প্যালেসকে হারিয়ে অধরা জয় পেল চেলসি
জিততেই যেন ভুলে গিয়েছিল চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ-কোনো টুর্নামেন্টেই জয়ের দেখা পাচ্ছিল না চেলসি। অবশেষে আজ সেই অধরা জয়ের দেখা পেল ব্লুজরা। স্টামফোর্ড ব্রিজে প্রিমিয়ার লিগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ১-০ তে হারিয়েছে চেলসি।