ব্রেন্টফোর্ডের কাছে ৩-১ গোলে হেরে বছর শুরু করল লিভারপুল। এই হারে ইয়ুর্গেন ক্লপ যতটা না হতাশ, তার চেয়ে বেশি হতাশ রেফারিকে নিয়ে। রেফারির ওপর রাগ ঝাড়লেন লিভারপুল কোচ।
জিটেক কমিউনিটি স্টেডিয়ামে গতকাল প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছিল ব্রেন্টফোর্ড-লিভারপুল। এই ম্যাচে ৮৪ মিনিটে ব্রেন্টফোর্ডের তৃতীয় গোল করেন ব্রায়েন এমবিউমো, যা মেনে নিতে পারছেন না ক্লপ। লিভারপুল কোচের মতে, এমবিউমো গোল করার আগে কোনাতেকে ফাউল করেছেন। টিভি রিপ্লে দেখেও সেরকমই মনে হয়েছে। তার পরও এটাকে ফাউল হিসেবে দেখেননি রেফারি স্টুয়ার্ট অ্যাটওয়েল। ক্লপ বলেন, ‘সোজা কথায় বলতে গেলে, তৃতীয় গোলটা গোল হয় না। যদি আপনি ফুটবল খেলে থাকেন এবং আপনাকে ধাক্কা দিলেই তো আপনি পড়ে যাবেন। আপনারা দেখতে পেয়েছেন এমনটাই হয়েছে।’
ক্লপ আরও বলেন, ‘মনে হচ্ছিল যেন আমি আমার মাইক্রোওয়েভের সঙ্গে কথা বলছি। আপনি সত্যিই কোনো উত্তর পাবেন না। সব সময় এমনটা হবে। মৌসুম শুরুর আগে তাঁরা আমাদের উপদেশ দিয়েছিলেন যে খেলোয়াড়েরা যেন এসব ব্যাপারে সতর্ক থাকে। রেফারিরা এই ব্যাপারগুলো গুরুত্বের সঙ্গে দেখে।’
ব্রেন্টফোর্ড মাঠে অনেক কোলাহল করেছে বলে জানিয়েছেন ক্লপ। যে কারণে রেফারি অনেকগুলো ফাউল খেয়ালও করেননি। লিভারপুল কোচের ভাষ্য, ‘যদি আপনারা খেয়াল করেন, তাহলে দেখবেন মাঠে পাঁচটা ফাউল হয়েছে। তবে মাঠ এতটা কোলাহলপূর্ণ ছিল যে কেউ এটা খেয়াল করেননি।’
ব্রেন্টফোর্ডের কাছে ৩-১ গোলে হেরে বছর শুরু করল লিভারপুল। এই হারে ইয়ুর্গেন ক্লপ যতটা না হতাশ, তার চেয়ে বেশি হতাশ রেফারিকে নিয়ে। রেফারির ওপর রাগ ঝাড়লেন লিভারপুল কোচ।
জিটেক কমিউনিটি স্টেডিয়ামে গতকাল প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছিল ব্রেন্টফোর্ড-লিভারপুল। এই ম্যাচে ৮৪ মিনিটে ব্রেন্টফোর্ডের তৃতীয় গোল করেন ব্রায়েন এমবিউমো, যা মেনে নিতে পারছেন না ক্লপ। লিভারপুল কোচের মতে, এমবিউমো গোল করার আগে কোনাতেকে ফাউল করেছেন। টিভি রিপ্লে দেখেও সেরকমই মনে হয়েছে। তার পরও এটাকে ফাউল হিসেবে দেখেননি রেফারি স্টুয়ার্ট অ্যাটওয়েল। ক্লপ বলেন, ‘সোজা কথায় বলতে গেলে, তৃতীয় গোলটা গোল হয় না। যদি আপনি ফুটবল খেলে থাকেন এবং আপনাকে ধাক্কা দিলেই তো আপনি পড়ে যাবেন। আপনারা দেখতে পেয়েছেন এমনটাই হয়েছে।’
ক্লপ আরও বলেন, ‘মনে হচ্ছিল যেন আমি আমার মাইক্রোওয়েভের সঙ্গে কথা বলছি। আপনি সত্যিই কোনো উত্তর পাবেন না। সব সময় এমনটা হবে। মৌসুম শুরুর আগে তাঁরা আমাদের উপদেশ দিয়েছিলেন যে খেলোয়াড়েরা যেন এসব ব্যাপারে সতর্ক থাকে। রেফারিরা এই ব্যাপারগুলো গুরুত্বের সঙ্গে দেখে।’
ব্রেন্টফোর্ড মাঠে অনেক কোলাহল করেছে বলে জানিয়েছেন ক্লপ। যে কারণে রেফারি অনেকগুলো ফাউল খেয়ালও করেননি। লিভারপুল কোচের ভাষ্য, ‘যদি আপনারা খেয়াল করেন, তাহলে দেখবেন মাঠে পাঁচটা ফাউল হয়েছে। তবে মাঠ এতটা কোলাহলপূর্ণ ছিল যে কেউ এটা খেয়াল করেননি।’
হামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানোর চেষ্টা করছে বাফুফে। কিউবাও খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২৯ মিনিট আগেবাংলাদেশ ক্রিকেটে বড় কোনো সুখবর নেই অনেক দিন হলো। এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিলেট টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স বলার মতো হয়নি এখনো। এই যখন অবস্থা বাংলাদেশ ক্রিকেটের, তখন সামাজিক মাধ্যমে বোমা ফাটিয়েছেন নুরুল হাসান সোহান।
১ ঘণ্টা আগেসিলেটে আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। বাংলাদেশের চেয়ে লিড নেওয়ার প্রায় কাছাকাছি চলে এসেছে জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভারে ৪ উইকেটে ১৪৩ রান করেছে সফরকারীরা। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়েছিল। বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের পাশাপাশি আইপিএল...
২ ঘণ্টা আগেটেস্ট শুরুর আগে নাহিদ রানাকে নিয়ে নাজমুল হোসেন শান্ত ও শন উইলিয়ামসের মধ্যে কথার লড়াই জমে উঠেছিল। উইলিয়ামস জানিয়েছিলেন, নাহিদ রানার চেয়েও বেশি গতির বোলিং মেশিন জিম্বাবুয়ের আছে। এরপর শান্ত জবাব দিয়েছিলেন এই বলে যে খেললেই জিম্বাবুয়ে বুঝবে তাঁর (নাহিদ রানার) গতি কী জিনিস।
২ ঘণ্টা আগে