ক্রীড়া ডেস্ক
২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির সবশেষ আসরে পাকিস্তানকে জেতাতে দারুণ অবদান রাখেন মোহাম্মদ আমির। তবে ৮ বছর পর যখন আবার ফিরছে আইসিসির এই ইভেন্ট, তখন তিনি শুধুই দর্শক। কারণ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছেন।
‘আনপ্রেডিক্টেবল’ তকমা পাকিস্তান ক্রিকেট দলের নামের সঙ্গে এমনভাবে জুড়ে গেছে যে কখন কী হয়, তা বোঝা মুশকিল। বাজে খেললে পাকিস্তানকে রীতিমতো ধুয়ে দেন আমির। আবার তিনিই চ্যাম্পিয়নস ট্রফির আগে পাকিস্তানকে সাহস জোগাচ্ছেন। যেখানে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হারের পর পাকিস্তানকে নিয়ে চলছে সমালোচনা, সেই আমির পাকিস্তানের পাশে দাঁড়িয়েছেন। পাকিস্তানের বাঁহাতি পেসার নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে গতকাল সন্ধ্যায় লিখেছেন, ‘কেউ দুশ্চিন্তা করবেন না। পাকিস্তান দল ও বাবর আজম চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলবে ইনশাআল্লাহ। আমার কথা লিখে রাখুন।’ লেখা শেষে তিনটি ভালোবাসার ইমোজি দিয়েছেন আমির।
ওয়ানডে সিরিজে ১২৩ ইনিংসের মধ্যে বাবর তিন নম্বরে ১০৪ ইনিংস ব্যাটিং করেছেন। ওপেনিং করেছেন ৫ ইনিংসে। এই পাঁচটির তিনটিই আবার কয়েক দিন আগে পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকাকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে। সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে ওপেনার বাবর করেছেন ৬২ রান। ওয়ানডেতে ৫ ইনিংসে ওপেনার হিসেবে করেছেন ৮৮ রান। বোঝাই যাচ্ছে, এই জায়গাটায় তিনি কতটা অনভ্যস্ত।
Don't worry everyone. Pakistan team and babar azam will perform in champions trophy INSHA ALLAH. Mark my words ☺️☺️☺️.
— Mohammad Amir (@iamamirofficial) February 15, 2025
হঠাৎ করে বাবরের অবস্থান পরিবর্ত হওয়ার মানেই বুঝতে পারছেন না বাসিত আলী। নিজের ইউটিউব চ্যানেলে বাসিত বলেন, ‘কে বাবরকে ওপেনিং করার পরামর্শ দিয়েছে? আমি তাঁর এই সিদ্ধান্তে অবাক হয়েছে। এটা কোন ধরনের চিন্তাভাবনা। তিন নম্বরে সে ভালো খেলছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫০-৭০ রান করেছে। তবে তার অবস্থান বদলে গেল। এখন ত্রিদেশীয় সিরিজে তিন ইনিংস মিলে করেছে ৬২ রান।’
২০২০-এর ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে একবার অবসর নিয়েছিলেন। কারণ হিসেবে তখন মানসিক অত্যাচারের কথা বলেছিলেন। পরবর্তীতে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে টুর্নামেন্টের কয়েক মাস আগে হঠাৎই অবসর ভাঙেন। গত বছর শেষের দিকে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন এই বাঁহাতি পেসার।
২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির সবশেষ আসরে পাকিস্তানকে জেতাতে দারুণ অবদান রাখেন মোহাম্মদ আমির। তবে ৮ বছর পর যখন আবার ফিরছে আইসিসির এই ইভেন্ট, তখন তিনি শুধুই দর্শক। কারণ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছেন।
‘আনপ্রেডিক্টেবল’ তকমা পাকিস্তান ক্রিকেট দলের নামের সঙ্গে এমনভাবে জুড়ে গেছে যে কখন কী হয়, তা বোঝা মুশকিল। বাজে খেললে পাকিস্তানকে রীতিমতো ধুয়ে দেন আমির। আবার তিনিই চ্যাম্পিয়নস ট্রফির আগে পাকিস্তানকে সাহস জোগাচ্ছেন। যেখানে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হারের পর পাকিস্তানকে নিয়ে চলছে সমালোচনা, সেই আমির পাকিস্তানের পাশে দাঁড়িয়েছেন। পাকিস্তানের বাঁহাতি পেসার নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে গতকাল সন্ধ্যায় লিখেছেন, ‘কেউ দুশ্চিন্তা করবেন না। পাকিস্তান দল ও বাবর আজম চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলবে ইনশাআল্লাহ। আমার কথা লিখে রাখুন।’ লেখা শেষে তিনটি ভালোবাসার ইমোজি দিয়েছেন আমির।
ওয়ানডে সিরিজে ১২৩ ইনিংসের মধ্যে বাবর তিন নম্বরে ১০৪ ইনিংস ব্যাটিং করেছেন। ওপেনিং করেছেন ৫ ইনিংসে। এই পাঁচটির তিনটিই আবার কয়েক দিন আগে পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকাকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে। সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে ওপেনার বাবর করেছেন ৬২ রান। ওয়ানডেতে ৫ ইনিংসে ওপেনার হিসেবে করেছেন ৮৮ রান। বোঝাই যাচ্ছে, এই জায়গাটায় তিনি কতটা অনভ্যস্ত।
Don't worry everyone. Pakistan team and babar azam will perform in champions trophy INSHA ALLAH. Mark my words ☺️☺️☺️.
— Mohammad Amir (@iamamirofficial) February 15, 2025
হঠাৎ করে বাবরের অবস্থান পরিবর্ত হওয়ার মানেই বুঝতে পারছেন না বাসিত আলী। নিজের ইউটিউব চ্যানেলে বাসিত বলেন, ‘কে বাবরকে ওপেনিং করার পরামর্শ দিয়েছে? আমি তাঁর এই সিদ্ধান্তে অবাক হয়েছে। এটা কোন ধরনের চিন্তাভাবনা। তিন নম্বরে সে ভালো খেলছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫০-৭০ রান করেছে। তবে তার অবস্থান বদলে গেল। এখন ত্রিদেশীয় সিরিজে তিন ইনিংস মিলে করেছে ৬২ রান।’
২০২০-এর ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে একবার অবসর নিয়েছিলেন। কারণ হিসেবে তখন মানসিক অত্যাচারের কথা বলেছিলেন। পরবর্তীতে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে টুর্নামেন্টের কয়েক মাস আগে হঠাৎই অবসর ভাঙেন। গত বছর শেষের দিকে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন এই বাঁহাতি পেসার।
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
৯ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
১০ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
১১ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
১২ ঘণ্টা আগে