Ajker Patrika

কনওয়ের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৮ জুলাই ২০২৫, ২২: ১২
কনওয়ের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট
কনওয়ের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট

ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার পর আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়েকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে কিউইরা। দলের জয়ে ঝোড়ো ইনিংস খেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এক বছর পর টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া ডেভন কনওয়ে। ৪০ বলে ৫৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন এই ওপেনার।

হারারেতে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় জিম্বাবুয়ে। ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১২০ রান তোলে স্বাগতিকেরা। জবাবে ১২১ রানের লক্ষ্য ১৩.৫ ওভারে তাড়া করে নিউজিল্যান্ড।

দ্বিতীয় ওভারেই ফেরেন ওপেনার টিম সেইফার্ট (৩)। রাচিন রবীন্দ্র ফেরেন ৩০ রানে। কনওয়ে ৪টি চার ও ২টি ছক্কায় ৫৯ রানে এবং ড্যারিল মিচেল ১৯ বলে ২৬ রানে অপরাজিত থাকেন। ব্লেসিং মুজারাবানি ও তিনোতেনদা মাপোসা একটি করে উইকেট নেন। এই সিরিজেও দলে ছিলেন না কনওয়ে। টপ অর্ডার ব্যাটার ফিন অ্যালেন হঠাৎ চোটে পড়লে এক বছর পর ডাক পান কনওয়ে।

এর আগে ম্যাট হেনরির দুর্দান্ত বোলিংয়ে ১২০ রানে থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস। সর্বোচ্চ ওপেনার ওয়েসলি মাধেভেরের ৩৬ ও ব্রায়ান বেনেট করেন ২১ রান। কিউইদের হয়ে ২৬ রানে ৩ উইকেট নেন হেনরি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সন্তানের নাম মুহাম্মদ রাখা কি আদবের খেলাপ

জামায়াতের সমাবেশের জন্য বিশেষ ট্রেন, যে ব্যাখ্যা দিল রেল মন্ত্রণালয়

কোটালীপাড়ায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২

আবাসিক হোটেলে অভিযানে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা, সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার

ঢাকায় সমাবেশের জন্য ৩ জোড়া ট্রেন ভাড়া করেছে জামায়াত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত