ক্রীড়া ডেস্ক
নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরে চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করে পাকিস্তান। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—কোনো বিভাগেই করাচিতে গতকাল সুবিধা করতে পারেনি পাকিস্তান। সেই হারের রেশ কাটতে না কাটতেই বড় দুঃসংবাদ পেল দলটি।
পিঠের চোটে পড়ায় চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেছেন ফখর জামান। তাঁর পরিবর্তে টুর্নামেন্টে এসেছেন ইমাম উল হক। চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে যাওয়ার পর নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে এক পোস্টে ফখর লিখেছেন, ‘পাকিস্তানতে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করা অনেক বড় সম্মানের কাজ এবং আমাদের দেশের প্রত্যেক ক্রিকেটারের এটা স্বপ্ন। পাকিস্তানকে অনেকবার প্রতিনিধিত্ব করতে পেরে অনেক খুশি আমি। দুর্ভাগ্যজনকভাবে চ্যাম্পিয়নস ট্রফি আমার শেষ। তবে আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে কয়েক মাস আগেও ঝামেলা চলছিল ফখরের। চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ পাবেন কি পাবেন না, সেটা নিয়ে তৈরি হয়েছিল অনেক অনিশ্চয়তা। শেষ পর্যন্ত তাঁকে নিয়েই টুর্নামেন্টের দল ঘোষণা করে পিসিবি। আইসিসি ইভেন্টের মাঝপথে ছিটকে যাওয়ার পর আরও শক্তিশালী হয়ে ফেরার আশা করছেন ফখর। পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার লিখেছেন, ‘সুযোগ পেয়ে কৃতজ্ঞ। ঘরে বসে সতীর্থদের সমর্থন দিয়ে যাব। এটা তো কেবল শুরু। বিপদ থেকে আরও শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়াব আমি।’
করাচিতে গতকাল নিউজিল্যান্ডের ইনিংসের দ্বিতীয় বলেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ফখরকে। চোটের কারণে ফিল্ডিংটাও ঠিকমতো করতে পারেননি ফখর। ব্যাটিংয়েও তাই তাঁকে নামতে হয়েছে চার নম্বরে। ওপেনিংয়ে বিস্ফোরক ব্যাটিংয়ে অভ্যস্ত ফখর করেছেন ৪১ বলে ২৪ রান।
ফখরের বদলি হিসেবে চ্যাম্পিয়নস ট্রফির দলে আসা ইমাম সবশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের ২৭ অক্টোবর। চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে ইমাম করেছিলেন ১২ রান। ২০১৭ থেকে ২০২৩ পর্যন্ত ৭২ ওয়ানডে খেলেছেন তিনি। ৪৮.২৭ গড়ে করেছেন ৩১৩৮ রান। ৯ সেঞ্চুরির পাশাপাশি ২০ ফিফটি করেছেন পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার।
আরও পড়ুন: নিউজিল্যান্ড অধ্যায় শেষে পাকিস্তানের লক্ষ্য এখন ভারত বধ
নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরে চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করে পাকিস্তান। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—কোনো বিভাগেই করাচিতে গতকাল সুবিধা করতে পারেনি পাকিস্তান। সেই হারের রেশ কাটতে না কাটতেই বড় দুঃসংবাদ পেল দলটি।
পিঠের চোটে পড়ায় চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেছেন ফখর জামান। তাঁর পরিবর্তে টুর্নামেন্টে এসেছেন ইমাম উল হক। চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে যাওয়ার পর নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে এক পোস্টে ফখর লিখেছেন, ‘পাকিস্তানতে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করা অনেক বড় সম্মানের কাজ এবং আমাদের দেশের প্রত্যেক ক্রিকেটারের এটা স্বপ্ন। পাকিস্তানকে অনেকবার প্রতিনিধিত্ব করতে পেরে অনেক খুশি আমি। দুর্ভাগ্যজনকভাবে চ্যাম্পিয়নস ট্রফি আমার শেষ। তবে আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে কয়েক মাস আগেও ঝামেলা চলছিল ফখরের। চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ পাবেন কি পাবেন না, সেটা নিয়ে তৈরি হয়েছিল অনেক অনিশ্চয়তা। শেষ পর্যন্ত তাঁকে নিয়েই টুর্নামেন্টের দল ঘোষণা করে পিসিবি। আইসিসি ইভেন্টের মাঝপথে ছিটকে যাওয়ার পর আরও শক্তিশালী হয়ে ফেরার আশা করছেন ফখর। পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার লিখেছেন, ‘সুযোগ পেয়ে কৃতজ্ঞ। ঘরে বসে সতীর্থদের সমর্থন দিয়ে যাব। এটা তো কেবল শুরু। বিপদ থেকে আরও শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়াব আমি।’
করাচিতে গতকাল নিউজিল্যান্ডের ইনিংসের দ্বিতীয় বলেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ফখরকে। চোটের কারণে ফিল্ডিংটাও ঠিকমতো করতে পারেননি ফখর। ব্যাটিংয়েও তাই তাঁকে নামতে হয়েছে চার নম্বরে। ওপেনিংয়ে বিস্ফোরক ব্যাটিংয়ে অভ্যস্ত ফখর করেছেন ৪১ বলে ২৪ রান।
ফখরের বদলি হিসেবে চ্যাম্পিয়নস ট্রফির দলে আসা ইমাম সবশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের ২৭ অক্টোবর। চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে ইমাম করেছিলেন ১২ রান। ২০১৭ থেকে ২০২৩ পর্যন্ত ৭২ ওয়ানডে খেলেছেন তিনি। ৪৮.২৭ গড়ে করেছেন ৩১৩৮ রান। ৯ সেঞ্চুরির পাশাপাশি ২০ ফিফটি করেছেন পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার।
আরও পড়ুন: নিউজিল্যান্ড অধ্যায় শেষে পাকিস্তানের লক্ষ্য এখন ভারত বধ
চ্যাম্পিয়নস ট্রফির জন্য প্রথমে শক্তিশালী দলই ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু ইনজুরি-অবসর মিলিয়ে স্কোয়াড থেকে সরে দাঁড়ান নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সসহ পাঁচ তারকা। তাই ফেবারিটের তালিকা থেকে তাদের নাম মুছে দেন অনেকেই। কিন্তু ৫০ ওভারের টুর্নামেন্ট বলে কথা, চাইলেই কি আর অস্ট্রেলিয়াকে হিসেবের বাইরে ফেলা
৬ ঘণ্টা আগেব্যাটিং ধস বাংলাদেশ দলের কাছে নতুন আর কী! দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে সেই একই দৃশ্য দেখা গেছে। নিমেষেই অদৃশ্য হয়ে গেল বাংলাদেশের টপ অর্ডার। ৩৫ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশের পরে মান বাঁচিয়েছে তাওহীদ হৃদয় আর জাকের আলীর অনবদ্য ব্যাটিং। তাতেও অবশ্য বড় স্কোর গড়া হয়নি। বাংলাদেশ
১০ ঘণ্টা আগে৫১ বছর পর ঘরের মাঠে কাবাডি টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে নেপালকে সেভাবে লড়াইয়ের সুযোগই দেয়নি মিজানুর রহমানের দল। পাঁচটি লোনাসহ ৫৩-২৯ পয়েন্ট ব্যবধানে জিতে ম্যাট ছাড়ে তারা।
১০ ঘণ্টা আগেলাহোরে হাইভোল্টেজ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে রানের ইতিহাস গড়ল ইংল্যান্ড। বেন ডাকেটের ক্যারিয়ারসেরা ইনিংসের সৌজন্যে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ৩৫১ রান তুলেছে তারা। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে/সর্বোচ্চ স্কোরও এটি। এত দিন সর্বোচ্চ দলীয় স্কোর ছিল ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিউজিল্যান্ডের করা ৩৪৭।
১১ ঘণ্টা আগে