
২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই আলো ছড়াচ্ছেন মোস্তাফিজুর রহমান। মাঝেমধ্যে নিজেকে হারিয়ে খুঁজলেও ঘুরে দাঁড়ানোর মন্ত্রটা তাঁর ভালোই জানা। স্লোয়ার-কাটারে ব্যাটারদের বিভ্রান্ত করতে জানেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।

এই ভালো তো এই খারাপ—মোস্তাফিজুর রহমানের ক্যারিয়ার চলছে এভাবেই। কখনো স্লোয়ার-কাটারের জাদুতে ব্যাটারদের বিভ্রান্ত করছেন, আবার কখনো মুক্তহস্তে রান বিলিয়ে দিচ্ছেন। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও মোস্তাফিজের যাচ্ছে অম্লমধুর। এরই মধ্যে তিনি করে ফেলেছেন এক বিশ্ব রেকর্ড।

আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শুরুটা হয়েছিল ভারতকে কাঁপিয়ে। টানা দুই ওয়ানডে মিলিয়ে নিয়েছিলেন ১১ উইকেট। এর পর থেকেই বাংলাদেশের বোলিং আক্রমণে আস্থার নাম মোস্তাফিজুর রহমান। ১০ বছরের ক্যারিয়ারের বাজে সময় দেখেছেন বটে। কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ থাকলে অবধারিতভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠেন বাঁহাতি এই পেসার। ভারতীয়

এশিয়া কাপে দারুণ ছন্দে আছেন মোস্তাফিজুর রহমান। আবুধাবি হোক কিংবা দুবাইয়ের উইকেটে নিংড়ে দিচ্ছেন সেরাটা। টি-টোয়েন্টিতে দলের সবচেয়ে অভিজ্ঞ বোলার তিনি। পরশু দুবাইয়ে ভারতের বিপক্ষে সুপার ফোরের লড়াইয়ে তাঁর স্বরূপে থাকাটা গুরুত্বপূর্ণ দলের জন্য। এর আগে বাঁহাতি এই পেসারের প্রতি যেন কারও কুনজর না পড়ে এমন