Ajker Patrika

চেনা মাঠে চেনা রূপে কি ফিরতে পারবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘পয়া’ ভেন্যু রাওয়ালপিন্ডিতে চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে নিশ্চয়ই এভাবে উদযাপন করতে চাইবে বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: ক্রিকইনফো
‘পয়া’ ভেন্যু রাওয়ালপিন্ডিতে চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে নিশ্চয়ই এভাবে উদযাপন করতে চাইবে বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: ক্রিকইনফো

দুবাই থেকে গতকাল পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ফিরেছে বাংলাদেশ। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের পরের ম্যাচ এখানে। আগামী পরশুর সেই ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে হলে এই ম্যাচে জিততে হবে বাংলাদেশকে।

এমন কঠিন এক ম্যাচে বাংলাদেশের স্বস্তির জায়গা হলো, ম্যাচটি হচ্ছে রাওয়ালপিন্ডিতে। গত আগস্ট-সেপ্টেম্বরে এই ভেন্যুতে দুই টেস্টের সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই করেছে বাংলাদেশ। যে ধবলধোলাইকে দেশটির সাবেকেরা পাকিস্তান ক্রিকেট তলানিতে এসে পড়ার সঙ্গে মিলিয়েছেন। সেই সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের উজ্জ্বলতম অধ্যায়ও।

সেই টেস্ট সিরিজ জয়ের সঙ্গে চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার কোনো সম্পর্ক নেই। তবে সেই সাফল্যের কথা মাথায় রেখে যদি রাওয়ালপিন্ডিকে ‘পয়া’ ভেন্যু ভাবতে পারেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তরা; তাতে লাভ বাংলাদেশেরই। পাঁচ মাস আগে টেস্ট সিরিজে পাকিস্তানকে ধবলধোলাইয়ের সেই সুখস্মৃতি এখনই ভুলে যাওয়ার কথা নয় শান্তদের। পরশু দুবাইয়ে ভারতের কাছে হারের পর শান্ত বললেন, ‘আমরা সম্প্রতি পাকিস্তানে খেলেছি। তাই রাওয়ালপিন্ডির কন্ডিশনে ছেলেরা দ্রুত মানিয়ে নিতে পারবে।’

শান্তদের মাথায় এখন চ্যাম্পিয়নস ট্রফির পাকিস্তান পর্ব। তবে চাইলেই কি পরশুর ভারত ম্যাচের কথা ভুলে যাওয়া যায়। ৩৫ রানে ৫ উইকেটের পতন—বাংলাদেশের ব্যাটিং লাইনআপ হুড়মুড়িয়ে ভেঙে পড়ার পুরোনো ভূতকেই সামনে নিয়ে এসেছে। ফিল্ডিংয়ের সময় হয়েছে পিচ্ছিল হাতের প্রদর্শনীও। প্রতিপক্ষ ব্যাটারকে রানআউটের সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন ফিল্ডাররা।

এত হতাশার মধ্যেও ভারত ম্যাচে বাংলাদেশের ইতিবাচক দিক তাওহীদ হৃদয়ের হৃদয় নিংড়ে দিয়ে খেলে পাওয়া সেঞ্চুরি। ৩৫ রানে ৫ উইকেট পতনের পর জাকের আলী অনিককে নিয়ে হৃদয় ১৫৪ রানের জুটি না গড়লে, তিনি রানের তিন অঙ্কে পা না রাখলে হয়তো অল্প রানে গুটিয়ে যেত বাংলাদেশ। স্কোরকে ২০০-এর ওপরে নিয়েও বাংলাদেশ চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি, এটা ঠিক। তবে ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে জাকের-হৃদয়ের প্রতিরোধ, বিরুদ্ধস্রোতে দাঁড়িয়েও হৃদয়ের সেঞ্চুরি দলের মধ্যে এই বিশ্বাস হয়তো সঞ্চারিত করেছে—সবকিছু ঠিক থাকলে জিততেও পারতাম আমরা।

‘পয়া’ ভেন্যু রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডকে পাওয়ায় আশার সঞ্চার হতে পারে দলে। ২০১৭ সালে হওয়া আগের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে এই নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। কার্ডিফে হওয়া সেই ম্যাচে নিউজিল্যান্ডের ২৬৫ রান ১৬ বল ও ৫ উইকেট হাতে রেখে জিতে গিয়েছিল বাংলাদেশ। সেই দলের ছয় ক্রিকেটার রয়েছেন এবারের বাংলাদেশ দলে।

যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে অতীত রেকর্ড খুব ভালো নয় বাংলাদেশের। ওয়ানডেতে ৪৫ সাক্ষাতের ৩৩ বার জিতেছে নিউজিল্যান্ড, বাংলাদেশ ১১ বার। নিউজিল্যান্ডকে হারাতে হলে গত ম্যাচের সব ভুল শুধরে নামতে হবে মাঠে। দলের টপ ও মিডল অর্ডার খুব কম সময় একই সঙ্গে ক্লিক করে। সমস্যা বোলিংয়েও; মাঝের ওভারে উইকেট পান না বোলাররা। এসব সমস্যা কাটিয়ে উঠতে না পারলে দলের ‘চ্যাম্পিয়ন’ হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।

ভারত ম্যাচে আশার জায়গা তৈরি করেছেন তাওহীদ হৃদয়। ভারতের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম শতক হাঁকিয়েও আক্ষেপ শোনা গেছে তাঁর কণ্ঠে, ‘আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শতক। তবে দল হেরে যাওয়ায় সব বৃথা মনে হচ্ছে। আল্লাহর কাছে কৃতজ্ঞ, তবে মন খারাপ। হয়তো আমি আরেকটু ভালো খেললে দল উপকৃত হতো। পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে চাই, যত কষ্ট হোক না কেন।’ হৃদয়ের এই ‘ঘুরে দাঁড়ানো’র অঙ্গীকারটা হোক সবার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আওয়ামী লীগ নেতা–কর্মীদের ‘বিশেষ’ তালিকা করছে পুলিশ

বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্ত করা নিয়ে আমি কেন মাথা ঘামাব: ট্রাম্প

বাংলাদেশ-ভারত ম্যাচে বেটিং কেলেঙ্কারি, গ্রেপ্তার তিন

রাজশাহীতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, নারী নিহত

মাস্কের ছেলে নাক খুঁটে হাত মোছার পর ওভাল অফিসের ডেস্কই বদলে ফেললেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত