ক্রীড়া ডেস্ক
মাঝপথে স্থগিত হওয়া আইপিএল ফিরছে আগামীকাল থেকে। শেষ অংশের জন্য দিল্লি ক্যাপিটালস নিয়েছে মোস্তাফিজুর রহমানকে। এমন সময় বড় ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিটি।
জেক ফ্রেজার ম্যাকগার্ক ভারতে ফিরতে না চাওয়ায় পরশু মোস্তাফিজকে নেয় দিল্লি ক্যাপিটালস। এবার আরেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার মিচেল স্টার্ককে পাচ্ছে না দিল্লি। ক্রিকবাজের আজকের এক প্রতিবেদনে জানা গেছে, স্টার্ক ভারতে না ফেরার ব্যাপারটি গত রাতে দিল্লিকে মেইলে জানিয়েছেন। এছাড়া এএপির বরাতে ক্রিকইনফো জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার ডোনোভান ফেরেইরা ফিরছেন না আইপিএলে। প্রোটিয়া তারকা ফাফ ডু প্লেসি ফিরবেন কিনা, সেটার ব্যাপারে নিশ্চিত কিছু জানা যায়নি।
স্টার্ককে নিয়ে ক্রিকবাজের প্রতিবেদনে ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের মধ্যে আইপিএল স্থগিত হওয়ার মুহূর্তে কী পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। ৯ মে আইপিএল এক সপ্তাহ স্থগিতের ঘোষণা দেওয়া হয়। তার আগে ৮ মে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়ামে পাঞ্জাব-দিল্লি ম্যাচ মাঝপথে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। সেসময় ধর্মশালা ও পার্শ্ববর্তী বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ হয়ে গিয়েছিল। সেই মুহূর্তে দিল্লি ও পাঞ্জাব দলের ক্রিকেটার ও সাপোর্টিং স্টাফদের বাস ও ট্রেনে করে ধর্মশালা থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। স্টার্ক ও ম্যাকগার্ককে তখন অনেক আতঙ্কিত লাগছিল বলে জানা গেছে।
স্টার্কের না ফেরাটা দিল্লির জন্য বড়সড় ধাক্কাই বটে। আইপিএল স্থগিত হওয়ার আগ পর্যন্ত ১১ ম্যাচে ৯.৭১ ইকোনমিতে ১৪ উইকেট নিয়েছেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথমবার ইনিংসে ৫ উইকেট পেয়েছেন এই আইপিএলে। স্টার্কের আইপিএলে না ফেরার বিষয়ে এটা স্পষ্ট যে টেস্টের আগে টি-টোয়েন্টি খেলতে চাচ্ছেন না। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে আছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসার। ১১ জুন ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা।
বর্তমানে দিল্লি ক্যাপিটালসের বাঁহাতি পেসার বলতে ভারতের টি নটরাজন আর বাংলাদেশের মোস্তাফিজ আছেন। আর মোস্তাফিজ আইপিএলে ২১, ২৪ মে’র দুই ম্যাচে খেলার অনুমতি পেয়েছেন বলে গতকাল আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিসিবি মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। ২১ ও ২৪ মে দিল্লি খেলবে মুম্বাই ইন্ডিয়ানস ও পাঞ্জাব কিংসের বিপক্ষে। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দিল্লি এখন পয়েন্ট টেবিলের পাঁচে অবস্থান করছে।
মাঝপথে স্থগিত হওয়া আইপিএল ফিরছে আগামীকাল থেকে। শেষ অংশের জন্য দিল্লি ক্যাপিটালস নিয়েছে মোস্তাফিজুর রহমানকে। এমন সময় বড় ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিটি।
জেক ফ্রেজার ম্যাকগার্ক ভারতে ফিরতে না চাওয়ায় পরশু মোস্তাফিজকে নেয় দিল্লি ক্যাপিটালস। এবার আরেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার মিচেল স্টার্ককে পাচ্ছে না দিল্লি। ক্রিকবাজের আজকের এক প্রতিবেদনে জানা গেছে, স্টার্ক ভারতে না ফেরার ব্যাপারটি গত রাতে দিল্লিকে মেইলে জানিয়েছেন। এছাড়া এএপির বরাতে ক্রিকইনফো জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার ডোনোভান ফেরেইরা ফিরছেন না আইপিএলে। প্রোটিয়া তারকা ফাফ ডু প্লেসি ফিরবেন কিনা, সেটার ব্যাপারে নিশ্চিত কিছু জানা যায়নি।
স্টার্ককে নিয়ে ক্রিকবাজের প্রতিবেদনে ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের মধ্যে আইপিএল স্থগিত হওয়ার মুহূর্তে কী পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। ৯ মে আইপিএল এক সপ্তাহ স্থগিতের ঘোষণা দেওয়া হয়। তার আগে ৮ মে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়ামে পাঞ্জাব-দিল্লি ম্যাচ মাঝপথে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। সেসময় ধর্মশালা ও পার্শ্ববর্তী বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ হয়ে গিয়েছিল। সেই মুহূর্তে দিল্লি ও পাঞ্জাব দলের ক্রিকেটার ও সাপোর্টিং স্টাফদের বাস ও ট্রেনে করে ধর্মশালা থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। স্টার্ক ও ম্যাকগার্ককে তখন অনেক আতঙ্কিত লাগছিল বলে জানা গেছে।
স্টার্কের না ফেরাটা দিল্লির জন্য বড়সড় ধাক্কাই বটে। আইপিএল স্থগিত হওয়ার আগ পর্যন্ত ১১ ম্যাচে ৯.৭১ ইকোনমিতে ১৪ উইকেট নিয়েছেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথমবার ইনিংসে ৫ উইকেট পেয়েছেন এই আইপিএলে। স্টার্কের আইপিএলে না ফেরার বিষয়ে এটা স্পষ্ট যে টেস্টের আগে টি-টোয়েন্টি খেলতে চাচ্ছেন না। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে আছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসার। ১১ জুন ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা।
বর্তমানে দিল্লি ক্যাপিটালসের বাঁহাতি পেসার বলতে ভারতের টি নটরাজন আর বাংলাদেশের মোস্তাফিজ আছেন। আর মোস্তাফিজ আইপিএলে ২১, ২৪ মে’র দুই ম্যাচে খেলার অনুমতি পেয়েছেন বলে গতকাল আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিসিবি মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। ২১ ও ২৪ মে দিল্লি খেলবে মুম্বাই ইন্ডিয়ানস ও পাঞ্জাব কিংসের বিপক্ষে। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দিল্লি এখন পয়েন্ট টেবিলের পাঁচে অবস্থান করছে।
অস্বাভাবিক কিছু দেখলে সেই ব্যাপারে চুপ করে থাকার পাত্র নন মাইকেল ভন। আর ঘটনা যখন ঘটেছে ভারত-ইংল্যান্ড ম্যাচে, তখন কি তিনি কথা না বলে থাকতে পারেন? আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) কেন শুধু একটা দলকেই শাস্তি দিয়েছে, সেই প্রশ্ন এখন ভনের।
১৯ মিনিট আগে২৩ বছর পর লিগ জিতে গত মৌসুম শেষ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নতুন মৌসুমের দলবদলে তাই তাদের ওপরই চোখ বেশি। শুরুতে অবশ্য অবাক করে দলের দীর্ঘদিনের সৈনিক সুলেমান দিয়াবাতের সঙ্গে নতুন চুক্তি না করে। তবে মুজাফ্ফর মুজাফ্ফরভকে ধরে রেখেছে সাদা-কালোরা।
৪৩ মিনিট আগেবার্সেলোনায় লিওনেল মেসির আইকনিক ১০ নম্বর জার্সিটা যে তিনিই পেতে যাচ্ছেন, সেটি জানাই ছিল। পরশু নিশ্চিত হলো তা। মেসির ১০ নম্বর জার্সি গায়ে চড়াবেন লামিনে ইয়ামাল। এদিন স্প্যানিশ এই উইঙ্গারের হাতে ১০ নম্বর জার্সি আনুষ্ঠানিকভাবে তুলে দিয়েছে কাতালান দলটি।
১ ঘণ্টা আগেকলম্বোর প্রেমাদাসায় গত রাতে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। সিরিজ জয়ের পর আজ দেশে ফিরেছেন লিটন দাস, তানজিদ হাসান তামিমরা। তবে দেশে ফিরেও যে বসে থাকার সুযোগ নেই। কারণ, রোববার শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
১ ঘণ্টা আগে