে যায় ভারত-পাকিস্তান ম্যাচে। যে দল চাপ সামলাতে পারবে, সেই দল জিতবে।’
৮ দল নিয়ে হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হাইব্রিড মডেলে যখন চলছে আইসিসির এই ইভেন্ট, জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড তখন ব্যস্ত ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে। চ্যাম্পিয়নস ট্রফিতে হতাশাজনক শুরুর পর পাকিস্তানকে নিয়ে কটাক্ষ করেছেন কামরান আকমল। কামরানের মতে, চ্যাম্পিয়নস ট্রফি বাদ দিয়ে জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডের সঙ্গে খেলা উচিত পাকিস্তানের।
ব্যাটিং ধস বাংলাদেশ দলের কাছে নতুন আর কী! দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে সেই একই দৃশ্য দেখা গেছে। নিমেষেই অদৃশ্য হয়ে গেল বাংলাদেশের টপ অর্ডার। ৩৫ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশের পরে মান বাঁচিয়েছে তাওহীদ হৃদয় আর জাকের আলীর অনবদ্য ব্যাটিং। তাতেও অবশ্য বড় স্কোর গড়া হয়নি। বাংলাদেশ
৩ ঘণ্টা আগে৫১ বছর পর ঘরের মাঠে কাবাডি টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে নেপালকে সেভাবে লড়াইয়ের সুযোগই দেয়নি মিজানুর রহমানের দল। পাঁচটি লোনাসহ ৫৩-২৯ পয়েন্ট ব্যবধানে জিতে ম্যাট ছাড়ে তারা।
৩ ঘণ্টা আগেলাহোরে হাইভোল্টেজ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে রানের ইতিহাস গড়ল ইংল্যান্ড। বেন ডাকেটের ক্যারিয়ারসেরা ইনিংসের সৌজন্যে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ৩৫১ রান তুলেছে তারা। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে/সর্বোচ্চ স্কোরও এটি। এত দিন সর্বোচ্চ দলীয় স্কোর ছিল ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিউজিল্যান্ডের করা ৩৪৭।
৪ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বের শেষ ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছিল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। আজ আবাহনী লিমিটেডের বিপক্ষেও তেমন কিছুরই ইঙ্গিত দেয় তারা। কিন্তু স্বপ্ন বিনষ্ট হয় অচিরেই। শুরুতে পিছিয়ে পড়লেও আবাহনী মাঠ ছাড়ে ৬-১ গোলের বড় জয় নিয়ে। দিনের আরেক ম্যাচে
৪ ঘণ্টা আগে