Ajker Patrika

ধানমন্ডিতে ভেঙে পড়ল ৪০ বছরের পুরোনো মেহগনিগাছ—নারী আহত, ক্ষতিগ্রস্ত ৪টি গাড়ি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১৯: ২২
ছবি: আজকের পত্রিকা
ছবি: আজকের পত্রিকা

টানা বৃষ্টির কারণে রাজধানীর ধানমন্ডিতে সড়কের পাশে প্রায় ৪০ বছর ধরে দাঁড়িয়ে থাকা একটি বড় মেহগনিগাছ ভেঙে পড়েছে। ব্যস্ত শহরের রাস্তায় হঠাৎ ভেঙে পড়া এই গাছের নিচে চাপা পড়ে এক নারী আহত হয়েছেন। এতে চারটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশন গাছটি কেটে রাস্তা পরিষ্কারের কাজ করছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে ধানমন্ডি ৬ নম্বর সড়কের একটি বড় মেহগনিগাছ হঠাৎ কাত হয়ে পড়ে যায়। এ সময় সড়কটিতে যানজট ছিল। গাছের ডাল ও মূল কাণ্ডটি কয়েকটি গাড়ির ওপর পড়লে সেগুলোতে অনেকে আটকা পড়েন। পরে পথচারী ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের উদ্ধার করেন।

সিএনজি চালিত অটোরিকশার ভেতরে আটকা পরেছিলেন নারী। ছবি: আজকের পত্রিকা
সিএনজি চালিত অটোরিকশার ভেতরে আটকা পরেছিলেন নারী। ছবি: আজকের পত্রিকা

ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার ফসির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। এসে দেখতে পাই, গাছের নিচে একটি প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা এবং একটি মোটরসাইকেল। সিএনজিচালিত অটোরিকশার ভেতরে সুমাইয়া (২৬) নামে এক নারী আটকা পড়েছিলেন, তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গাছটি প্রায় ৪০ বছরের পুরোনো। চারপাশে কংক্রিটের দেয়াল থাকায় এর শিকড় বাড়তে পারেনি, তাই বৃষ্টিতে ওপরের মাটি নরম হয়ে গাছটি ভেঙে গেছে।’

গাছটির চাপায় চারটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: আজকের পত্রিকা
গাছটির চাপায় চারটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: আজকের পত্রিকা

ফায়ার সার্ভিস প্রাইভেট কার ও মোটরসাইকেল দুটি উদ্ধার করতে পারলেও, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা দুটি উদ্ধার করতে পারেনি। এ জন্য সিটি করপোরেশনের সদস্যরা শ্রমিক নিয়ে গাছটি কেটে রাস্তা পরিষ্কারের কাজ করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পত্রিকায় নিবন্ধ লেখার পর বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাকে ফেরত নেওয়ার অনুরোধ কাতারের

বাংলাদেশ মাতিয়ে যাওয়া জার্মান টিকটকার ভারতে আটক

শেখ হাসিনার ‘ফেরার পরিকল্পনা’ ঘিরে গোপন বৈঠক, গ্রেপ্তার ২২ নেতা-কর্মী কারাগারে

বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল যুক্তরাষ্ট্র

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার অগ্রগতি জানাবে ইউজিসি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত