Ajker Patrika

ভারতে এক বছরের শিশুর কামড়ে প্রাণ হারাল বিষধর গোখরা

অনলাইন ডেস্ক
আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১৩: ৪২
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সাপের কামড়ে মানুষ মারা যাবে—এ তো চিরচেনা খবর! কিন্তু এবার খবর উল্টো। বিহারের এক প্রত্যন্ত গ্রামে ১ বছরের এক শিশু কামড়ে মেরে ফেলেছে বিষধর গোখরাকে! চোখ কপালে তুলে দেওয়া এ ঘটনা ঘটেছে রাজ্যের পশ্চিম চম্পারণ জেলার মোহাচ্ছি বাংকটওয়া গ্রামে। স্থানীয়রা বলছেন, এমন ঘটনা তাঁরা জীবনে কখনো দেখেননি—শুধু সিনেমাতেই সম্ভব বলে মনে হতো!

শিশুর পরিবারের লোকজন জানান, ছোট্ট গোবিন্দ কুমার ঘরে খেলছিল। খেলতে খেলতে কোথা থেকে যেন একটি গোখরা সাপ এসে পড়ে সামনে। অন্য কোনো বাচ্চা হলে হয়তো কেঁদে উঠত, কিন্তু গোবিন্দ সাহসী—সে ভয় না পেয়ে সাপটিকে তুলে নেয় মুখে। তারপর? মুখে নিয়ে কামড়ানো শুরু করে!

ঠিক তখনই ঘরে ঢোকেন শিশুটির দাদি। চোখের সামনে এমন দৃশ্য দেখে তিনি তো প্রায় অজ্ঞান! তাঁর চিৎকারে সবাই দৌড়ে আসে। দেখা যায়—বাচ্চা মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে আর পাশেই নিথর হয়ে পড়ে আছে সেই বিষধর গোখরা!

বাচ্চাটিকে সঙ্গে সঙ্গে গ্রাম্য স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে পাঠানো হয় বেড়িয়া শহরের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের সুপার ডা. দুবাকান্ত মিশ্র বলেন, ‘শিশুটিকে আমাদের কাছে পাঠানো হয়েছে পর্যবেক্ষণের জন্য। এখনো পর্যন্ত তার শরীরে বিষক্রিয়ার কোনো লক্ষণ দেখা যায়নি, তবে আমরা সতর্ক রয়েছি।’

দুবাকান্ত আরও বলেন, ‘পরিবারের ভাষ্যমতে, গোবিন্দ নিজেই সাপটিকে হাতে তুলে নেয় এবং এক কামড়েই সেটিকে মেরে ফেলে। এটা সত্যিই অবাক করার মতো ঘটনা।’

এদিকে ঘটনার পর গোটা এলাকায় চলছে একটাই আলোচনা, ‘গোবিন্দ আমাদের হিরো!’ কেউ বলছেন, ‘বিহারের বাস্তব নাগিন পাওয়া গেছে’ তবে আশ্চর্যের বিষয় হলো—তিনি মানুষ, তাও এক বছরের শিশু! স্থানীয় এক বাসিন্দার মন্তব্য, ‘ছোট্ট ছেলেটা যা করল, তা বলিউডের সিনেমাকেও হার মানায়! ওকে এখনই সিনেমায় নেওয়া উচিত!’

সাপ মারার এমন অভিনব কায়দা দেখে চিকিৎসকেরাও অবাক! যদিও তাঁরা স্পষ্ট করেছেন, এই ঘটনার পুনরাবৃত্তি যেন কেউ না করে, সাপ কোনো খেলার বস্তু নয়। তবে গোবিন্দ কুমার আপাতত হাসপাতালে সুস্থ রয়েছে এবং পর্যবেক্ষণে আছে। আর গ্রামে? সেখানে এখন গোবিন্দ মানেই ‘সর্পজয়ী’ এক মহাবীর!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চায়, রহস্য কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত