ক্রীড়া ডেস্ক
দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে হারিয়েছিল স্বাগতিক জিম্বাবুয়েকে। কিন্তু এই জয়ের ধারা আর গতকাল ধরে রাখতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে বাংলাদেশ।
প্রতিপক্ষকে অবশ্য বড় লক্ষ্য দিতে পারেনি, প্রথমে ব্যাট করে তুলেছিল ১৭৫ রান। লক্ষ্য তাড়ায় প্রোটিয়া যুবাদের মোটেও বেগ পেতে হয়নি। ৭৯ বল ও ৫ উইকেট হাতে রেখেই জিতে যায় তারা।
এই প্রোটিয়াদেরই প্রথম ম্যাচে ১২৮ রানে অলআউট করে দিয়েছিলেন বাংলাদেশের যুবারা। কিন্তু সেই বোলিংয়ের ছিটেফোঁটাও ছিল না এই ম্যাচে। উল্টো প্রোটিয়া ব্যাটাররাই এদিন শাসন করেছেন বাংলাদেশ বোলারদের। আরমার মানাক ইনিংস সর্বোচ্চ ৫৭ রান করেন। ৪১ রান আসে জেসন রাওলসের ব্যাটে। ২৯ রানে ৩ উইকেট নিয়েছেন আল ফাহাদ।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে আজিজুল হাকিমের ৫৯ এবং কালাম সিদ্দিকীর হার না মানা ৪৯ রানের সুবাদে ৪৪.৫ ওভারে অলআউট হওয়ার আগে ১৭৫ রান তোলে বাংলাদেশ।
শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন বাংলাদেশের যুবারা। দলীয় ২২ রানেই ফিরে যান দুই ওপেনার জওয়াদ আবরার (৭) ও রিফাত বেগ (৯। এরপর অধিনায়ক আজিজুলের সঙ্গে রিজান হোসেনের ৫৭ রানের জুটি। ১৭ রান করে রিজান বিদায় নিলে ভাঙে এই জুটি। বাংলাদেশে ইনিংসে আজিজুল ও সিদ্দিকীর বাইরে দুই অঙ্কের রান পাওয়া তৃতীয় ব্যাটার রিজান। ইনিংস সর্বোচ্চ আজিজুলের ৫৯ আসে ৮১ বলে। ৫টি চার ও ২টি চারে সাজানো তাঁর ইনিংস। আর কালাম সিদ্দিকীর ৬১ বলের ইনিংসটিতে আছে ৩ টি চার ও ১টি ছয়। সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন জেসন রাওলস।
দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে হারিয়েছিল স্বাগতিক জিম্বাবুয়েকে। কিন্তু এই জয়ের ধারা আর গতকাল ধরে রাখতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে বাংলাদেশ।
প্রতিপক্ষকে অবশ্য বড় লক্ষ্য দিতে পারেনি, প্রথমে ব্যাট করে তুলেছিল ১৭৫ রান। লক্ষ্য তাড়ায় প্রোটিয়া যুবাদের মোটেও বেগ পেতে হয়নি। ৭৯ বল ও ৫ উইকেট হাতে রেখেই জিতে যায় তারা।
এই প্রোটিয়াদেরই প্রথম ম্যাচে ১২৮ রানে অলআউট করে দিয়েছিলেন বাংলাদেশের যুবারা। কিন্তু সেই বোলিংয়ের ছিটেফোঁটাও ছিল না এই ম্যাচে। উল্টো প্রোটিয়া ব্যাটাররাই এদিন শাসন করেছেন বাংলাদেশ বোলারদের। আরমার মানাক ইনিংস সর্বোচ্চ ৫৭ রান করেন। ৪১ রান আসে জেসন রাওলসের ব্যাটে। ২৯ রানে ৩ উইকেট নিয়েছেন আল ফাহাদ।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে আজিজুল হাকিমের ৫৯ এবং কালাম সিদ্দিকীর হার না মানা ৪৯ রানের সুবাদে ৪৪.৫ ওভারে অলআউট হওয়ার আগে ১৭৫ রান তোলে বাংলাদেশ।
শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন বাংলাদেশের যুবারা। দলীয় ২২ রানেই ফিরে যান দুই ওপেনার জওয়াদ আবরার (৭) ও রিফাত বেগ (৯। এরপর অধিনায়ক আজিজুলের সঙ্গে রিজান হোসেনের ৫৭ রানের জুটি। ১৭ রান করে রিজান বিদায় নিলে ভাঙে এই জুটি। বাংলাদেশে ইনিংসে আজিজুল ও সিদ্দিকীর বাইরে দুই অঙ্কের রান পাওয়া তৃতীয় ব্যাটার রিজান। ইনিংস সর্বোচ্চ আজিজুলের ৫৯ আসে ৮১ বলে। ৫টি চার ও ২টি চারে সাজানো তাঁর ইনিংস। আর কালাম সিদ্দিকীর ৬১ বলের ইনিংসটিতে আছে ৩ টি চার ও ১টি ছয়। সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন জেসন রাওলস।
জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকালের হারটা ‘দুর্ঘটনা’ হিসেবে ধরলে আজিজুল হাকিম তামিম-ইকবাল হোসেন ইমনদের টুর্নামেন্টটা কাটছে দুর্দান্ত। দুই ম্যাচ হাতে রেখেই ফাইনালের টিকিট কেটেছেন বাংলাদেশের যুবারা।
৩৭ মিনিট আগেইনগে সরেনসেনের নামটা এই প্রজন্মের সাঁতারপ্রেমীদের মনে থাকার কথা নয়। ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিকে ডেনিশ এই সাঁতারু যখন ব্রোঞ্জ জিতেছিলেন, তাঁর বয়স ছিল মাত্র ১২ বছর। অলিম্পিক গেমসের সাঁতারের ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে জেতা সে ব্রোঞ্জটাই খুদে এই সাঁতারুকে অনন্য উচ্চতায় তুলে দিয়েছিল। হয়েছিলেন অলিম্পিকের
১ ঘণ্টা আগেদারুণ এক মৌসুম কাটানোর পর গালাতাসারাই এবার ভিক্টর ওসিমেনকে কিনেই নিল। নাপোলি থেকে গত মৌসুমে ধারে তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ে এসেছিলেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার। দলকে লিগ শিরোপা জেতানোর পথে ৩০ ম্যাচে ২৬ গোল করেন তিনি। সুফল পেয়ে এবার তাঁর সঙ্গে স্থায়ীভাবে চুক্তি করল তুর্কি চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই সামনে রেখে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প। যেখানে সুযোগ পেয়েছেন প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। যদিও বাফুফে ১৯ সদস্যের আংশিক দল ঘোষণা করেছে। বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের কয়েকজন ফুটবলারকে ডাকা হবে ১২ আগস্টের পর। সেদিন দুই দলই খেলবে এএফসি চ্যালেঞ্জ
১ ঘণ্টা আগে