Ajker Patrika

ফিফটিতে সবার ওপরে কোহলি

ক্রীড়া ডেস্ক    
অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলার পথে কোহলির একটি কাভার ড্রাইভ। ছবি: এএফপি
অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলার পথে কোহলির একটি কাভার ড্রাইভ। ছবি: এএফপি

আইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।

পাঞ্জাব কিংসের দেওয়া ১৫৮ রানের লক্ষ্য বেঙ্গালুরু পেরিয়ে যায় ৭ বল হাতে রেখে। ৪৩ বলে ২ চার এবং ১ ছক্কায় হার না মানা ৭৩ রানে অপরাজিত থাকেন কোহলি। এটি তাঁর আইপিএল ক্যারিয়ারের ৬৭তম ফিফটি। ৬৬ ফিফটি নিয়ে তালিকায় ঠিক পরেই আছেন ডেভিড ওয়ার্নার। এই ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন কোহলি। ভারতীয়দের মধ্যে রোহিত শর্মার সমান সর্বোচ্চ ১৯ বার ম্যাচসেরার রেকর্ডেও ভাগ বসালেন তিনি।

১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোহলি পাওয়ারপ্লের প্রথম ২০ বলে ৫টি চার মেরেছেন। পরবর্তী ২৪ বলের মধ্যে কোনো বাউন্ডারি ছিল না। অর্ধশতক পূর্ণ করার পর কোহলি আবারও গতি বাড়ালেন। ৭ বল এবং ৭ উইকেট হাতে রেখে পূর্ণ ২ পয়েন্ট নিশ্চিত করেই মাঠ ছাড়েন। এ জন্যই হয়তো তাঁকে ‘চেজ মাস্টার’ ডাকা হয়! এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু এখন পয়েন্ট টেবিলের তিনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত