Ajker Patrika

নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ছবি: আইসিসি
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ছবি: আইসিসি

২০১৭ সালে সবশেষ আয়োজিত হয়েছিল চ্যাম্পিয়নস ট্রফি। ৮ বছর পর আজ করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে টুর্নামেন্টটি মাঠে গড়াচ্ছে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

পাকিস্তান আজ টুর্নামেন্টটা খেলতে নামছে শিরোপা ধরে রাখার লক্ষ্যে নেমেই। টসের সময় পাকিস্তান অধিনায়ক রিজওয়ানও জানালেন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ায় তাদের ওপর চাপ বেশি। শিশির পড়বে বিধায় পরে ব্যাটিং করাটা সহজ বলে পাকিস্তান অধিনায়ক মনে করছেন। তিন পেসার শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহর সঙ্গে একাদশে একমাত্র স্বীকৃত স্পিনার আবরার আহমেদ। স্পিন বোলিং অলরাউন্ডার সালমান আলী আগাও আছেন।

ব্যাটিং লাইনআপে অধিনায়ক রিজওয়ানের সঙ্গে থাকছেন ফখর জামান, বাবর আজম, সৌদ শাকিল, খুশদিল শাহ ও তৈয়ব তাহির। খুশদিলও বাঁহাতি স্পিনে কার্যকরী হতে পারেন। অন্যদিকে নিউজিল্যান্ডের একাদশে আছেন তিন পেসার উইল ও’ রুর্ক, ম্যাট হেনরি ও নাথান স্মিথ। স্বয়ং অধিনায়ক মিচেল স্যান্টনার বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার। সঙ্গে দুই স্পিন বোলিং অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল ও গ্লেন ফিলিপস থাকছেন। শেষের দিকে ঝড় তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন ফিলিপস।

ব্যাটিং লাইনআপে থাকছেন ১৫০-এর বেশি ওয়ানডে খেলা দুই অভিজ্ঞ কেন উইলিয়ামসন ও টম ল্যাথাম। ড্যারিল মিচেল ব্যাটিংয়ে নিয়মিত রান করছেন। আছেন দুই টপ অর্ডার ব্যাটার উইল ইয়ং ও ডেভন কনওয়ে।

পাকিস্তানের একাদশ

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, সৌদ শাকিল, তৈয়ব তাহির, খুশদিল শাহ, আগা সালমান, আবরার আহমেদ, হারিস রউফ, নাসিম শাহ, শাহিন আফ্রিদি

নিউজিল্যান্ডের একাদশ

মিচেল স্যান্টনার (অধিনায়ক), কেন উইলিয়ামসন, উইল ইয়ং, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, নাথান স্মিথ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্ত করা নিয়ে আমি কেন মাথা ঘামাব: ট্রাম্প

রাজশাহীতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, নারী নিহত

মাস্কের ছেলে নাক খুঁটে হাত মোছার পর ওভাল অফিসের ডেস্কই বদলে ফেললেন ট্রাম্প

মাইকে চাঁদাবাজির ঘোষণা যুবদল নেতার, লাল কাপড় বেঁধে অস্ত্রের মহড়া

জুনের মধ্যেই একসঙ্গে করা সম্ভব পাঁচ স্থানীয় নির্বাচন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত