ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ানোর আগেই শুরু হয়ে যায় যুদ্ধ। ভারতের আপত্তিতে হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে বাধ্য হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এমনকি জার্সিতে পাকিস্তানের নাম লেখা নিয়েও আপত্তি তোলে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বিসিসিআই আপত্তি জানালেও অবশ্য তাতে কোনো কাজ হয়নি। জার্সিতে পাকিস্তানের নাম নিয়েই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে হবে ভারতীয় ক্রিকেট দলকে। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, শ্রেয়াস আইয়াররা টুর্নামেন্টের জার্সি পরে ছবি তুলেছেন। রোহিতদের জার্সিতে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির লোগোর সঙ্গে দেখা গেছে পাকিস্তানের নাম। কারণ, হাইব্রিড মডেলে হলেও আয়োজক তো পাকিস্তান। আইসিসি, বিসিসিআই সামাজিক মাধ্যমে রোহিত-কোহলিদের চ্যাম্পিয়নস ট্রফির জার্সি পরিহিত ছবি পোস্ট করেছে।
লাহোরের ঐতিহাসিক দিওয়ান-ই-আম দুর্গে পরশু হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী অনুষ্ঠান। দুর্গের ওপর সবুজ রংয়ের লেজার লাইট দিয়ে দেখানো হয়েছে, ‘২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তান।’ দুই পাশে সবুজ আলোয় অনেকবার দেখা গেছে ‘প্যাশন’ লেখা। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেও অনুষ্ঠান হয়েছে। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা—এই সাত দলের পতাকা দেখা গেছে লাহোর স্টেডিয়ামে। কিন্তু ভারতের পতাকাই সেখানে দেখা যায়নি। লাহোরের মতো করাচি ন্যাশনাল স্টেডিয়ামেও ভারতের পতাকা ছিল অনুপস্থিত। পাকিস্তানের দুই বিখ্যাত স্টেডিয়ামে ভারতের পতাকা না থাকার বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের জার্সিতে পাকিস্তানের নাম লেখা নিয়ে ভারত আপত্তি তুললে প্রতিবাদ জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রসঙ্গক্রমে পিসিবি উল্লেখ করেছিল আইসিসির কথা। পিসিবি কর্মকর্তার বরাতে ভারতীয় বার্তা সংস্থা আইএএনএস লিখেছিল, ‘আইসিসি এমনটা হতে দেবে না বলে আমরা মনে করি। তারা (আইসিসি) পাকিস্তানের পাশে থাকবে।’
করাচিতে আগামীকাল পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। আট দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ৯ মার্চ। যদি ভারত ফাইনালে ওঠে, তাহলে সেটা হবে দুবাইয়ে। অন্যথায় লাহোরেই হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। সবশেষ ২০১৭ সালে ইংল্যান্ডে আয়োজিত চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছিল পাকিস্তান। সেবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৮০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন পাকিস্তান।
ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ানোর আগেই শুরু হয়ে যায় যুদ্ধ। ভারতের আপত্তিতে হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে বাধ্য হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এমনকি জার্সিতে পাকিস্তানের নাম লেখা নিয়েও আপত্তি তোলে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বিসিসিআই আপত্তি জানালেও অবশ্য তাতে কোনো কাজ হয়নি। জার্সিতে পাকিস্তানের নাম নিয়েই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে হবে ভারতীয় ক্রিকেট দলকে। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, শ্রেয়াস আইয়াররা টুর্নামেন্টের জার্সি পরে ছবি তুলেছেন। রোহিতদের জার্সিতে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির লোগোর সঙ্গে দেখা গেছে পাকিস্তানের নাম। কারণ, হাইব্রিড মডেলে হলেও আয়োজক তো পাকিস্তান। আইসিসি, বিসিসিআই সামাজিক মাধ্যমে রোহিত-কোহলিদের চ্যাম্পিয়নস ট্রফির জার্সি পরিহিত ছবি পোস্ট করেছে।
লাহোরের ঐতিহাসিক দিওয়ান-ই-আম দুর্গে পরশু হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী অনুষ্ঠান। দুর্গের ওপর সবুজ রংয়ের লেজার লাইট দিয়ে দেখানো হয়েছে, ‘২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তান।’ দুই পাশে সবুজ আলোয় অনেকবার দেখা গেছে ‘প্যাশন’ লেখা। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেও অনুষ্ঠান হয়েছে। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা—এই সাত দলের পতাকা দেখা গেছে লাহোর স্টেডিয়ামে। কিন্তু ভারতের পতাকাই সেখানে দেখা যায়নি। লাহোরের মতো করাচি ন্যাশনাল স্টেডিয়ামেও ভারতের পতাকা ছিল অনুপস্থিত। পাকিস্তানের দুই বিখ্যাত স্টেডিয়ামে ভারতের পতাকা না থাকার বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের জার্সিতে পাকিস্তানের নাম লেখা নিয়ে ভারত আপত্তি তুললে প্রতিবাদ জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রসঙ্গক্রমে পিসিবি উল্লেখ করেছিল আইসিসির কথা। পিসিবি কর্মকর্তার বরাতে ভারতীয় বার্তা সংস্থা আইএএনএস লিখেছিল, ‘আইসিসি এমনটা হতে দেবে না বলে আমরা মনে করি। তারা (আইসিসি) পাকিস্তানের পাশে থাকবে।’
করাচিতে আগামীকাল পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। আট দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ৯ মার্চ। যদি ভারত ফাইনালে ওঠে, তাহলে সেটা হবে দুবাইয়ে। অন্যথায় লাহোরেই হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। সবশেষ ২০১৭ সালে ইংল্যান্ডে আয়োজিত চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছিল পাকিস্তান। সেবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৮০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন পাকিস্তান।
লঙ্কা জয়ী বাংলাদেশ দল আজ খেলতে নামছে মিরপুরে। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এদিকে ম্যাক্স সিক্সটি ক্যারিবীয়ানের ম্যাচও রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১২ মিনিট আগেছেলেদের মতো নারীদের ভারত-ইংল্যান্ড ম্যাচ ছড়াচ্ছে রোমাঞ্চ। মাঠের লড়াই তো রয়েছেই। এর পাশাপাশি এমন কিছু ঘটনা ঘটছে, যেগুলো নিয়ে চলছে আলাপ-আলোচনা। লর্ডসে এবার ভারত-ইংল্যান্ড নারী ক্রিকেটে একটা আউট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
৩৭ মিনিট আগেযেকোনো টুর্নামেন্টে ভারত-পাকিস্তান থাকলে তাদের নিয়ে আলোচিত ঘটনা তো ঘটবেই। রাজনৈতিক বৈরিতার কারণে দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ ১২ বছর ধরে। বিভিন্ন টুর্নামেন্টে যা একটু মুখোমুখি হওয়ার সুযোগ পায় দলটি। তবে ভারতের আপত্তিতে এবার কিংবদন্তিদের একটি টুর্নামেন্টে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দেখাদেখি বন্ধ।
১ ঘণ্টা আগেহোটেল সোনারগাঁয়ে গতকাল সকালে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এসে লিটন দাস হাতের আঙুলগুলো এমনভাবে ফোটালেন, যেন প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে উঁচু শিরে নেমে পড়েছেন রিংয়ে! পাকিস্তানের সঙ্গে টি-টোয়েন্টির লড়াইয়ে বাংলাদেশের পরিসংখ্যান একেবারেই একপেশে।
২ ঘণ্টা আগে