Ajker Patrika

রেফারির ওপর রাগ ঝাড়লেন বিধ্বস্ত ক্লপ

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ১১: ৫৯
রেফারির ওপর রাগ ঝাড়লেন বিধ্বস্ত ক্লপ

ব্রেন্টফোর্ডের কাছে ৩-১ গোলে হেরে বছর শুরু করল লিভারপুল। এই হারে ইয়ুর্গেন ক্লপ যতটা না হতাশ, তার চেয়ে বেশি হতাশ রেফারিকে নিয়ে। রেফারির ওপর রাগ ঝাড়লেন লিভারপুল কোচ। 

জিটেক কমিউনিটি স্টেডিয়ামে গতকাল প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছিল ব্রেন্টফোর্ড-লিভারপুল। এই ম্যাচে ৮৪ মিনিটে ব্রেন্টফোর্ডের তৃতীয় গোল করেন ব্রায়েন এমবিউমো, যা মেনে নিতে পারছেন না ক্লপ। লিভারপুল কোচের মতে, এমবিউমো গোল করার আগে কোনাতেকে ফাউল করেছেন। টিভি রিপ্লে দেখেও সেরকমই মনে হয়েছে। তার পরও এটাকে ফাউল হিসেবে দেখেননি রেফারি স্টুয়ার্ট অ্যাটওয়েল। ক্লপ বলেন, ‘সোজা কথায় বলতে গেলে, তৃতীয় গোলটা গোল হয় না। যদি আপনি ফুটবল খেলে থাকেন এবং আপনাকে ধাক্কা দিলেই তো আপনি পড়ে যাবেন। আপনারা দেখতে পেয়েছেন এমনটাই হয়েছে।’ 

ক্লপ আরও বলেন, ‘মনে হচ্ছিল যেন আমি আমার মাইক্রোওয়েভের সঙ্গে কথা বলছি। আপনি সত্যিই কোনো উত্তর পাবেন না। সব সময় এমনটা হবে। মৌসুম শুরুর আগে তাঁরা আমাদের উপদেশ দিয়েছিলেন যে খেলোয়াড়েরা যেন এসব ব্যাপারে সতর্ক থাকে। রেফারিরা এই ব্যাপারগুলো গুরুত্বের সঙ্গে দেখে।’ 

ব্রেন্টফোর্ড মাঠে অনেক কোলাহল করেছে বলে জানিয়েছেন ক্লপ। যে কারণে রেফারি অনেকগুলো ফাউল খেয়ালও করেননি। লিভারপুল কোচের ভাষ্য, ‘যদি আপনারা খেয়াল করেন, তাহলে দেখবেন মাঠে পাঁচটা ফাউল হয়েছে। তবে মাঠ এতটা কোলাহলপূর্ণ ছিল যে কেউ এটা খেয়াল করেননি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত