Ajker Patrika

চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান চমকে দেবে, আমিরের বিশ্বাস

ক্রীড়া ডেস্ক    
চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান দারুণ কিছু করবে বলে বিশ্বাস করেন মোহাম্মদ আমির। ছবি: এএফপি
চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান দারুণ কিছু করবে বলে বিশ্বাস করেন মোহাম্মদ আমির। ছবি: এএফপি

২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির সবশেষ আসরে পাকিস্তানকে জেতাতে দারুণ অবদান রাখেন মোহাম্মদ আমির। তবে ৮ বছর পর যখন আবার ফিরছে আইসিসির এই ইভেন্ট, তখন তিনি শুধুই দর্শক। কারণ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছেন।

‘আনপ্রেডিক্টেবল’ তকমা পাকিস্তান ক্রিকেট দলের নামের সঙ্গে এমনভাবে জুড়ে গেছে যে কখন কী হয়, তা বোঝা মুশকিল। বাজে খেললে পাকিস্তানকে রীতিমতো ধুয়ে দেন আমির। আবার তিনিই চ্যাম্পিয়নস ট্রফির আগে পাকিস্তানকে সাহস জোগাচ্ছেন। যেখানে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হারের পর পাকিস্তানকে নিয়ে চলছে সমালোচনা, সেই আমির পাকিস্তানের পাশে দাঁড়িয়েছেন। পাকিস্তানের বাঁহাতি পেসার নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে গতকাল সন্ধ্যায় লিখেছেন, ‘কেউ দুশ্চিন্তা করবেন না। পাকিস্তান দল ও বাবর আজম চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলবে ইনশাআল্লাহ। আমার কথা লিখে রাখুন।’ লেখা শেষে তিনটি ভালোবাসার ইমোজি দিয়েছেন আমির।

ওয়ানডে সিরিজে ১২৩ ইনিংসের মধ্যে বাবর তিন নম্বরে ১০৪ ইনিংস ব্যাটিং করেছেন। ওপেনিং করেছেন ৫ ইনিংসে। এই পাঁচটির তিনটিই আবার কয়েক দিন আগে পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকাকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে। সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে ওপেনার বাবর করেছেন ৬২ রান। ওয়ানডেতে ৫ ইনিংসে ওপেনার হিসেবে করেছেন ৮৮ রান। বোঝাই যাচ্ছে, এই জায়গাটায় তিনি কতটা অনভ্যস্ত।

হঠাৎ করে বাবরের অবস্থান পরিবর্ত হওয়ার মানেই বুঝতে পারছেন না বাসিত আলী। নিজের ইউটিউব চ্যানেলে বাসিত বলেন, ‘কে বাবরকে ওপেনিং করার পরামর্শ দিয়েছে? আমি তাঁর এই সিদ্ধান্তে অবাক হয়েছে। এটা কোন ধরনের চিন্তাভাবনা। তিন নম্বরে সে ভালো খেলছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫০-৭০ রান করেছে। তবে তার অবস্থান বদলে গেল। এখন ত্রিদেশীয় সিরিজে তিন ইনিংস মিলে করেছে ৬২ রান।’

২০২০-এর ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে একবার অবসর নিয়েছিলেন। কারণ হিসেবে তখন মানসিক অত্যাচারের কথা বলেছিলেন। পরবর্তীতে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে টুর্নামেন্টের কয়েক মাস আগে হঠাৎই অবসর ভাঙেন। গত বছর শেষের দিকে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন এই বাঁহাতি পেসার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত