Ajker Patrika

পাকিস্তানকে পিটিয়ে বিরল রেকর্ড গড়ল নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক    
টম লাথাম (বাঁয়ে), উইল ইয়াং নিউজিল্যান্ডের দুই ব্যাটার সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন। ছবি: ক্রিকইনফো
টম লাথাম (বাঁয়ে), উইল ইয়াং নিউজিল্যান্ডের দুই ব্যাটার সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন। ছবি: ক্রিকইনফো

করাচিতে আজ টসের সময় পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান জানিয়েছেন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ায় তাদের ওপর চাপ বেশি। শিশির পড়বে বিধায় পরে ব্যাটিং করাটা সহজ বলে নিউজিল্যান্ডের বিপক্ষে রিজওয়ান নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। আর প্রথমে ব্যাটিংয়ের সুযোগটা কী দারুণভাবেই না কাজে লাগাল নিউজিল্যান্ড! কিউইরা নাম লিখিয়ে ফেলল বিরল এক রেকর্ডে।

ওয়ানডেতে ফর্মের সঙ্গে বেশ ধুঁকছিলেন উইল ইয়াং। এ বছরের জানুয়ারিতে ওয়ানডেতে সবশেষ তিনি পেয়েছিলেন ফিফটির দেখা। অবশেষে দেড় মাস পর আজ করলেন সেঞ্চুরি। চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে ইয়াংয়ের পাশাপাশি টম লাথামও ছুঁয়েছেন তিন অঙ্ক। ইয়াং-সেঞ্চুরির জোড়া সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড ৫০ ওভারে করেছে ৫ উইকেটে ৩২০ রান। যেখানে শেষ ১০ ওভারে কিউইরা ১ উইকেট হারিয়ে যোগ করেছে ১১৩ রান।

চ্যাম্পিয়নস ট্রফির এক ইনিংসে একাধিক সেঞ্চুরির রেকর্ড এই নিয়ে হলো পাঁচটি। যার মধ্যে তিনটিই হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে। ২০০২ সালে কলম্বোর প্রেমাদাসায় ভারতের দুই তারকা ব্যাটার বীরেন্দ্র শেবাগ, সৌরভ গাঙ্গুলী সেঞ্চুরি করেছিলেন ইংলিশদের বিপক্ষে। ২০০৬ ও ২০০৯ চ্যাম্পিয়নস ট্রফিতে ইংলিশদের বিপক্ষে জোড়া সেঞ্চুরির কীর্তি গড়ে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়নস ট্রফির বিরল রেকর্ডে আছে বাংলাদেশও। ২০১৭ সালে কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন অঙ্ক ছুঁয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান।

ওয়ানডে ক্যারিয়ারে এটা নিয়ে চতুর্থ সেঞ্চুরি করলেন ইয়াং। ঘরের বাইরে এই সংস্করণে তাঁর প্রথমবারের মতো তিন অঙ্ক ছোঁয়ার ম্যাচ এটি। আর লাথাম পেলেন ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। সবশেষ তিনি তিন অঙ্ক ছুঁয়েছিলেন ২০২২ সালে অকল্যান্ডে ভারতের বিপক্ষে।

পাকিস্তানের পিচ্ছিল ফিল্ডিং না হলে নিউজিল্যান্ডের আজ রেকর্ডটা করা হতো না। ৩৪তম ওভারের দ্বিতীয় বলে হারিস রউফকে পুল করতে যান লাথাম। মিড উইকেটে সালমান আলী আগা ক্যাচ মিস করেন। এমনকি নন স্ট্রাইকে দাঁড়িয়ে থাকা ইয়াংকেও রান আউট করতে পারেননি। লাথাম ও ইয়াংয়ের তখন রান ছিল ৪১ ও ৯৯। চতুর্থ উইকেটে লাথাম-ইয়াং গড়েন ১২৬ বলে ১১৮ রানের জুটি। ১০৭ রান করা ইয়াংকে ফিরিয়ে জুটি ভাঙেন ফাহিম আশরাফ। ১১৩ বলের ইনিংসে মেরেছেন ১২ চার ও ১ ছক্কা।

ইয়াংয়ের বিদায়ের পর পঞ্চম উইকেটে গ্লেন ফিলিপসের সঙ্গে ৭৪ বলে ১২৫ রানের জুটি গড়তে অবদান রাখেন লাথাম। ৩৯ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৬১ রান করেন ফিলিপস। শেষ ওভারের চতুর্থ বলে ফিলিপসের উইকেট নিয়েছেন হারিস রউফ ও ক্যাচ ধরেন ফখর জামান। ফখর দীর্ঘ একটা সময় ফিল্ডিং করতে পারেননি। লাথাম ১০৪ বলে ১০ চার ও ৩ ছক্কায় ১১৮ রান করে অপরাজিত থাকেন।

চ্যাম্পিয়নস ট্রফিতে এক ইনিংসে একাধিক সেঞ্চুরি

ব্যাটার দল প্রতিপক্ষ সাল

বীরেন্দ্র শেবাগ (১২৬) ও সৌরভ গাঙ্গুলী (১১৭*) ভারত ইংল্যান্ড ২০০২

ক্রিস গেইল (১০১) ও ডোয়াইন ব্রাভো (১১২*) ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড ২০০৬

শেন ওয়াটসন (১৩৬*) ও রিকি পন্টিং (১১১*) অস্ট্রেলিয়া ইংল্যান্ড ২০০৯

সাকিব আল হাসান (১১৪) ও মাহমুদউল্লাহ রিয়াদ (১০২*) বাংলাদেশ নিউজিল্যান্ড ২০১৭

বীরেন্দ্র শেবাগ (১২৬) ও সৌরভ গাঙ্গুলী (১১৭*) নিউজিল্যান্ড পাকিস্তান ২০২৫

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্ত করা নিয়ে আমি কেন মাথা ঘামাব: ট্রাম্প

রাজশাহীতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, নারী নিহত

মাস্কের ছেলে নাক খুঁটে হাত মোছার পর ওভাল অফিসের ডেস্কই বদলে ফেললেন ট্রাম্প

মাইকে চাঁদাবাজির ঘোষণা যুবদল নেতার, লাল কাপড় বেঁধে অস্ত্রের মহড়া

জুনের মধ্যেই একসঙ্গে করা সম্ভব পাঁচ স্থানীয় নির্বাচন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত