Ajker Patrika

ধানমন্ডি বত্রিশের কাছে পুলিশের পাশেই চাপাতি নিয়ে ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ধানমন্ডি ৩২ নম্বরের রাসেল স্কয়ারের সামনে চাপাতি ধরে ব্যাগ ছিনিয়ে নেওয়ার পর সেই অস্ত্র হাতে পুলিশের সামনে দিয়ে চলে যাচ্ছে ছিনতাইকারী। ছবি: ভিডিও থেকে নেওয়া
ধানমন্ডি ৩২ নম্বরের রাসেল স্কয়ারের সামনে চাপাতি ধরে ব্যাগ ছিনিয়ে নেওয়ার পর সেই অস্ত্র হাতে পুলিশের সামনে দিয়ে চলে যাচ্ছে ছিনতাইকারী। ছবি: ভিডিও থেকে নেওয়া

‎রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় চাপাতি দেখিয়ে ছিনতাই করে ট্রাফিক পুলিশের পাশ দিয়েই পালিয়ে গেছে ছিনতাইকারী। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে নিউ মডেল বহুমুখী হাইস্কুলের বিপরীতে এ ঘটনা ঘটে। শুক্রবার রাতে আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ছিনতাইয়ের ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে নাগরিকদের মধ্যে ব্যাপক সমালোচনা হয়। ভিডিওতে দেখা যায়, চাপাতি দিয়ে ভয় দেখিয়ে এক যুবকের কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে যাচ্ছে ছিনতাইকারী। পরে তাঁকে হুমকি দিয়ে আরও কয়েকজনের সামনে দিয়ে মূল সড়কে এসে ট্রাফিক পুলিশের পাশ দিয়েই চলে যায় ছিনতাইকারী।

‎‎একটি গাড়ির ভেতর থেকে করা ভিডিওতে দেখা যায়, অন্তত তিনজন ট্রাফিক পুলিশ সদস্য সেখানে দায়িত্ব পালন করছেন। তাঁদের পাশ কাটিয়ে চাপাতিধারী ছিনতাইকারী নির্বিঘ্নে চলে যাচ্ছে। পথচারীদের কেউ কেউ ছিনতাইয়ের ঘটনা দেখলেও তাঁরা কেউ এগিয়ে যাননি।

‎‎যোগাযোগ করা হলে ওসি ক্যশৈন্যু মারমা বলেন, ‘ওই সময় সেখান থেকে অনেক দূরপাল্লার বাস ছাড়ে। তাই ট্রাফিক পুলিশ সদস্যরা যান চলাচল নিয়ন্ত্রণে ব্যস্ত ছিলেন। বিষয়টি তাঁরা খেয়াল করতে পারেননি।’

‎ওসি আরও বলেন, ছিনতাইয়ের ঘটনায় গতকাল রাত পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। তবে অভিযোগ না পেলেও ছিনতাইকারীকে চিহ্নিত করে তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। ‎

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের সমাবেশের জন্য বিশেষ ট্রেন, যে ব্যাখ্যা দিল রেল মন্ত্রণালয়

আবাসিক হোটেলে অভিযানে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা, সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার

কোটালীপাড়ায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২

ঢাকায় সমাবেশের জন্য ৩ জোড়া ট্রেন ভাড়া করেছে জামায়াত

শর্তের জালে মার্কিন চাপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত