
ম্যাচের তখন ৭৫ মিনিট। পর্তুগাল পেনাল্টি পেলে সেই শট নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু আয়ারল্যান্ডের গোলরক্ষক কাওমিহিন কেলেহার ডিগবাজি দিয়ে দারুণভাবে সেটা ক্লিয়ার করেছেন। রোনালদোর মতো পুরো পর্তুগালকেই যেন সেই হতাশা ঘিরে ধরেছে। কারণ, ম্যাচে আয়ারল্যান্ড-পর্তুগালের কেউই তখন পর্যন্ত কোনো গোল করতে পারে

নতুন মৌসুমের শুরুতে কাঁপিয়ে দিচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। সৌদি প্রো লিগে দুই ম্যাচের দুটিতে জিতেছে দলটি। টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি। কিন্তু দল ছন্দে থাকলেও তাঁকে যে গত রাতে সেভাবে খুঁজেই পাওয়া যায়নি।

ইনিগো মার্তিনেজ এখন আর বার্সেলোনার খেলোয়াড় নন। নতুন মৌসুমে তিনি খেলবেন আল নাসরের হয়ে। এই আল নাসরে আড়াই বছর ধরে খেলছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ধারণা করা হচ্ছে, সৌদি ক্লাবে যাওয়ার আগে রোনালদোর সঙ্গে মার্তিনেজের আগেই কথাবার্তা হয়েছিল।

বয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।