Ajker Patrika

ডার্বি নিয়ে ভয় পাচ্ছেন না রোনালদোর সতীর্থ 

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ১৪: ০২
ডার্বি নিয়ে ভয় পাচ্ছেন না রোনালদোর সতীর্থ 

ক্রিস্টিয়ানো রোনালদো চলে যাওয়ার পর প্রথম ডার্বি ম্যাচ খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে আজ ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে রেড ডেভিলরা। এই ম্যাচ নিয়ে মোটেও চিন্তিত নন ব্রুনো ফার্নান্দেজ।

চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় দুই ম্যানচেস্টারই আছেন সেরা চারে। ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছেন সিটিজেনরা। সমানসংখ্যক ম্যাচ খেলে ৩৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ইউনাইটেড, যেখানে গত বছরের ২ অক্টোবর সর্বশেষ মুখোমুখি হয়েছিল সিটি-ইউনাইটেড। ইতিহাদে প্রিমিয়ার লিগের সেই ম্যাচে আর্লিং হালান্ড ও ফিল ফোডেনের জোড়া হ্যাটট্রিকে রেড ডেভিলদের ৬-৩ গোলে উড়িয়ে দিয়েছিল সিটিজেনরা। তবে ইউনাইটেডকে ভরসা দিতে পারে সাম্প্রতিক পরিসংখ্যান। নিজেদের সর্বশেষ ৬ ম্যাচের সবকটিতেই জিতেছে রেড ডেভিলরা। অন্যদিকে সিটিজেনরা সর্বশেষ ৬ ম্যাচের মধ্যে ১টি করে ম্যাচ হেরেছে ও ড্র করেছে।

নিজেদের সাম্প্রতিক পারফরম্যান্সই যেন ফার্নান্দেজকে আত্মবিশ্বাসী করে তুলেছে। একই সঙ্গে যেন আগের ডার্বির ‘প্রতিশোধের’ হুংকারও তিনি দিলেন। ইউনাইটেডের এই অ্যাটাকিং মিডফিল্ডার বলেন, ‘ম্যান সিটি লিগের অন্যতম সেরা ক্লাব, তবে আমরা নিজেদের ওপর বিশ্বাস রাখছি। প্রতিটা ম্যাচ খেলার সময় মনে করতে হবে যে আমরা কারও বিপক্ষে খেলতে ভয় পাই না। আগে অবশ্য এমনটা দেখা যেত না। কঠিন ম্যাচ এলেই অনেকের মনে শঙ্কা কাজ করত ‘আমরা পারব কি পারব না।’

২০২০ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলছেন ফার্নান্দেজ। ১৫১ ম্যাচে করেছেন ৫৩ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৪৪ গোলে। তবে চলতি মৌসুমে তেমন একটা ছন্দে নেই এই ফুটবলার। ২৫ ম্যাচে ৩ গোলের সঙ্গে অ্যাসিস্ট করেছেন ৫ গোলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত