ক্রীড়া ডেস্ক
শ্রীলঙ্কা সফর ওয়ানডে ও টেস্ট সিরিজ হার। তবে টি-টোয়েন্টি সিরিজ জিতে শেষটা রাঙিয়েছে বাংলাদেশ দল। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে কাল থেকে লিটন দাসরা নতুন টি-টোয়েন্টি শুরু জয়ের অভিযানে নামবেন পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ তো এই সিরিজে আগে রাখছেন বাংলাদেশকেই। নিজেদের চেনা-জানা ডেরা—মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মাঠ বলেই তাঁর এই বাজি।
মিরপুর আজ বাংলাদেশ দলের অনুশীলন বাতিল হলেও ব্যাটিং স্কিল নিয়ে ব্যক্তিগতভাবে কাজ করেন নাঈম। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, ‘যেহেতু একটা উইনিং মোমেন্টাম নিয়ে ফিরেছি (শ্রীলঙ্কা থেকে), সেটা ধরে রাখার চেষ্টা করব।’
২০১৬ সালের পর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে কোনো জয় নেই বাংলাদেশের। তবে এবার সফরকারী দলে নেই একঝাঁক তারকা ক্রিকেটার। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহদের কাছে পরীক্ষা দিতে হবে না বাংলাদেশ দলকে। তবু পাকিস্তানের ভয়ডরহীন ক্রিকেট খেলায় জন্য বেশ ভয়ংকরও পাকিস্তানের এবারের দলটি।
তবে এবার ঘরের মাঠে খেলা হওয়ায় নিজেদেরই এগিয়ে রাখলেন বাঁহাতি ওপেনার নাঈম, ‘অবশ্যই ঘরের মাঠে আমরা নিজেদের দলকে এগিয়ে রাখি। এবারও এগিয়ে রাখব। পাকিস্তানে আমরা যেভাবে খেলেছি, বেশির ভাগ ম্যাচ হাই স্কোরিং ছিল। আমরা ১৯০-২০০ করেছি। তবে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানে বোলিংটা যেভাবে করেছি, শ্রীলঙ্কার বিপক্ষে কিন্তু এর বিপরীত ছিল।’
বল হাতে রিশাদ-শরীফুলরা রয়েছেন দারুণ ছন্দে। বোলিংয়ে আস্থা রেখে নাঈম বললেন, ‘এখন আমাদের বোলাররা ভালো ছন্দে আছে। সতীর্থ হিসেবে দেখেছি, বোলাররা খুব ভালো অবস্থানে আছে। এটা ধরে রাখতে পারলে ঘরের মাঠের সুবিধা আমরা নিতে পারব।’
শ্রীলঙ্কা সফরে সীমিত ওভারের দুই সিরিজের দলে থাকলেও ২১ মাস পর ফেরা নাঈম একাদশে ছিলেন শুধু একটি টি-টোয়েন্টিতে। সেই ম্যাচে ৪ নম্বরে ব্যাটিংয়ে নেমে করেছিলেন ২৯ বলে ৩২ রান। মন্থর ইনিংসটির সমালোচনাও হয় ব্যাপক। কিন্তু নাঈম জানালেন, ওই পজিশনে ব্যাটিং করার জন্য মানসিকভাবে প্রস্তুতই ছিলেন না তিনি।
শ্রীলঙ্কা সফর ওয়ানডে ও টেস্ট সিরিজ হার। তবে টি-টোয়েন্টি সিরিজ জিতে শেষটা রাঙিয়েছে বাংলাদেশ দল। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে কাল থেকে লিটন দাসরা নতুন টি-টোয়েন্টি শুরু জয়ের অভিযানে নামবেন পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ তো এই সিরিজে আগে রাখছেন বাংলাদেশকেই। নিজেদের চেনা-জানা ডেরা—মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মাঠ বলেই তাঁর এই বাজি।
মিরপুর আজ বাংলাদেশ দলের অনুশীলন বাতিল হলেও ব্যাটিং স্কিল নিয়ে ব্যক্তিগতভাবে কাজ করেন নাঈম। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, ‘যেহেতু একটা উইনিং মোমেন্টাম নিয়ে ফিরেছি (শ্রীলঙ্কা থেকে), সেটা ধরে রাখার চেষ্টা করব।’
২০১৬ সালের পর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে কোনো জয় নেই বাংলাদেশের। তবে এবার সফরকারী দলে নেই একঝাঁক তারকা ক্রিকেটার। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহদের কাছে পরীক্ষা দিতে হবে না বাংলাদেশ দলকে। তবু পাকিস্তানের ভয়ডরহীন ক্রিকেট খেলায় জন্য বেশ ভয়ংকরও পাকিস্তানের এবারের দলটি।
তবে এবার ঘরের মাঠে খেলা হওয়ায় নিজেদেরই এগিয়ে রাখলেন বাঁহাতি ওপেনার নাঈম, ‘অবশ্যই ঘরের মাঠে আমরা নিজেদের দলকে এগিয়ে রাখি। এবারও এগিয়ে রাখব। পাকিস্তানে আমরা যেভাবে খেলেছি, বেশির ভাগ ম্যাচ হাই স্কোরিং ছিল। আমরা ১৯০-২০০ করেছি। তবে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানে বোলিংটা যেভাবে করেছি, শ্রীলঙ্কার বিপক্ষে কিন্তু এর বিপরীত ছিল।’
বল হাতে রিশাদ-শরীফুলরা রয়েছেন দারুণ ছন্দে। বোলিংয়ে আস্থা রেখে নাঈম বললেন, ‘এখন আমাদের বোলাররা ভালো ছন্দে আছে। সতীর্থ হিসেবে দেখেছি, বোলাররা খুব ভালো অবস্থানে আছে। এটা ধরে রাখতে পারলে ঘরের মাঠের সুবিধা আমরা নিতে পারব।’
শ্রীলঙ্কা সফরে সীমিত ওভারের দুই সিরিজের দলে থাকলেও ২১ মাস পর ফেরা নাঈম একাদশে ছিলেন শুধু একটি টি-টোয়েন্টিতে। সেই ম্যাচে ৪ নম্বরে ব্যাটিংয়ে নেমে করেছিলেন ২৯ বলে ৩২ রান। মন্থর ইনিংসটির সমালোচনাও হয় ব্যাপক। কিন্তু নাঈম জানালেন, ওই পজিশনে ব্যাটিং করার জন্য মানসিকভাবে প্রস্তুতই ছিলেন না তিনি।
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ। এর মধ্যে আমন্ত্রণ এল আরও এক সিরিজ খেলার। অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশকে নিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় আফগানিস্তান।
২ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার পর আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়েকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে কিউইরা। দলের জয়ে ঝোড়ো ইনিংস খেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এক বছর পর টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া ডেভন কনওয়ে। ৪০ বলে ৫৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন এই ওপেনার
৪ ঘণ্টা আগেওপেনিংয়ে ব্যাটিং করতে সাকিব আল হাসানকে দেখা যায় না বললেই চলে। তবে ম্যাক্সসিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন এই অলরাউন্ডার। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের দেখা পেল তাঁর দল মায়ামি ব্লেইজ। টানা দুই হারের পর গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে ১৩ রানে হারিয়েছে মায়ামি।
৪ ঘণ্টা আগে২১ মাস পর জাতীয় দলে ফিরেছেন নাঈম শেখ। শ্রীলঙ্কা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও সুযোগ পেয়েছেন কেবল একটি ম্যাচে। পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার সুযোগ পান তিনি। সেটিও উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিকের হঠাৎ অসুস্থতার কারণে। পরিকল্পনায় তাঁর থাকার কথা ছিল পাঁচ নম্বরে,
৭ ঘণ্টা আগে