Ajker Patrika

৪০ বছর বয়সেও বাইসাইকেল কিকে চমকে দিলেন রোনালদো

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ১২: ১৬
বাইসাইকেল কিকে চমকে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত
বাইসাইকেল কিকে চমকে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

বাইসাইকেল কিকে গোল যে ফুটবলে হরহামেশা ঘটে, তা নয়। শরীরটাকে শূন্যে ভাসিয়ে উল্টো দিকে বলে লাথি মেরে লক্ষ্যভেদ করা বেশ কঠিন। কিন্তু চ্যাম্পিয়ন ফুটবলারদের কাছে কোনো কিছুই কঠিন নয়। ৪০ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো যে তাঁদেরই একজন।

৯০ মিনিটের পর অতিরিক্ত ৬ মিনিটে রোনালদো করেছেন চমক জাগানিয়া বাইসাইকেল কিক। আল নাসর ডিফেন্ডার নাওয়াফ বাওশাল বল বাড়িয়ে দেন রোনালদোর উদ্দেশে। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড যেন ম্যাজিক দেখানোর জন্য এক রকম প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। শরীরকে শূন্যে ভাসিয়ে উল্টো দিকে সজোরে লাথি মেরেছেন রোনালদো। আল খালিজ গোলরক্ষক অ্যান্থনি মরিস সেটা প্রতিহত করতে পারেননি। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে গত রাতে পর্তুগিজ ফরোয়ার্ড এই বাইসাইকেল কিকের একটি ভিডিও পোস্ট করেছেন। ৫৭ সেকেন্ডের সেই ভিডিওর ক্যাপশন দিয়েছেন, ‘ভালো ক্যাপশনদাতারাই জিতবেন।’ অর্থাৎ তাঁর বাইসাইকেল কিকের গোলটা কেমন হয়েছে, সেটা ভক্তদের কাছে জানতে চাইলেন পর্তুগিজ ফরোয়ার্ড।

রোনালদোর বাইসাইকেল কিকের গোলের দিন আল নাসর পেয়েছে ৪-১ গোলের বিশাল জয়। রোনালদো, হোয়াও ফেলিক্স, সাদিও মানে, ওয়েসলি প্রত্যেকেই একটি করে গোল করেছেন। যাঁদের মধ্যে ৩৯ ও ৪৩ মিনিটে রোনালদো ও ফেলিক্সের গোলে আল নাসর ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে। ৪৭ মিনিটে আল খালিজ মিডফিল্ডার খালেদ আল হাওসাউই। এরপর ৭৭ মিনিটে মানের গোলে ব্যবধান পায় আল নাসর। একেবারে শেষ মুহূর্তে রোনালদো তো চমকেই দিয়েছেন।

৯ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ২০২৫-২৬ সৌদি প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে আল নাসর। দুই ও তিনে থাকা আল হিলাল ও আল তাওউনের পয়েন্ট ২৩ ও ২২। প্রত্যেকেই নয়টি করে ম্যাচ খেলেছে। ২০২৩-এর জানুয়ারি থেকে এখন পর্যন্ত আল নাসরের জার্সিতে সব ধরনের প্রতিযোগিতা মিলে রোনালদো ১১৭ ম্যাচে করেছেন ১০৪ গোল। ২১ গোলে অ্যাসিস্ট করেছেন। ২০২৩ সালে জেতেন আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ। প্রায় তিন বছরের ক্যারিয়ারে আল নাসরের জার্সিতে একটাই শিরোপা জিতেছেন পর্তুগিজ ফরোয়ার্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার

প্রাথমিকভাবে ১২৫ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

৫০ বছর ধরে কবর খুঁড়ছেন মজিরুল, নিঃস্বার্থ সেবায় গাংনীর গোরখোদকেরা

রাজধানীর কারওয়ান বাজারে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

আজকের রাশিফল: অতিরিক্ত রাগ লজ্জায় ফেলবে, ঘরে শান্তি চাইলে রান্না নিয়ে চুপ থাকুন

এলাকার খবর
Loading...