Ajker Patrika

চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী দিনেই মুকুট হারালেন বাবর-রশিদ

ক্রীড়া ডেস্ক    
ব্যাটারদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারালেন বাবর আজম। ছবি: সংগৃহীত
ব্যাটারদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারালেন বাবর আজম। ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী দিনেই ওলট-পালট ওয়ানডে র্যাঙ্কিংয়ে। বাবর আজমকে সরিয়ে ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো আইসিসি ওয়ানডে ব্যাটারদের শীর্ষে উঠেছেন ভারতের ওপেনার শুবমান গিল। ২০২৩ সালেও পাকিস্তানি ব্যাটারকে হটিয়ে কিছু সময়ের জন্য শীর্ষে উঠেছিলেন গিল। এখন তাঁর রেটিং ৭৯৬, বাবরের ৭৭৩।

শুধু ব্যাটারদের র্যাঙ্কিংয়ে নয়, পরিবর্তন এল ওয়ানডে বোলারদের তালিকায়ও। বাবরের মতো মুকুট হারালেন আফগানিস্তানের রশিদ খান। তাঁকে সরিয়ে প্রথমবারের মতো শীর্ষে উঠেছেন শ্রীলঙ্কান স্পিনার মহেশ তিকশানা। ওয়ানডে অলরাউন্ডারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানেরই মোহাম্মদ নবী।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রান স্কোরার হয়েছেন গিল। তিন ম্যাচে দুই ফিফটি আর অনেক রেকর্ড গড়া এক সেঞ্চুরিতে ৮৬.৩৩ গড়ে করেছেন ২৫৯ রান। বিপরীতে বাবর শেষ ২১ ইনিংসে ওয়ানডেতে কোনো সেঞ্চুরির দেখা পাননি। ত্রিদেশীয় সিরিজেও ছিলেন ছন্দহারা।

র্যাঙ্কিংয়ে গিল-বাবরের পরে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে তিন নম্বরে রোহিত শর্মা, চারে হেনরিখ ক্লাসেন, পাঁচ নম্বরে ড্যারিল মিচেল, ছয়ে বিরাট কোহলি, সাতে হ্যারি টেক্টর। বড় লাফ দিয়েছেন চরিত আসালাঙ্কা, আট ধাপ এগোনো এই লঙ্কান ব্যাটার এখন আট নম্বরে। এক ধাপ গিয়ে নয় নম্বরে শ্রেয়াস আইয়ার, ১০ নম্বরে শাই হোপ।

বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দুই ধাপ এগিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২৬ নম্বরে। এক ধাপ পেছানো মুশফিকুর রহিম ৩৪ নম্বরে। মাহমুদউল্লাহ রিয়াদ আছেন ৩৬ নম্বরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্ত করা নিয়ে আমি কেন মাথা ঘামাব: ট্রাম্প

রাজশাহীতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, নারী নিহত

মাস্কের ছেলে নাক খুঁটে হাত মোছার পর ওভাল অফিসের ডেস্কই বদলে ফেললেন ট্রাম্প

মাইকে চাঁদাবাজির ঘোষণা যুবদল নেতার, লাল কাপড় বেঁধে অস্ত্রের মহড়া

জুনের মধ্যেই একসঙ্গে করা সম্ভব পাঁচ স্থানীয় নির্বাচন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত