ক্রীড়া ডেস্ক
ওল্ড ট্রাফোর্ড টেস্টের শেষ দিন বেন স্টোকস বোলিং করতে পারবেন কি না, এ নিয়ে ছিল সংশয়। তারপরও তিনি বল হাতে নিয়েছেন, যদিও বেশি ওভার বল করেননি। তবে লোকেশ রাহুলকে ফিরিয়ে ইংল্যান্ডকে ব্রেক-থ্রু এনে দিয়েছিলেন স্টোকসই। ফিট থাকলে হয়তো নিজেকে আরও নিংড়ে দিতেন ইংলিশ অধিনায়ক। দ্বিতীয় ইনিংসে বোলিং করেছেন শুধু ১১ ওভার।
টানা চার টেস্টে ব্যাটিংয়ের সঙ্গে পুরো দমে বোলিং—যেকোনো পেসারের জন্যই কঠিন। তবে স্টোকস সে কাজটি করেছেন দারুণভাবে। চতুর্থ টেস্টে ক্র্যাম্পও করেছিল। ওভালে শেষ টেস্টে তাঁকে পাওয়া যাবে কি না, এ নিয়ে আলোচনা হচ্ছিল। তবে স্টোকস জানিয়েছেন, শারীরিক যন্ত্রণা সত্ত্বেও বাড়তি দায়িত্ব নিতে প্রস্তুত তিনি। বললেন, ‘ব্যথা শুধু একটি অনুভূতি’।
ওল্ড ট্রাফোর্ডে ভারতকে দ্বিতীয় ইনিংসে অলআউট করতে ব্যর্থ হলে ম্যাচ ড্র হয়। সেই ম্যাচে ইংলিশ অধিনায়ক স্টোকস বাঁ পায়ে ক্র্যাম্প এবং কাঁধে ব্যথায় ভুগছিলেন। প্রথম ইনিংসে ৮ বছর পর পেয়েছিলেন পাঁচ উইকেট। ব্যাট হাতে করেছিলেন সেঞ্চুরি। বিশ্রাম নয়, লড়াকু স্টোকস খেলতে চান শেষ টেস্টেও। ইংলিশ অধিনায়ক বলেন, ‘এটা পুরোপুরি কাজের চাপের ব্যাপার। আমরা অনেক ওভার বল করেছি, এসব শরীরের ওপর এসে পড়ে। আমি চেষ্টা চালিয়ে যাব (ওভাল টেস্ট খেলতে)। সব বোলারদের বলি—ব্যথা একটা অনুভূতিমাত্র। আমি সব সময় দলের জন্য দেয়ালে মাথা ঠুকতেও প্রস্তুত।’
স্টোকস জানান, তার বাইসেপ টেন্ডনে ব্যথা পেয়েছেন, যা ৪টি টেস্টে ১৪০ ওভার বল করার পরিণতি। তাঁর ক্যারিয়ারে কোনো এক সিরিজে এটাই সর্বোচ্চ ওভার বোলিং করার রেকর্ড। সিরিজে ব্যাট হাতে ৩০৪ রান ও সর্বোচ্চ ১৭ উইকেট নিয়েছেন স্টোকস।
স্টোকস আশাবাদী শেষ টেস্ট খেলার ব্যাপারে, ‘আশা করি শেষ ম্যাচের জন্য ঠিকঠাক থাকব। আমি সর্বোচ্চ চেষ্টা করছি। গত ৫-৬ সপ্তাহ অনেক চাপের ছিল। সব সময় নিজের সবটুকু দিতে চাই। আমি ভবিষ্যদ্বাণী করে কথায় কথা খেতে চাই না, তবে আমার না খেলার সম্ভাবনা খুবই কম।’
ওল্ড ট্রাফোর্ড টেস্টের শেষ দিন বেন স্টোকস বোলিং করতে পারবেন কি না, এ নিয়ে ছিল সংশয়। তারপরও তিনি বল হাতে নিয়েছেন, যদিও বেশি ওভার বল করেননি। তবে লোকেশ রাহুলকে ফিরিয়ে ইংল্যান্ডকে ব্রেক-থ্রু এনে দিয়েছিলেন স্টোকসই। ফিট থাকলে হয়তো নিজেকে আরও নিংড়ে দিতেন ইংলিশ অধিনায়ক। দ্বিতীয় ইনিংসে বোলিং করেছেন শুধু ১১ ওভার।
টানা চার টেস্টে ব্যাটিংয়ের সঙ্গে পুরো দমে বোলিং—যেকোনো পেসারের জন্যই কঠিন। তবে স্টোকস সে কাজটি করেছেন দারুণভাবে। চতুর্থ টেস্টে ক্র্যাম্পও করেছিল। ওভালে শেষ টেস্টে তাঁকে পাওয়া যাবে কি না, এ নিয়ে আলোচনা হচ্ছিল। তবে স্টোকস জানিয়েছেন, শারীরিক যন্ত্রণা সত্ত্বেও বাড়তি দায়িত্ব নিতে প্রস্তুত তিনি। বললেন, ‘ব্যথা শুধু একটি অনুভূতি’।
ওল্ড ট্রাফোর্ডে ভারতকে দ্বিতীয় ইনিংসে অলআউট করতে ব্যর্থ হলে ম্যাচ ড্র হয়। সেই ম্যাচে ইংলিশ অধিনায়ক স্টোকস বাঁ পায়ে ক্র্যাম্প এবং কাঁধে ব্যথায় ভুগছিলেন। প্রথম ইনিংসে ৮ বছর পর পেয়েছিলেন পাঁচ উইকেট। ব্যাট হাতে করেছিলেন সেঞ্চুরি। বিশ্রাম নয়, লড়াকু স্টোকস খেলতে চান শেষ টেস্টেও। ইংলিশ অধিনায়ক বলেন, ‘এটা পুরোপুরি কাজের চাপের ব্যাপার। আমরা অনেক ওভার বল করেছি, এসব শরীরের ওপর এসে পড়ে। আমি চেষ্টা চালিয়ে যাব (ওভাল টেস্ট খেলতে)। সব বোলারদের বলি—ব্যথা একটা অনুভূতিমাত্র। আমি সব সময় দলের জন্য দেয়ালে মাথা ঠুকতেও প্রস্তুত।’
স্টোকস জানান, তার বাইসেপ টেন্ডনে ব্যথা পেয়েছেন, যা ৪টি টেস্টে ১৪০ ওভার বল করার পরিণতি। তাঁর ক্যারিয়ারে কোনো এক সিরিজে এটাই সর্বোচ্চ ওভার বোলিং করার রেকর্ড। সিরিজে ব্যাট হাতে ৩০৪ রান ও সর্বোচ্চ ১৭ উইকেট নিয়েছেন স্টোকস।
স্টোকস আশাবাদী শেষ টেস্ট খেলার ব্যাপারে, ‘আশা করি শেষ ম্যাচের জন্য ঠিকঠাক থাকব। আমি সর্বোচ্চ চেষ্টা করছি। গত ৫-৬ সপ্তাহ অনেক চাপের ছিল। সব সময় নিজের সবটুকু দিতে চাই। আমি ভবিষ্যদ্বাণী করে কথায় কথা খেতে চাই না, তবে আমার না খেলার সম্ভাবনা খুবই কম।’
বাংলাদেশ দলের হয়ে প্রথম খেলতে এসে—হামজা চৌধুরী দেখেছিলেন জনস্রোত। শুধু জনস্রোত বললে ভুল হবে, ভক্ত-সমর্থকদের সঙ্গে ভালোবাসার স্রোত তো ছিলই। বাংলাদেশের মানুষদের এমন বাঁধহীন ভালোবাসা মুগ্ধ করেছে হামজাকে। তাঁর ক্লাব লেস্টার সিটিকে দেওয়া সাক্ষাৎকারে এই মিডফিল্ডার জানিয়েছেন, হৃদয়ের অনেকটা অংশ বাংলাদেশেই।
১ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে কিউবা মিচেলের অভিষেক হয়নি এখনো। এর আগেই বাংলাদেশের একটি ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। নতুন মৌসুমের জন্য তাঁকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। বিষয়টি নিশ্চিত করেছে একটি সূত্র।
১ ঘণ্টা আগে২০২৪-২৫ মৌসুম লিগ শিরোপা হাতছাড়া হয় বসুন্ধরা কিংসের। মৌসুম শেষ হওয়ার পরপরই কোচ ভ্যালিরিউ তিতাকে বিদায় করে তারা। আগামী মৌসুমে দলটির ডাগআউটে কে দাঁড়াবেন, সেটি ছিল দেখার অপেক্ষা। অবশেষে আজ নতুন কোচের নামও ঘোষণা করল বসুন্ধরা কিংস। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের সাবেক কোচ সার্জিও ফারিয়াসকে নিয়োগ দিয়েছে...
১ ঘণ্টা আগেপ্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। কাল সিডনির বিখ্যাত টাউন হলে হবে টুর্নামেন্টের ড্র। যেখানে নির্ধারণ হবে বাংলাদেশ কোন গ্রুপে খেলবে। কিন্তু ড্রয়ের সময় উপস্থিত থাকবে না বাফুফের কোনো প্রতিনিধি।
১ ঘণ্টা আগে