ক্রীড়া ডেস্ক
মাঝপথে স্থগিত হওয়া আইপিএল ফিরছে আগামীকাল থেকে। শেষ অংশের জন্য দিল্লি ক্যাপিটালস নিয়েছে মোস্তাফিজুর রহমানকে। এমন সময় বড় ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিটি।
জেক ফ্রেজার ম্যাকগার্ক ভারতে ফিরতে না চাওয়ায় পরশু মোস্তাফিজকে নেয় দিল্লি ক্যাপিটালস। এবার আরেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার মিচেল স্টার্ককে পাচ্ছে না দিল্লি। ক্রিকবাজের আজকের এক প্রতিবেদনে জানা গেছে, স্টার্ক ভারতে না ফেরার ব্যাপারটি গত রাতে দিল্লিকে মেইলে জানিয়েছেন। এছাড়া এএপির বরাতে ক্রিকইনফো জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার ডোনোভান ফেরেইরা ফিরছেন না আইপিএলে। প্রোটিয়া তারকা ফাফ ডু প্লেসি ফিরবেন কিনা, সেটার ব্যাপারে নিশ্চিত কিছু জানা যায়নি।
স্টার্ককে নিয়ে ক্রিকবাজের প্রতিবেদনে ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের মধ্যে আইপিএল স্থগিত হওয়ার মুহূর্তে কী পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। ৯ মে আইপিএল এক সপ্তাহ স্থগিতের ঘোষণা দেওয়া হয়। তার আগে ৮ মে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়ামে পাঞ্জাব-দিল্লি ম্যাচ মাঝপথে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। সেসময় ধর্মশালা ও পার্শ্ববর্তী বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ হয়ে গিয়েছিল। সেই মুহূর্তে দিল্লি ও পাঞ্জাব দলের ক্রিকেটার ও সাপোর্টিং স্টাফদের বাস ও ট্রেনে করে ধর্মশালা থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। স্টার্ক ও ম্যাকগার্ককে তখন অনেক আতঙ্কিত লাগছিল বলে জানা গেছে।
স্টার্কের না ফেরাটা দিল্লির জন্য বড়সড় ধাক্কাই বটে। আইপিএল স্থগিত হওয়ার আগ পর্যন্ত ১১ ম্যাচে ৯.৭১ ইকোনমিতে ১৪ উইকেট নিয়েছেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথমবার ইনিংসে ৫ উইকেট পেয়েছেন এই আইপিএলে। স্টার্কের আইপিএলে না ফেরার বিষয়ে এটা স্পষ্ট যে টেস্টের আগে টি-টোয়েন্টি খেলতে চাচ্ছেন না। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে আছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসার। ১১ জুন ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা।
বর্তমানে দিল্লি ক্যাপিটালসের বাঁহাতি পেসার বলতে ভারতের টি নটরাজন আর বাংলাদেশের মোস্তাফিজ আছেন। আর মোস্তাফিজ আইপিএলে ২১, ২৪ মে’র দুই ম্যাচে খেলার অনুমতি পেয়েছেন বলে গতকাল আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিসিবি মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। ২১ ও ২৪ মে দিল্লি খেলবে মুম্বাই ইন্ডিয়ানস ও পাঞ্জাব কিংসের বিপক্ষে। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দিল্লি এখন পয়েন্ট টেবিলের পাঁচে অবস্থান করছে।
মাঝপথে স্থগিত হওয়া আইপিএল ফিরছে আগামীকাল থেকে। শেষ অংশের জন্য দিল্লি ক্যাপিটালস নিয়েছে মোস্তাফিজুর রহমানকে। এমন সময় বড় ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিটি।
জেক ফ্রেজার ম্যাকগার্ক ভারতে ফিরতে না চাওয়ায় পরশু মোস্তাফিজকে নেয় দিল্লি ক্যাপিটালস। এবার আরেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার মিচেল স্টার্ককে পাচ্ছে না দিল্লি। ক্রিকবাজের আজকের এক প্রতিবেদনে জানা গেছে, স্টার্ক ভারতে না ফেরার ব্যাপারটি গত রাতে দিল্লিকে মেইলে জানিয়েছেন। এছাড়া এএপির বরাতে ক্রিকইনফো জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার ডোনোভান ফেরেইরা ফিরছেন না আইপিএলে। প্রোটিয়া তারকা ফাফ ডু প্লেসি ফিরবেন কিনা, সেটার ব্যাপারে নিশ্চিত কিছু জানা যায়নি।
স্টার্ককে নিয়ে ক্রিকবাজের প্রতিবেদনে ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের মধ্যে আইপিএল স্থগিত হওয়ার মুহূর্তে কী পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। ৯ মে আইপিএল এক সপ্তাহ স্থগিতের ঘোষণা দেওয়া হয়। তার আগে ৮ মে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়ামে পাঞ্জাব-দিল্লি ম্যাচ মাঝপথে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। সেসময় ধর্মশালা ও পার্শ্ববর্তী বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ হয়ে গিয়েছিল। সেই মুহূর্তে দিল্লি ও পাঞ্জাব দলের ক্রিকেটার ও সাপোর্টিং স্টাফদের বাস ও ট্রেনে করে ধর্মশালা থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। স্টার্ক ও ম্যাকগার্ককে তখন অনেক আতঙ্কিত লাগছিল বলে জানা গেছে।
স্টার্কের না ফেরাটা দিল্লির জন্য বড়সড় ধাক্কাই বটে। আইপিএল স্থগিত হওয়ার আগ পর্যন্ত ১১ ম্যাচে ৯.৭১ ইকোনমিতে ১৪ উইকেট নিয়েছেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথমবার ইনিংসে ৫ উইকেট পেয়েছেন এই আইপিএলে। স্টার্কের আইপিএলে না ফেরার বিষয়ে এটা স্পষ্ট যে টেস্টের আগে টি-টোয়েন্টি খেলতে চাচ্ছেন না। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে আছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসার। ১১ জুন ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা।
বর্তমানে দিল্লি ক্যাপিটালসের বাঁহাতি পেসার বলতে ভারতের টি নটরাজন আর বাংলাদেশের মোস্তাফিজ আছেন। আর মোস্তাফিজ আইপিএলে ২১, ২৪ মে’র দুই ম্যাচে খেলার অনুমতি পেয়েছেন বলে গতকাল আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিসিবি মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। ২১ ও ২৪ মে দিল্লি খেলবে মুম্বাই ইন্ডিয়ানস ও পাঞ্জাব কিংসের বিপক্ষে। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দিল্লি এখন পয়েন্ট টেবিলের পাঁচে অবস্থান করছে।
রেকর্ড গড়ার চেয়ে সহজ কাজ হয়তো ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে নেই। মাঠের ফুটবল তো বটেই। অন্যান্য ক্ষেত্রেও তিনি গড়ে চলেছেন রেকর্ড। টানা তিনবার সর্বোচ্চ উপার্জন করা ক্রীড়াবিদ হলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।
৪ মিনিট আগেশিরোপা আগামীকালই নিশ্চিত হতে পারে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। তবে সে জন্য ফর্টিস এফসির বিপক্ষে আবাহনী লিমিটেডের হার কামনা করতে হবে তাদের। আজ চট্টগ্রাম আবাহনীকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের কাজটা সেরে রেখেছে তারা। আজ আবাহনী না হারলেও প্রিমিয়ার লিগের শিরোপার স্বপ্নপূরণ করতে আলফাজ আহমেদের দলের...
৩৫ মিনিট আগেআলোচনায় আসতেই যেন ভিনিসিয়ুস জুনিয়র বেশি পছন্দ করেন। কখনো সৌদি আরবের ক্লাবে যাওয়ার কথা শোনা যায়; কখনো নিজের ক্লাব রিয়াল মাদ্রিদেই এমন কিছু করে বসেন, যেটা নিয়ে অনেক দিন ধরে চলে আলাপ-আলোচনা।
১ ঘণ্টা আগেকখনোবা বৃষ্টি, কখনোবা আলোকস্বল্পতা—সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচ চলছে এভাবেই। ম্যাচেও কখনো বাংলাদেশ এগিয়ে থাকছে। কখনো এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড। বর্তমানে সফরকারীরা ২০৪ রানের লিড নিয়েছে।
২ ঘণ্টা আগে