Ajker Patrika

৩ আগস্ট শহীদ মিনার থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে: নাহিদ

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৯: ০৩
সমাবেশে বক্তব্য দেন নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা
সমাবেশে বক্তব্য দেন নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা

বিগত এক বছরে দেশে নানা ষড়যন্ত্র হয়েছে এবং নানাভাবে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) বাধাগ্রস্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (৩০ জুলাই) বিকেলে নরসিংদীতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘নতুন সংবিধান প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি, ফ্যাসিস্টের রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেওয়া হয়নি। সংস্কারে বাধা দেওয়া হয়েছে। আমরা কিছুই বলি নাই, আমরা দাবি থেকে সরেও দাঁড়াই নাই। আমরা আবারও সংগঠিত হয়ে জনগণের এসব দাবি আদায় করে ছাড়ব।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে আগামী ৩ আগস্ট শহীদ মিনারে আমরা জড়ো হব এবং সেখান থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা হবে।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘আপনারা জানেন, অন্তর্বর্তী সরকারে আমাদের জুলাই বিপ্লবের দুজন ছাত্র প্রতিনিধি রয়েছে, যদিও তারা আমাদের নাগরিক পার্টির কেউ নয়। তারপরও তাদের অপসারণ করতে ষড়যন্ত্র করা হচ্ছে।’

নাহিদ আরও বলেন, ‘দেশে আওয়ামী লীগের সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে যে বিপ্লব হয়েছিল, সে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিপ্লবের পর আমাদের আবারও মাঠে নামতে হচ্ছে। ভূমিদস্যুতা ও চাঁদাবাজি রয়েছে, আমরা তাদের বিতাড়িত করেই ছাড়ব। গত ৫ মাসে সারা দেশের মানুষ আমাদের নাগরিক পার্টিকে যে সাড়া দিয়েছেন, আগামী সংসদে আমাদের জয়জয়কার হবে।’

এর আগে দুপুরে নরসিংদী ক্লাবে জেলার বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করেন নাহিদ ইসলাম, সারজিস আলম, তাসনিম জারাসহ এনসিপির নেতারা।

বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড় থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি শহরের কোর্ট রোড, সদর রোড হয়ে নরসিংদী পৌরসভার সামনে সমাবেশ হয়। সেখানে জেলার সব উপজেলা থেকে এনসিপির নেতা-কর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।

এনসিপির জেলার প্রধান সমন্বয়কারী আওলাদ হোসেন জনির সভাপতিত্বে এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র সামান্তা শারমিন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী বক্তব্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

ট্রাম্প আরোপিত শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত সমঝোতার দোরগোড়ায় বাংলাদেশ

ফেসবুকে নাহিদ ইসলামের বিস্ফোরক স্ট্যাটাস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত