Ajker Patrika

দুর্নীতির তদন্ত ঝুলে আছে, মেঘনা পেট্রোলিয়ামের এমডি অবসরে

সবুর শুভ, চট্টগ্রাম 
মেঘনা পেট্রোলিয়ামের বিদায়ী এমডি মো. টিপু সুলতান। ছবি: সংগৃহীত
মেঘনা পেট্রোলিয়ামের বিদায়ী এমডি মো. টিপু সুলতান। ছবি: সংগৃহীত

মেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. টিপু সুলতান অবসরে গেলেন। আজ রোববার (২৭ জুলাই) ছিল তাঁর শেষ কর্মদিবস। নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগের কলঙ্ক নিয়েই বিদায় নিলেন তিনি। নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে কাজ করছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তিন সদস্যের একটি কমিটি।

এদিকে রোববার বিকেলে ইস্টার্ন রিফাইনারির মহাব্যবস্থাপক (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) মো. শাহিরুল হাসানকে এমডির দায়িত্ব দেওয়া হয়েছে।

বিদায়ী এমডি টিপু সুলতানের বিরুদ্ধে তদন্তের বিষয়ে কমিটির প্রধান বিপিসির পরিচালক (অর্থ) নাজনীন পারভিন বলেন, ‘তদন্ত এখনো শেষ হয়নি। এর মধ্যে মেঘনার এমডি মো. টিপু সুলতান আজ অবসরে গেলেন। সেখানে এমডি হিসেবে নতুন একজনকে পদায়ন (চলতি দায়িত্ব) করা হয়েছে। নতুন এমডির কাছ থেকে নিশ্চয় ভালো কিছু পাব আমরা।’

বিপিসি সূত্রে জানা যায়, সম্প্রতি কর্মচারীদের ১৪৭টি পদে নিয়োগপ্রক্রিয়া শুরু করা হয়। এরই অংশ হিসেবে ৪ জুলাই ঢাকার বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) অধীনে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সারা দেশের ১৭ হাজার চাকরিপ্রত্যাশী অংশ নেন। পরীক্ষার ছয় দিন পর প্রকাশিত ফলাফলে ৯৮১ জন পাস করেন। কিন্তু রেজাল্ট শিট নিয়ে তৈরি হয় বিতর্ক। প্রকাশিত ফলাফলে পরীক্ষায় বসেনি এমন অনেককে পাস করিয়ে দেওয়ার অভিযোগ করেন মো. জিহাদ নামের এক ভুক্তভোগী। এ নিয়ে কোনো ধরনের বক্তব্যও আসেনি মেঘনা পেট্রোলিয়াম কর্তৃপক্ষ থেকে।

বিপিসি থেকে প্রাপ্ত তথ্যমতে, নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিপিসি ১৬ জুলাই বিপিসির পরিচালক (অর্থ) নাজনীন পারভিনের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। সেই তদন্ত কমিটি এখনো প্রতিবেদন দিতে পারেনি। সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। এই অবস্থায় আজ মেঘনা পেট্রোলিয়ামের এমডি মো. টিপু সুলতান অবসরে চলে গেলেন।

দুর্নীতি ও অনিয়মের বিষয়ে বক্তব্য জানতে মো. টিপু সুলতানের মোবাইল ফোন ও ওয়াটসঅ্যাপ নম্বরে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত