Ajker Patrika

পর্তুগিজ তরুণ ফুটবলারকে তাহলে সৌদিতে টানছেন রোনালদো

ক্রীড়া ডেস্ক    
আল নাসরে একসঙ্গে খেলতে পারেন হোয়াও ফেলিক্স ও ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: এএফপি
আল নাসরে একসঙ্গে খেলতে পারেন হোয়াও ফেলিক্স ও ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: এএফপি

ক্রিস্টিয়ানো রোনালদো ২০২৩ সালে আল নাসরে যাওয়ার পর সৌদি আরবে ফুটবলারদের যাওয়ার ধুম পড়ে গেছে। নেইমার, করিম বেনজেমা, রবার্তো ফিরমিনোরাও খেলেছেন সৌদি ক্লাবে। এবার পর্তুগালের তরুণ ফুটবলার হোয়াও ফেলিক্সের ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যে যাওয়ার কথা শোনা যাচ্ছে।

আতলেতিকো মাদ্রিদ, চেলসি, বার্সেলোনা ও এসি মিলানের মতো ইউরোপিয় ক্লাবগুলোতে নিজেকে চেনানোর সুযোগ পেয়েও সেভাবে মেলে ধরতে পারেননি ফেলিক্স। শোনা যাচ্ছে, ২৫ বছর বয়সী এই তরুণ পর্তুগিজকে এবার সৌদি আরবের আল নাসরে দেখা যেতে পারে। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ইউরোপের বিভিন্ন সংবাদমাধ্যমে জানা গেছে ফেলিক্সের আল নাসরে যাওয়ার কথা। ফুট মারকাটো নামে এক ওয়েবসাইটে গত রাতে জানা গেছে, ফেলিক্সকে আল নাসরে নিতে জোর দিয়েছেন রোনালদো। ২০২৫-২৬ মৌসুমে দুই পর্তুগিজ ফুটবলার (রোনালদো-ফেলিক্স) আল নাসরে ৪০-৫০ ম্যাচ খেললে ফেলিক্স অনেক উপকৃত হবে বলে মনে করেন রোনালদো।

আল নাসরে যাওয়ার পর থেকে রোনালদো দারুণ ছন্দে আছেন। সৌদি ক্লাবটির হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলে ১০৫ ম্যাচে ৯৩ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ১৯ গোলে। যদি ফেলিক্স আল নাসরে রোনালদোর সঙ্গে খেলতে পারেন, তাহলে ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য পর্তুগালের দুই ফুটবলারের প্রস্তুতিটাও দারুণ হবে। ফুট মারকাটোর প্রতিবেদন থেকে জানা গেছে, সৌদিতে ফেলিক্সের খেলার ব্যাপারে পর্তুগাল জাতীয় দলের কোচ রবার্তো মার্তিনেজ দিতে পারেন চূড়ান্ত সিদ্ধান্ত।

ফেলিক্সকে নিতে চেলসি ও আল নাসর প্রাথমিকভাবে ৩ কোটি ইউরোর চুক্তিতে রাজি হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৪৩০ কোটি ১৪ লাখ টাকা। সঙ্গে বড় অঙ্কের সেল-অন ক্লজ এবং অ্যাড-অনসের ব্যাপারও অন্তর্ভুক্ত আছে। শিগগিরই স্বাস্থ্য পরীক্ষা ও চুক্তি স্বাক্ষর করতে ফেলিক্স সৌদি আরবে উড়াল দেবেন বলে শোনা যাচ্ছে। এদিকে ফেলিক্সের নামের পাশে চেলসি ৫ কোটি ইউরোর প্রাইস ট্যাগ এরই মধ্যে সেট করেছে। বাংলাদেশ মুদ্রায় সেটা ৭১৭ কোটি টাকা।

২০১৯ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর ফেলিক্সকে মনে করা হচ্ছিল ‘নতুন রোনালদো’। তাঁর জন্য আতলেতিকো মাদ্রিদ খরচ করেছিল ১২ কোটি ৬০ লাখ ইউরো (১৮০৬ কোটি ৫৯ লাখ টাকা)। কিন্তু ইউরোপের বিখ্যাত ক্লাবে খেলেও যে পায়ের তলার মাটি শক্ত করতে পারছেন না। চেলসির হয়ে সবশেষ ম্যাচ ফেলিক্স খেলেছেন গত বছর। এ বছর চেলসি থেকে ধারে আসেন এসি মিলানে। ২০২৪-২৫ মৌসুমের অর্ধেক ফেলিক্স খেলেছেন ইতালিয়ান ক্লাবে। ক্লাব ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩২৩ ম্যাচ খেলে তিনি করেন ৯২ গোল। অ্যাসিস্ট করেছেন ৪৪ গোলে।

ক্যারিয়ারের শেষ দিকে যখন অনেক ফুটবলার সৌদি আরবে ঠিকানা খুঁজে নিচ্ছেন, সেখানে মাত্র ২৫ বছর বয়সে ফেলিক্স এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হচ্ছে। সেই লক্ষ্যে পর্তুগিজ ফরোয়ার্ড শেষ পর্যন্ত সফল হবেন কিনা, সেটা এখন দেখার অপেক্ষা। সৌদি ছেড়ে অবশ্য নেইমার, ফিরমিনোরা অন্য দেশে পাড়ি জমিয়েছেন কদিন আগে। সৌদি আরবের আল হিলাল ছেড়ে নেইমার এ বছরের শুরুতে ফিরেছেন তাঁর শৈশবের ক্লাব সান্তোসে। ফিরমিনো সৌদির আল আহলি ছেড়ে চলে গেছেন কাতারের আল সাদে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

দুর্নীতির তদন্ত ঝুলে আছে, মেঘনা পেট্রোলিয়ামের এমডি অবসরে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত