Ajker Patrika

৫০ লাখ টাকা জরিমানা গুনল আর্সেনাল

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ১২: ১৮
৫০ লাখ টাকা জরিমানা গুনল আর্সেনাল

চলতি বছরের শুরুতে রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন আর্সেনাল ফুটবলাররা। এবার সেই অসদাচরণের শাস্তি পেল গানার্সরা। আর্সেনাল ফুটবল দলকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ বছরের ৩ জানুয়ারি এমিরেটস স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্সেনাল-নিউক্যাসল ইউনাইটেড। ম্যাচের শেষ দিকে হ্যান্ডবলের দাবিতে রেফারি অ্যান্ডি মেডলিকে ঘিরে রেখেছিলেন আর্সেনাল ফুটবলাররা। তখনই ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) তাদের শাস্তি দিয়েছিল। এবার তাদের জরিমানা করল এফএ। এক বিবৃতিতে এফএ বলেছে, ‘৩ জানুয়ারি ২০২৩ প্রিমিয়ার লিগে নিউক্যাসলের বিপক্ষে এফএর ই২০.১ ধারা ভঙ্গ করায় আর্সেনাল ফুটবল ক্লাবকে ৪০ হাজার পাউন্ড (বাংলাদেশি ৫০ লাখ ৯৭ হাজার টাকা) জরিমানা করা হলো। আর্সেনাল স্বীকার করেছে যে ৯৫ মিনিটের সময় খেলোয়াড়দের সংযত রাখতে তারা ব্যর্থ হয়েছে। শুনানির পর  স্বাধীন বিচার কমিশন ক্লাবকে শাস্তি দিয়েছে।’

আর্সেনাল-নিউক্যাসল ইউনাইটেড ম্যাচ নিয়ে পেনাল্টি ইস্যুতে ক্ষোভ ঝেরেছিলেন গানার্স কোচ মিকেল আর্তেতা। প্রথমে আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালহেইসের জার্সি ধরে টানাটানি করেছিলেন নিউক্যাসল ডিফেন্ডার ড্যান বার্ন। এরপর গ্রানিত জাকার ক্রস করা শট নিউক্যাসল মিডফিল্ডার  জ্যাকব মার্ফির হাতে লাগে। তবে তা হ্যান্ডবল দেওয়া হয়নি। দুটি ঘটনা পেনাল্টি এরিয়ায় হলেও তা রেফারি আমলে নেননি। ম্যাচ শেষে আর্তেতা বলেছিলেন,‘খুবই সহজ কথা। দুটি পেনাল্টি হওয়ার কথা ছিল। আমি যা দেখেছি তাই বলছি। পেনাল্টি দুটিই ছিল কলঙ্কজনক। নিউক্যাসল যেভাবে খেলেছে, এভাবে কখনো খেলা হয় না। the club's sanction during a subsequent hearing.’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত