ইয়ুর্গেন ক্লপের অধীনে লিভারপুলের জন্য চলতি মৌসুমটা যেন ‘অম্ল-মধুর’ মৌসুম। ইংলিশ প্রিমিয়ার লিগে ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারছে না অলরেডরা। আর এই লিভারপুলকে একটু অচেনাই লাগছে জেমি ক্যারাঘারের কাছে।
জিটেক কমিউনিটি স্টেডিয়ামে গতকাল প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছিল ব্রেন্টফোর্ড-লিভারপুল। লিভারপুলকে ৩-১ গোলে হারিয়েছে ব্রেন্টফোর্ড। যার মধ্যে ১৯ মিনিটে আত্মঘাতী গোল করেছিলেন লিভারপুল ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে। আর অলরেডদের একমাত্র গোলটি ৫০ মিনিটে করেন অ্যালেক্স ওক্সলেড-চেম্বারলেইন। ম্যাচে ৭৩ শতাংশ বল দখলে রেখেছিল অলরেডরা। লক্ষ্য বরাবর শট নিয়েছিল ৬ বার। তারপরও বড় ব্যবধানে হেরেছে অলরেডরা।
লিভারপুলের এমন পারফরম্যান্স দেখে দলটিকে অচেনা লাগছে ক্যারাঘারের। অলরেডদের সাবেক এই ডিফেন্ডার বলেন, ‘এটা ইয়ুর্গেন ক্লপের দল নয়। আমি বুঝতেই পারছি না, কেন এটা হচ্ছে। তাদের অনেক কৌশলী খেলোয়াড় এসেছে কিন্তু তাদের ইয়ুর্গেন ক্লপের খেলোয়াড় মনে হচ্ছে না।’
ক্যারাঘার আরও বলেন, ‘লিভারপুলের তিনজন মিডফিল্ডার লাগবে এবং প্রত্যেককে ৪০ থেকে ৫০ মিলিয়ন পাউন্ডে (বাংলাদেশি ৫০৯ থেকে ৬৩৬ কোটি টাকায়) কিনতে হবে। জুড বেলিংহাম বা জর্জিনিও ভিনালদামের মতো দরকার, যারা রক্ষণভাগকে আগলে রাখতে পারবে।’
এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে ১৭ ম্যাচ খেলেছে লিভারপুল। ৮ জয়, ৪ ড্র ও ৫ পরাজয়ে ২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ছয় নম্বরে আছে অলরেডরা। শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৪৩। গানার্সরা খেলেছে ১৬ ম্যাচ। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি ১৬ ম্যাচ খেলে পেয়েছে ৩৬ পয়েন্ট।
ইয়ুর্গেন ক্লপের অধীনে লিভারপুলের জন্য চলতি মৌসুমটা যেন ‘অম্ল-মধুর’ মৌসুম। ইংলিশ প্রিমিয়ার লিগে ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারছে না অলরেডরা। আর এই লিভারপুলকে একটু অচেনাই লাগছে জেমি ক্যারাঘারের কাছে।
জিটেক কমিউনিটি স্টেডিয়ামে গতকাল প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছিল ব্রেন্টফোর্ড-লিভারপুল। লিভারপুলকে ৩-১ গোলে হারিয়েছে ব্রেন্টফোর্ড। যার মধ্যে ১৯ মিনিটে আত্মঘাতী গোল করেছিলেন লিভারপুল ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে। আর অলরেডদের একমাত্র গোলটি ৫০ মিনিটে করেন অ্যালেক্স ওক্সলেড-চেম্বারলেইন। ম্যাচে ৭৩ শতাংশ বল দখলে রেখেছিল অলরেডরা। লক্ষ্য বরাবর শট নিয়েছিল ৬ বার। তারপরও বড় ব্যবধানে হেরেছে অলরেডরা।
লিভারপুলের এমন পারফরম্যান্স দেখে দলটিকে অচেনা লাগছে ক্যারাঘারের। অলরেডদের সাবেক এই ডিফেন্ডার বলেন, ‘এটা ইয়ুর্গেন ক্লপের দল নয়। আমি বুঝতেই পারছি না, কেন এটা হচ্ছে। তাদের অনেক কৌশলী খেলোয়াড় এসেছে কিন্তু তাদের ইয়ুর্গেন ক্লপের খেলোয়াড় মনে হচ্ছে না।’
ক্যারাঘার আরও বলেন, ‘লিভারপুলের তিনজন মিডফিল্ডার লাগবে এবং প্রত্যেককে ৪০ থেকে ৫০ মিলিয়ন পাউন্ডে (বাংলাদেশি ৫০৯ থেকে ৬৩৬ কোটি টাকায়) কিনতে হবে। জুড বেলিংহাম বা জর্জিনিও ভিনালদামের মতো দরকার, যারা রক্ষণভাগকে আগলে রাখতে পারবে।’
এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে ১৭ ম্যাচ খেলেছে লিভারপুল। ৮ জয়, ৪ ড্র ও ৫ পরাজয়ে ২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ছয় নম্বরে আছে অলরেডরা। শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৪৩। গানার্সরা খেলেছে ১৬ ম্যাচ। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি ১৬ ম্যাচ খেলে পেয়েছে ৩৬ পয়েন্ট।
গত জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটির দ্বিতীয়ার্ধ দেরিতে শুরু হওয়ায় শাস্তির মুখে পড়েছে বাফুফে। তাদের ১৫০০ ডলার (প্রায় দুই লাখ টাকা) জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
২ ঘণ্টা আগে১১০ রানে অলআউট হয়ে কার্যত ম্যাচের প্রথমার্ধেই ব্যাকফুটে চলে গিয়েছিল পাকিস্তান। মিরপুর শেরেবাংলার উইকেটে নিজেদের মেলে ধরতে ব্যর্থ সফরকারী ব্যাটাররা। ম্যাচ হারের পর তাই সফরকারী দলের যত ক্ষোভ উইকেট নিয়ে। পাকিস্তান অধিনায়ক তো বলেই দিলেন, বাংলাদেশে এসে ভালো উইকেট আশা করা যায় না!
২ ঘণ্টা আগেবাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দেখতে আজ মিরপুর শেরেবাংলার গ্যালারিতে হাজির হয়েছিলেন অনেক নামীদামি ব্যক্তি। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।
৩ ঘণ্টা আগেদুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে অল্প রানে আটকে রেখে জয়ের অর্ধেক কাজ সেরে রেখেছিলেন বোলাররা। ব্যাটাররাও নিজেদের কাজ সারলেন দারুণভাবে। পারভেজ হোসেন ইমনের ফিফটি আর তাওহীদ হৃদয়ের কার্যকর এক ইনিংসের সৌজন্যে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটে বড় জয় পেল বাংলাদেশ। ৯ বছর বেশি সময় পর পাকিস্তানের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচ
৪ ঘণ্টা আগে