Ajker Patrika

এবার ওপেনিংয়ে নেমে সাকিবের তাণ্ডব

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০০: ৩১
ম্যাক্সসিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন সাকিব আল হাসান। ফাইল ছবি
ম্যাক্সসিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন সাকিব আল হাসান। ফাইল ছবি

ওপেনিংয়ে ব্যাটিং করতে সাকিব আল হাসানকে দেখা যায় না বললেই চলে। তবে ম্যাক্সসিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন এই অলরাউন্ডার। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের দেখা পেল তাঁর দল মায়ামি ব্লেইজ। টানা দুই হারের পর গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে ১৩ রানে হারিয়েছে মায়ামি।

কেম্যান আইসল্যান্ডের জিমি পাওয়েল ওভালে টস জিতে মায়ামি ব্লেইজকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় গ্র্যান্ড কেম্যান। প্রথম ওভারে ওপেনার শ্রীভাতস গোস্বামী হারালেও তাণ্ডব চালাতে থাকেন আরেক ওপেনার সাকিব। ১১ বলে করেন ২৯ রান। ইনিংসে মেরেছেন ৩টি চার ও দুটি ছক্কা। দলের হয়ে সর্বোচ্চ স্ট্রাইকরেটও তাঁর—২৬৩.৬৩। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ২২ বলে ৪৫ রান করেছেন অ্যাঞ্জেলো পেরেরা। ৫টি চার ও ২টি ছক্কা ছিল এই শ্রীলঙ্কান ব্যাটারের ইনিংসে। মায়ামি ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১১০ রান।

গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসের হয়ে দুটি করে উইকেট নেন রিশি ধাওয়ান ও জ্যাক জার্ভিস।

মায়ামির দেওয়া ১১১ রানে লক্ষ্য তাড়ায় নেমে ১০ ওভারে ৮ উইকেটে ৯৭ রান তুলতে সক্ষম হয় গ্র্যান্ড কেম্যান। দলের হয়ে সর্বোচ্চ ১৫ বলে ২৫ রান এসেছে চিরাগ গান্ধীর ব্যাট থেকে। ৭ বলে ১৪ রান করেন চন্দরপল হেমরাজ। রোনাল্ডো আলিমোহামেদ করেন ৮ বলে ১৬ রান। অন্য ব্যাটাররা সেভাবে কেউ অবদান রাখতে পারেননি। ২ ওভারে ১৮ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন মায়ামির সেহান জয়াসুরিয়া। ২ ওভারে ১৯ রান দিয়ে সাকিবের শিকার ১ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সন্তানের নাম মুহাম্মদ রাখা কি আদবের খেলাপ

জামায়াতের সমাবেশের জন্য বিশেষ ট্রেন, যে ব্যাখ্যা দিল রেল মন্ত্রণালয়

কোটালীপাড়ায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২

আবাসিক হোটেলে অভিযানে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা, সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার

ঢাকায় সমাবেশের জন্য ৩ জোড়া ট্রেন ভাড়া করেছে জামায়াত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত