Ajker Patrika

প্রিমিয়ার লিগে অভিষেকেই লাল কার্ড দেখলেন ফেলিক্স

প্রিমিয়ার লিগে অভিষেকেই লাল কার্ড দেখলেন ফেলিক্স

চেলসিতে হোয়াও ফেলিক্সের অভিষেকটা হলো ভুলে যাওয়ার মতোই। দল তো হেরেছেই, এমনকি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে পর্তুগিজ এই স্ট্রাইকারকে।

গতকাল ক্রেভেন কটেজ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় ফুলহাম-চেলসি। ম্যাচের ৫৮ মিনিটে ফুলহাম ডিফেন্ডার কেনি তেতেকে বাজেভাবে ফাউল করেছিলেন ফেলিক্স। যার ফলে পর্তুগিজ এই ফরোয়ার্ডকে লাল কার্ড দেখান রেফারি। ২২ তম ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগের অভিষেক ম্যাচে মাঠ ছাড়ার লজ্জার রেকর্ডে নাম লেখালেন ফেলিক্স। 

১০ জনের চেলসি ম্যাচ হেরেছে ২-১ গোলে। ২৫ মিনিটে উইলিয়ানের গোলে এগিয়ে যায় ফুলহাম। ৪৭ মিনিটে কালিদু কৌলিবালির গোলে সমতায় ফিরেছিল চেলসি। আর ৭৩ মিনিটে কার্লোস ভিনিসিউসের গোলে এগিয়ে যায় ফুলহাম। ভিনিসিউসের এই গোলটিই ম্যাচের পার্থক্য গড়ে দেয়।

আতলেতিকো মাদ্রিদ থেকে এসে চেলসিতে ধারে খেলছেন ফেলিক্স। চলতি মৌসুমের শেষ পর্যন্ত ৯৭ লাখ পাউন্ডের ধারচুক্তিতে চেলসিতে খেলবেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। ক্লাব ক্যারিয়ারে এখন পর্যন্ত ২১৯ ম্যাচে করেছেন ৬৮ গোল ও অ্যাসিস্ট করেছেন ৩৫ গোলে। আতলেতিকোর হয়ে ১৩১ ম্যাচে ৩৪ গোলের পাশাপাশি ১৮ গোলে অ্যাসিস্ট রয়েছে পর্তুগিজ এই ফুটবলারের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত