ক্রীড়া ডেস্ক
রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ছুটে চলেছেন আপন গতিতে। আল নাসর, পর্তুগালের জার্সিতে গোল করে চলছেন তিনি। তবে রোনালদোর রেকর্ড গড়ার রাতেও যে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারল না পর্তুগিজরা।
হোসে আলভালাদে স্টেডিয়ামে গত রাতে ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে মুখোমুখি হয়েছে পর্তুগাল-হাঙ্গেরি। এই ম্যাচে দুই গোল করে বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ ৪১ গোল করে রেকর্ডটা নিজের নামে লিখিয়ে নিলেন। ৩৯ গোল করে বিশ্বকাপ বাছাইপর্বে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা গুয়াতেমালার কার্লোস রুইজ। এই তালিকায় তিনে থাকা মেসির গোল ৩৬। কিন্তু রোনালদোর রেকর্ড গড়ার রাতটা পর্তুগাল ২-২ গোলে ড্র করছে হাঙ্গেরির বিপক্ষে। ম্যাচ না জেতায় ২০২৬ বিশ্বকাপের টিকিট পেতে অপেক্ষায় থাকতে হচ্ছে পর্তুগিজদের। এদিকে ইউরোপ অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপের টিকিট কেটেছে ইংল্যান্ড।
লাটভিয়ার বিপক্ষে জিতলেই নিশ্চিত বিশ্বকাপ—এমন সমীকরণ নিয়ে গতকাল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলতে নামে ইংল্যান্ড। রিগায় গত রাতে ইংল্যান্ড পেয়েছে ৫-০ গোলের দাপুটে জয়। জোড়া গোল করেছেন হ্যারি কেইন। আন্থনি গর্ডন ও এবেরেচি এজে করেছেন একটি করে গোল। আরেকটি গোল ইংলিশরা উপহার পেয়েছে লাটভিয়ার কাছ থেকে। ৫৮ মিনিটে আত্মঘাতী গোল করেন লাটভিয়ার ডিফেন্ডার মাকসিমস তনিসেভস। ৬ ম্যাচে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে ‘কে’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে ইংলিশরা। দুই, তিন, চার ও পাঁচে থাকা আলবেনিয়া, সার্বিয়া, লাটভিয়া ও অ্যান্ডোরার পয়েন্ট ১১, ১০, ৫ ও ১।
পর্তুগালের সামনেও সমীকরণ ছিল ইংল্যান্ডের মতো। হাঙ্গেরিকে হারালেই পর্তুগাল উঠে যেত বিশ্বকাপে। হোসে আলভালাদ স্টেডিয়ামে ৮ মিনিটে গোল করেন হাঙ্গেরিয়ান ডিফেন্ডার আতিলা সালাই। সমতায় ফিরতে পর্তুগালের লেগেছে ১৪ মিনিট। ২২ মিনিটে সমতাসূচক গোল করেন রোনালদো। তাঁকে অ্যাসিস্ট করেন নেলসন সেমেদো। এরপর ৪৫ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। এবার তিনি গোল করেছেন নুনো মেন্দেসের অ্যাসিস্টে। একপর্যায়ে মনে হচ্ছিল পর্তুগাল উঠে গেছে ২০২৬ বিশ্বকাপে। কিন্তু শেষ মুহূর্তে চমকে দেয় হাঙ্গেরি। ৯০ মিনিটের পর অতিরিক্ত ১ মিনিটে গোল করে পর্তুগালকে রুখে দেন হাঙ্গেরির মিডফিল্ডার ডমিনিক সোবোসলাই। ২-২ গোলের ড্রয়ে ‘এফ’ গ্রুপে ৪ ম্যাচে পর্তুগালের পয়েন্ট ১০। জিতেছে ৩ ম্যাচ ও ১ ম্যাচ ড্র করেছে। তারাই পয়েন্ট টেবিলের শীর্ষে। সমান ম্যাচে হাঙ্গেরি পেয়েছে ৫ পয়েন্ট।
২০১৪ সালের পর টানা দুই বিশ্বকাপে (২০১৮, ২০২২) খেলতে পারেনি ইতালি। ১২ বছর পর ফুটবল বিশ্বকাপে খেলার এখন সম্ভাবনা জোরালো হয়েছে।
ইসরায়েলকে গত রাতে ইতালি ৩-০ গোলে হারিয়েছে। ৬ ম্যাচে এখন ইতালির পয়েন্ট ১৫। সমান ম্যাচে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে নরওয়ে। এই গ্রুপে নরওয়ের পর পয়েন্ট তালিকায় দুইয়ে ইতালি।
রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ছুটে চলেছেন আপন গতিতে। আল নাসর, পর্তুগালের জার্সিতে গোল করে চলছেন তিনি। তবে রোনালদোর রেকর্ড গড়ার রাতেও যে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারল না পর্তুগিজরা।
হোসে আলভালাদে স্টেডিয়ামে গত রাতে ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে মুখোমুখি হয়েছে পর্তুগাল-হাঙ্গেরি। এই ম্যাচে দুই গোল করে বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ ৪১ গোল করে রেকর্ডটা নিজের নামে লিখিয়ে নিলেন। ৩৯ গোল করে বিশ্বকাপ বাছাইপর্বে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা গুয়াতেমালার কার্লোস রুইজ। এই তালিকায় তিনে থাকা মেসির গোল ৩৬। কিন্তু রোনালদোর রেকর্ড গড়ার রাতটা পর্তুগাল ২-২ গোলে ড্র করছে হাঙ্গেরির বিপক্ষে। ম্যাচ না জেতায় ২০২৬ বিশ্বকাপের টিকিট পেতে অপেক্ষায় থাকতে হচ্ছে পর্তুগিজদের। এদিকে ইউরোপ অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপের টিকিট কেটেছে ইংল্যান্ড।
লাটভিয়ার বিপক্ষে জিতলেই নিশ্চিত বিশ্বকাপ—এমন সমীকরণ নিয়ে গতকাল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলতে নামে ইংল্যান্ড। রিগায় গত রাতে ইংল্যান্ড পেয়েছে ৫-০ গোলের দাপুটে জয়। জোড়া গোল করেছেন হ্যারি কেইন। আন্থনি গর্ডন ও এবেরেচি এজে করেছেন একটি করে গোল। আরেকটি গোল ইংলিশরা উপহার পেয়েছে লাটভিয়ার কাছ থেকে। ৫৮ মিনিটে আত্মঘাতী গোল করেন লাটভিয়ার ডিফেন্ডার মাকসিমস তনিসেভস। ৬ ম্যাচে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে ‘কে’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে ইংলিশরা। দুই, তিন, চার ও পাঁচে থাকা আলবেনিয়া, সার্বিয়া, লাটভিয়া ও অ্যান্ডোরার পয়েন্ট ১১, ১০, ৫ ও ১।
পর্তুগালের সামনেও সমীকরণ ছিল ইংল্যান্ডের মতো। হাঙ্গেরিকে হারালেই পর্তুগাল উঠে যেত বিশ্বকাপে। হোসে আলভালাদ স্টেডিয়ামে ৮ মিনিটে গোল করেন হাঙ্গেরিয়ান ডিফেন্ডার আতিলা সালাই। সমতায় ফিরতে পর্তুগালের লেগেছে ১৪ মিনিট। ২২ মিনিটে সমতাসূচক গোল করেন রোনালদো। তাঁকে অ্যাসিস্ট করেন নেলসন সেমেদো। এরপর ৪৫ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। এবার তিনি গোল করেছেন নুনো মেন্দেসের অ্যাসিস্টে। একপর্যায়ে মনে হচ্ছিল পর্তুগাল উঠে গেছে ২০২৬ বিশ্বকাপে। কিন্তু শেষ মুহূর্তে চমকে দেয় হাঙ্গেরি। ৯০ মিনিটের পর অতিরিক্ত ১ মিনিটে গোল করে পর্তুগালকে রুখে দেন হাঙ্গেরির মিডফিল্ডার ডমিনিক সোবোসলাই। ২-২ গোলের ড্রয়ে ‘এফ’ গ্রুপে ৪ ম্যাচে পর্তুগালের পয়েন্ট ১০। জিতেছে ৩ ম্যাচ ও ১ ম্যাচ ড্র করেছে। তারাই পয়েন্ট টেবিলের শীর্ষে। সমান ম্যাচে হাঙ্গেরি পেয়েছে ৫ পয়েন্ট।
২০১৪ সালের পর টানা দুই বিশ্বকাপে (২০১৮, ২০২২) খেলতে পারেনি ইতালি। ১২ বছর পর ফুটবল বিশ্বকাপে খেলার এখন সম্ভাবনা জোরালো হয়েছে।
ইসরায়েলকে গত রাতে ইতালি ৩-০ গোলে হারিয়েছে। ৬ ম্যাচে এখন ইতালির পয়েন্ট ১৫। সমান ম্যাচে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে নরওয়ে। এই গ্রুপে নরওয়ের পর পয়েন্ট তালিকায় দুইয়ে ইতালি।
আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ দুর্দান্ত খেলেছেন ইব্রাহিম জাদরান। দারুণ খেলেও মেজাজ হারিয়েছেন আফগান ওপেনার। গতকাল সিরিজের শেষ ওয়ানডেতে মেজাজ হারিয়ে যা করেছেন, তাতে আইসিসির শাস্তি পেয়েছেন জাদরান।
৩৭ মিনিট আগেপৌনে ৩ ঘণ্টার রোমাঞ্চকর লড়াই। প্রথম সেটে হেরে পিছিয়ে থাকলেও সেখানে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছেন জারিফ আবরার। ভারতের শৌনক চ্যাটার্জিকে ৫-৭,৬-২ ও ৭-৫ গেমে হারিয়ে ৩৫ তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন তিনি।
২ ঘণ্টা আগেটি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের বদলা নিয়েছে আফগানিস্তান। ওয়ানডেতে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে আফগানরা। পুরো সিরিজে বাংলাদেশকে দুমড়ে-মুচড়ে দিয়েছে হাশমাতুল্লাহ শাহিদীর নেতৃত্বাধীন আফগানিস্তান। দুর্দান্ত এই পারফরম্যান্সের পর সুখবর পেলেন আফগান ক্রিকেটাররা।
৪ ঘণ্টা আগেআবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গত রাতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ২০০ রানে হেরেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ পেল ধবলধোলাইয়ের লজ্জা। কিন্তু আফগান সিরিজ শেষ হওয়ার পর খুব বেশি সময় বাকি নেই। মিরপুরে শনিবার শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
৪ ঘণ্টা আগে