Ajker Patrika

‘ফল না পেলে প্রশ্ন সব সময় আসবেই’

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১৮: ৩৮
‘ফল না পেলে প্রশ্ন সব সময় আসবেই’

গ্রাহাম পটারের অধীনে চলতি মৌসুমে ধারাবাহিক পারফর্ম করতে পারছে না চেলসি। দলের হতাশাজনক পারফরম্যান্সে সমালোচনা হচ্ছে পটারকে নিয়ে। যদিও এসব সমালোচনাকে সাধারণ ব্যাপার মনে করছেন চেলসি কোচ। 

কাতার বিশ্বকাপ শেষ হয়েছে গত বছরের ৮ ডিসেম্বর। এরপর থেকে চেলসি খেলেছে ৫ ম্যাচ। এগুলোর মধ্যে চারটি ছিল ইংলিশ প্রিমিয়ার লিগে এবং একটি এফএ কাপে। এই ৫ ম্যাচে চেলসি জিতেছে ১ ম্যাচ, হেরেছে ৩ ম্যাচ ও ১ ম্যাচ ড্র করেছে ব্লুজরা। প্রিমিয়ার লিগে আজ ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে চেলসি। এই ম্যাচের আগে পটার বলেন, ‘আপনি ফল না পেলে প্রশ্ন সব সময় আসবেই। বিশ্বকাপ বিরতির আগে দুই ম্যাচ হেরে আমি বেশ চাপে ছিলাম। চাপটা এসেছিল মিডিয়া থেকে। বোর্ডের থেকে আমি সব সময়ই সমর্থন পেয়েছি। যদি কেউ মনে করে, সমস্যাটা আমারই, তাহলে তারা আমাকে বলতেই পারে, ধন্যবাদ। আপনাকে দিয়ে হচ্ছে না। আমি তা মেনে নেব।’ 

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে ১৮ ম্যাচ খেলেছে চেলসি। ৭ জয়, ৪ ড্র ও ৭ পরাজয়ে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার ১০ নম্বরে আছে ব্লুজরা। চলতি মৌসুমে পয়েন্ট তালিকার শীর্ষে আছে আর্সেনাল। ১৭ ম্যাচে ১৪ জয়, ২ ড্র ও ১ পরাজয়ে ৪৪ পয়েন্ট পেয়েছে গানার্সরা। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি ১৮ ম্যাচ খেলে পেয়েছে ৩৯ পয়েন্ট। তৃতীয় স্থানে রয়েছে সিটির নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। ১৮ ম্যাচ খেলে ইউনাইটেডের সংগ্রহ ৩৮ পয়েন্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত