Ajker Patrika

শিষ্যদের খুশিতে শিহরিত আর্সেনাল কোচ 

আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১৫: ৩৪
শিষ্যদের খুশিতে শিহরিত আর্সেনাল কোচ 

চলতি মৌসুম দারুণ ছন্দে আছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে গানার্সরা হয়ে উঠেছে অপ্রতিরোধ্য। দুর্দান্ত পারফর্ম করা আর্সেনালের ফুটবলাররা আছেন ফুরফুরে মেজাজে। শিষ্যদের খুশিতে শিহরণ অনুভব করছেন কোচ মিকেল আর্তেতা। 

গতকাল ফামার স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় ব্রাইটন-আর্সেনাল। ব্রাইটনকে ৪-২ গোলে হারিয়েছে আর্সেনাল। বুকায়ো সাকা, মার্টিন ওডিগার্ড, এডি এনকিতা, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি প্রত্যেকে একটি করে গোল করেছেন। গানার্স ফুটবলাররা আরও দারুণ খেলার আশাবাদ ব্যক্ত করেছেন। শিষ্যদের এমন কথায় বেশ রোমাঞ্চিত হয়েছেন আর্তেতা। আর্সেনাল কোচ বলেন, ‘ড্রেসিংরুমে গিয়েই আমি শিহরিত হয়েছি, যখন খেলোয়াড়েরা বলছিল যে আমরা আরও ভালো খেলতে পারি। তার মানে এটা যে আমরা এখনো ভালো খেলতে পারি। নিউক্যাসলের বিপক্ষে আমাদের আরও ভালো খেলতে হবে।’

 চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ খেলছেন ওডিগার্ড। প্রিমিয়ার লিগে ১৫ ম্যাচে ৭ গোল ও ৫ অ্যাসিস্ট করেছেন। আর্তেতার মতে, প্রত্যাশামতোই পারফর্ম করছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। বাকি খেলোয়াড়দেরও প্রশংসা করে আর্সেনাল কোচ বলেন, ‘আমরা যা চাইছি, সে তাই করছে। যা অনেক সময় ম্যাচের পার্থক্য করে দিচ্ছে। সে কঠোর পরিশ্রম করছে এবং গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচের পার্থক্য গড়ে দিচ্ছে। প্রথম সারির চার খেলোয়াড় গোল করেছে। এডি, বুকায়ো, মার্তিনেল্লি গুরুত্বপূর্ণ সময়ে গোল করেছে। দলের প্রয়োজনে পারফর্ম করবে এমন খেলোয়াড়দেরই আমরা চাই। তারা সেটা করছে।’ 

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে ১৬ ম্যাচ খেলেছে আর্সেনাল। ১৪ জয়, ১ ড্র ও ১ পরাজয়ে ৪৩ পয়েন্ট নিয়ে এখনো পয়েন্ট তালিকার শীর্ষে আছে গানার্সরা। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩৬। সিটিও খেলেছে ১৬ ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত