ব্রেন্টফোর্ডের কাছে ৩-১ গোলে হেরে বছর শুরু করল লিভারপুল। এই হারে ইয়ুর্গেন ক্লপ যতটা না হতাশ, তার চেয়ে বেশি হতাশ রেফারিকে নিয়ে। রেফারির ওপর রাগ ঝাড়লেন লিভারপুল কোচ।
জিটেক কমিউনিটি স্টেডিয়ামে গতকাল প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছিল ব্রেন্টফোর্ড-লিভারপুল। এই ম্যাচে ৮৪ মিনিটে ব্রেন্টফোর্ডের তৃতীয় গোল করেন ব্রায়েন এমবিউমো, যা মেনে নিতে পারছেন না ক্লপ। লিভারপুল কোচের মতে, এমবিউমো গোল করার আগে কোনাতেকে ফাউল করেছেন। টিভি রিপ্লে দেখেও সেরকমই মনে হয়েছে। তার পরও এটাকে ফাউল হিসেবে দেখেননি রেফারি স্টুয়ার্ট অ্যাটওয়েল। ক্লপ বলেন, ‘সোজা কথায় বলতে গেলে, তৃতীয় গোলটা গোল হয় না। যদি আপনি ফুটবল খেলে থাকেন এবং আপনাকে ধাক্কা দিলেই তো আপনি পড়ে যাবেন। আপনারা দেখতে পেয়েছেন এমনটাই হয়েছে।’
ক্লপ আরও বলেন, ‘মনে হচ্ছিল যেন আমি আমার মাইক্রোওয়েভের সঙ্গে কথা বলছি। আপনি সত্যিই কোনো উত্তর পাবেন না। সব সময় এমনটা হবে। মৌসুম শুরুর আগে তাঁরা আমাদের উপদেশ দিয়েছিলেন যে খেলোয়াড়েরা যেন এসব ব্যাপারে সতর্ক থাকে। রেফারিরা এই ব্যাপারগুলো গুরুত্বের সঙ্গে দেখে।’
ব্রেন্টফোর্ড মাঠে অনেক কোলাহল করেছে বলে জানিয়েছেন ক্লপ। যে কারণে রেফারি অনেকগুলো ফাউল খেয়ালও করেননি। লিভারপুল কোচের ভাষ্য, ‘যদি আপনারা খেয়াল করেন, তাহলে দেখবেন মাঠে পাঁচটা ফাউল হয়েছে। তবে মাঠ এতটা কোলাহলপূর্ণ ছিল যে কেউ এটা খেয়াল করেননি।’
ব্রেন্টফোর্ডের কাছে ৩-১ গোলে হেরে বছর শুরু করল লিভারপুল। এই হারে ইয়ুর্গেন ক্লপ যতটা না হতাশ, তার চেয়ে বেশি হতাশ রেফারিকে নিয়ে। রেফারির ওপর রাগ ঝাড়লেন লিভারপুল কোচ।
জিটেক কমিউনিটি স্টেডিয়ামে গতকাল প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছিল ব্রেন্টফোর্ড-লিভারপুল। এই ম্যাচে ৮৪ মিনিটে ব্রেন্টফোর্ডের তৃতীয় গোল করেন ব্রায়েন এমবিউমো, যা মেনে নিতে পারছেন না ক্লপ। লিভারপুল কোচের মতে, এমবিউমো গোল করার আগে কোনাতেকে ফাউল করেছেন। টিভি রিপ্লে দেখেও সেরকমই মনে হয়েছে। তার পরও এটাকে ফাউল হিসেবে দেখেননি রেফারি স্টুয়ার্ট অ্যাটওয়েল। ক্লপ বলেন, ‘সোজা কথায় বলতে গেলে, তৃতীয় গোলটা গোল হয় না। যদি আপনি ফুটবল খেলে থাকেন এবং আপনাকে ধাক্কা দিলেই তো আপনি পড়ে যাবেন। আপনারা দেখতে পেয়েছেন এমনটাই হয়েছে।’
ক্লপ আরও বলেন, ‘মনে হচ্ছিল যেন আমি আমার মাইক্রোওয়েভের সঙ্গে কথা বলছি। আপনি সত্যিই কোনো উত্তর পাবেন না। সব সময় এমনটা হবে। মৌসুম শুরুর আগে তাঁরা আমাদের উপদেশ দিয়েছিলেন যে খেলোয়াড়েরা যেন এসব ব্যাপারে সতর্ক থাকে। রেফারিরা এই ব্যাপারগুলো গুরুত্বের সঙ্গে দেখে।’
ব্রেন্টফোর্ড মাঠে অনেক কোলাহল করেছে বলে জানিয়েছেন ক্লপ। যে কারণে রেফারি অনেকগুলো ফাউল খেয়ালও করেননি। লিভারপুল কোচের ভাষ্য, ‘যদি আপনারা খেয়াল করেন, তাহলে দেখবেন মাঠে পাঁচটা ফাউল হয়েছে। তবে মাঠ এতটা কোলাহলপূর্ণ ছিল যে কেউ এটা খেয়াল করেননি।’
গত জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটির দ্বিতীয়ার্ধ দেরিতে শুরু হওয়ায় শাস্তির মুখে পড়েছে বাফুফে। তাদের ১৫০০ ডলার (প্রায় দুই লাখ টাকা) জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
২ ঘণ্টা আগে১১০ রানে অলআউট হয়ে কার্যত ম্যাচের প্রথমার্ধেই ব্যাকফুটে চলে গিয়েছিল পাকিস্তান। মিরপুর শেরেবাংলার উইকেটে নিজেদের মেলে ধরতে ব্যর্থ সফরকারী ব্যাটাররা। ম্যাচ হারের পর তাই সফরকারী দলের যত ক্ষোভ উইকেট নিয়ে। পাকিস্তান অধিনায়ক তো বলেই দিলেন, বাংলাদেশে এসে ভালো উইকেট আশা করা যায় না!
২ ঘণ্টা আগেবাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দেখতে আজ মিরপুর শেরেবাংলার গ্যালারিতে হাজির হয়েছিলেন অনেক নামীদামি ব্যক্তি। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।
৩ ঘণ্টা আগেদুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে অল্প রানে আটকে রেখে জয়ের অর্ধেক কাজ সেরে রেখেছিলেন বোলাররা। ব্যাটাররাও নিজেদের কাজ সারলেন দারুণভাবে। পারভেজ হোসেন ইমনের ফিফটি আর তাওহীদ হৃদয়ের কার্যকর এক ইনিংসের সৌজন্যে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটে বড় জয় পেল বাংলাদেশ। ৯ বছর বেশি সময় পর পাকিস্তানের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচ
৪ ঘণ্টা আগে