Ajker Patrika

আবাসিক হোটেলে অভিযানে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা, সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০০: ১৬
বগুড়া শহরতলির বারপুর এলাকায় ড্রিম প্যালেস আবাসিক হোটেলটি সিলগালা করে দেওয়া হয়। শুক্রবার রাতে তোলা। ছবি: আজকের পত্রিকা
বগুড়া শহরতলির বারপুর এলাকায় ড্রিম প্যালেস আবাসিক হোটেলটি সিলগালা করে দেওয়া হয়। শুক্রবার রাতে তোলা। ছবি: আজকের পত্রিকা

বগুড়ায় একটি আবাসিক হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় হোটেলের কর্মচারীরা পালিয়ে যান। অনৈতিক কার্যকলাপের অভিযোগে হোটেলটি থেকে ১০ নারী ও দুই পুরুষকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। পরে হোটেলটি সিলগালা করে দেওয়া হয়।

বগুড়া শহরতলির বারপুর এলাকায় ড্রিম প্যালেস নামেক আবাসিক হোটেলে এসব ঘটনা ঘটে। হোটেলটিতে আজ শুক্রবার সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা অবরুদ্ধ থাকেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ড্রিম প্যালেস আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপের অভিযোগ পেয়ে বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেখানে পৌঁছেন। অভিযানের খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে ভিড় জমান এবং হোটেল লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করেন। একপর্যায়ে কয়েক শ লোক সেখানে অবস্থান নিয়ে ভ্রাম্যমাণ আদালতকে অবরুদ্ধ করে ফেলেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা নিরাপত্তার স্বার্থে হোটেলের ভেতরে আশ্রয় নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকলে সেনাবাহিনী এবং অতিরিক্ত পুলিশ সেখানে পৌঁছে লোকজনকে সরিয়ে দেয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়। হোটেলটি থেকে ১০ জন নারী ও ২ জন পুরুষকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাশির বলেন, হোটেলের কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে গেছেন। অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে হোটেল থেকে ১০ জন নারী ও ২ জন পুরুষকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সন্তানের নাম মুহাম্মদ রাখা কি আদবের খেলাপ

জামায়াতের সমাবেশের জন্য বিশেষ ট্রেন, যে ব্যাখ্যা দিল রেল মন্ত্রণালয়

কোটালীপাড়ায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২

আবাসিক হোটেলে অভিযানে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা, সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার

ঢাকায় সমাবেশের জন্য ৩ জোড়া ট্রেন ভাড়া করেছে জামায়াত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত