Ajker Patrika

আর্সেনাল-সিটিজেনদের হাতে শিরোপা দেখছেন কন্তে 

আর্সেনাল-সিটিজেনদের হাতে শিরোপা দেখছেন কন্তে 

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের প্রতিযোগিতা বেশ জমে উঠেছে। সেরা চারে থাকা নিয়ে দলগুলোর মধ্যে চলছে দারুণ প্রতিযোগিতা। টটেনহাম কোচ আন্তোনিও কন্তে মনে করেন, আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির প্রিমিয়ার লিগ জয়ের সম্ভাবনা বেশি। 

গতকাল হটস্পার স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় আর্সেনাল-টটেনহাম। নর্থ লন্ডন ডার্বিতে টটেনহামকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। যেখানে একটা গোল হয়েছে স্পার্স গোলরক্ষক হুগো লরিসের ভুলে। আর গানার্সদের হয়ে গোলটি করেছেন মার্টিন ওডিগার্ড। তাতে ৪৭ পয়েন্ট পেয়ে শীর্ষস্থান মজবুত করল আর্সেনাল। আর ৩৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রইল টটেনহাম। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩৯। কন্তের মতে, আর্সেনাল পয়েন্ট তালিকার শীর্ষে থাকার দাবিদার। ম্যাচ শেষে স্পার্স কোচ বলেন, ‘আজ রাতে আর্সেনাল যা খেলল, তাতে তারা পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দাবি করে। আমার মতে, আর্সেনাল, সিটি এই মৌসুমের প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের দাবিদার।’ 

আর্সেনাল ম্যাচ জিতলেও আধিপত্য বিস্তার করে খেলেছিল টটেনহাম। ৫১ শতাংশ বল দখলে রেখেছিল স্পার্সরা। গানার্সদের গোলপোস্ট বরাবর শট নিয়েছিল ৭ টি। তারপরেও ম্যাচে কোনো গোল না করেই হেরে যায় কন্তের দল। স্পার্স কোচ বলেন, ‘আমি হতাশ। আমাদের শুরুটা দারুণ হয়েছিল। তারপরও গোল হজম করেছি। গোল দেওয়ার সুযোগ পেয়েছিলাম। তবে আর্সেনাল গোলরক্ষক দারুণভাবে সেভ করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত