Ajker Patrika

বাজে হারের পর বড় দুঃসংবাদ পেল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ৩০
চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেলেন ফখর জামান। ছবি: ক্রিকইনফো
চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেলেন ফখর জামান। ছবি: ক্রিকইনফো

নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরে চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করে পাকিস্তান। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—কোনো বিভাগেই করাচিতে গতকাল সুবিধা করতে পারেনি পাকিস্তান। সেই হারের রেশ কাটতে না কাটতেই বড় দুঃসংবাদ পেল দলটি।

পিঠের চোটে পড়ায় চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেছেন ফখর জামান। তাঁর পরিবর্তে টুর্নামেন্টে এসেছেন ইমাম উল হক। চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে যাওয়ার পর নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে এক পোস্টে ফখর লিখেছেন, ‘পাকিস্তানতে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করা অনেক বড় সম্মানের কাজ এবং আমাদের দেশের প্রত্যেক ক্রিকেটারের এটা স্বপ্ন। পাকিস্তানকে অনেকবার প্রতিনিধিত্ব করতে পেরে অনেক খুশি আমি। দুর্ভাগ্যজনকভাবে চ্যাম্পিয়নস ট্রফি আমার শেষ। তবে আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে কয়েক মাস আগেও ঝামেলা চলছিল ফখরের। চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ পাবেন কি পাবেন না, সেটা নিয়ে তৈরি হয়েছিল অনেক অনিশ্চয়তা। শেষ পর্যন্ত তাঁকে নিয়েই টুর্নামেন্টের দল ঘোষণা করে পিসিবি। আইসিসি ইভেন্টের মাঝপথে ছিটকে যাওয়ার পর আরও শক্তিশালী হয়ে ফেরার আশা করছেন ফখর। পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার লিখেছেন, ‘সুযোগ পেয়ে কৃতজ্ঞ। ঘরে বসে সতীর্থদের সমর্থন দিয়ে যাব। এটা তো কেবল শুরু। বিপদ থেকে আরও শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়াব আমি।’

করাচিতে গতকাল নিউজিল্যান্ডের ইনিংসের দ্বিতীয় বলেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ফখরকে। চোটের কারণে ফিল্ডিংটাও ঠিকমতো করতে পারেননি ফখর। ব্যাটিংয়েও তাই তাঁকে নামতে হয়েছে চার নম্বরে। ওপেনিংয়ে বিস্ফোরক ব্যাটিংয়ে অভ্যস্ত ফখর করেছেন ৪১ বলে ২৪ রান।

ফখরের বদলি হিসেবে চ্যাম্পিয়নস ট্রফির দলে আসা ইমাম সবশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের ২৭ অক্টোবর। চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে ইমাম করেছিলেন ১২ রান। ২০১৭ থেকে ২০২৩ পর্যন্ত ৭২ ওয়ানডে খেলেছেন তিনি। ৪৮.২৭ গড়ে করেছেন ৩১৩৮ রান। ৯ সেঞ্চুরির পাশাপাশি ২০ ফিফটি করেছেন পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার।

আরও পড়ুন: নিউজিল্যান্ড অধ্যায় শেষে পাকিস্তানের লক্ষ্য এখন ভারত বধ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত