Ajker Patrika

৪ দিন ধরে দক্ষিণ চট্টগ্রামে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 
আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০৮: ৪৮
দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা-কর্ণফুলী সড়কে বন্ধ বাস চলাচল। ছবি: আজকের পত্রিকা
দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা-কর্ণফুলী সড়কে বন্ধ বাস চলাচল। ছবি: আজকের পত্রিকা

টানা চার দিনেও সুরাহা হয়নি দক্ষিণ চট্টগ্রামের বাস ও অবৈধ যান মাহিন্দ্রা জটিলতার। ফলে বাঁশখালী, আনোয়ারা, কর্ণফুলী থেকে বাস চলাচল বন্ধ রয়েছে আজ রোববারও। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। বাস না পেয়ে অতিরিক্ত অর্থ দিয়ে বিকল্পভাবে গন্তব্যে যেতে হচ্ছে।

গত চার দিনেও কোনো সুরাহা না হওয়ায় বাস চলাচল বন্ধ রেখেছে পিএবি সড়ক পরিবহন মালিক-শ্রমিক ইউনিয়নের সাড়ে ৪০০ চালক ও শ্রমিক। এর আগে অবৈধ ও লাইসেন্সবিহীন চালকদের হামলার প্রতিবাদ জানিয়ে মাহিন্দ্রা যান বন্ধে মানববন্ধন করেছেন পিএবি সড়ক পরিবহন মালিক-শ্রমিক ইউনিয়নের শ্রমিক-নেতারা। ওই সড়ক দিয়ে আনোয়ারা, কর্ণফুলী, চন্দনাইশ, বাঁশখালী ও কক্সবাজারের পেকুয়া উপজেলার লোকজন চট্টগ্রাম শহরে যাতায়াত করেন।

সাধারণ যাত্রীরা বলেন, চার দিন ধরে সড়কে কোনো বাস চলাচল করছে না। বাস যে বন্ধ, তা তাঁরা কোনো ঘোষণা দেননি। ফলে সড়কে এসে যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।

কলেজশিক্ষার্থী নাজিবা সুলতানা বলেন, বাস বন্ধের সুযোগে তিন গুণ অতিরিক্ত ভাড়া আদায় করছে সিএনজি–অটোরিকশাগুলো। গাড়ির জন্যও অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘক্ষণ। যাত্রীদের হয়রানির শেষ নেই। দ্রুত এটি সমাধান হওয়া দরকার।

বাস-শ্রমিক ইউনিয়নের শ্রমিক নেতা মোস্তাক আহমেদ বলেন, গত বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ রয়েছে বাস চলাচল। এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। বাসমালিক ও শ্রমিকদের নিয়ে একটি ১০ সদস্যের কমিটির বৈঠক রয়েছে আজ। বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত আসবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

চার হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত