নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অচেনা দেশ, আসার আগে তাই পরিবার থেকেও পেয়েছিলেন সতর্কবার্তা। কিন্তু পা রাখার পর সবকিছুই যেন আপন মনে হচ্ছে সাঈদ খোদারাহমির। ইরানি এই কোচের হাত ধরে অচেনা ফুটসালকেও আপন করে নিতে চায় বাংলাদেশ।
এশিয়ান কাপ বাছাইয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফুটসালের যুগে পা রাখতে যাচ্ছে বাংলাদেশ। ২০ সেপ্টেম্বর মালয়েশিয়ায় শুরু হবে টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন ইরান ও স্বাগতিক মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লড়তে হবে তাদের।
কাজটা যে কঠিন, খোদারাহমি তা বুঝতে পারছেন। আজ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গতকাল রাতে আমি প্রথমবারের মতো আপনাদের দেশে আসি। আমার দায়িত্বটা খুবই কঠিন। আজ আমি আপনাদের প্রশ্ন করতে চাই। বাংলাদেশে আপনাদের ফুটসাল স্টেডিয়াম কয়টি, ফুটসালে কতজন কোচ, কতজন রেফারি ও কতজন খেলোয়াড় আছে? আমি মনে করি, আজ আপনাদের দেশে ফুটসাল জন্ম নিয়েছে। আপনাদের সবাইকে অভিনন্দন।’
বাংলাদেশের আগে মিয়ানমারের প্রধান কোচ ছিলেন খোদারাহমি, ‘আপনাদের প্রতিবেশী দেশ মিয়ানমারে আমি পাঁচ বছর কাজ করেছি। সেখানেও একই কথা বলেছি। দয়া করে সবাই সমর্থন করবেন। হয়তো আমি কোনো সময় ভুল করব। তবে আমাকে জানাবেন। আমি খুশি হব। আমাকে ভালো বলার দরকার নেই। উন্নতির জন্য সমর্থন করবেন, ধ্বংস করার জন্য নয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। ২০২৬ সালকে কেন্দ্র করে আমাদের পরিকল্পনা শুরু হচ্ছে।’
বাংলাদেশে ফুটসাল নিয়ে তিনি বলেন, ‘দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ফুটসালের ভবিষ্যৎ খুব শক্তিশালী। আমি অনুরোধ করছি, সবাই হাতে হাত ধরে কাজ করবেন। কারণ, ফুটসাল এখন শিশু। আর শিশুদের সহায়তা প্রয়োজন।’
বাংলাদেশ ও ইরানের মধ্যে খুব একটা পার্থক্য দেখছেন না খোদারাহমি, ‘এখানে আসার আগে পরিবার সতর্ক করেছিল, বাংলাদেশি খাবার খেতে পারব না। তবে ২৪ ঘণ্টা হলো এখানে আছি, মনে হচ্ছে যেন ইরানেই আছি। আমি আশা করি, আমি আবার ইরানে ফিরে যাব। কিন্তু জানি না, কবে। আমি এখানে ভালো আছি।’
এশিয়ান কাপ বাছাইয়ের জন্য এখনো দল নির্ধারণ করেনি বাংলাদেশ। ৫৩ খেলোয়াড়কে ট্রায়ালে পরখ করে দেখবেন খোদারাহমি। সেই সংখ্যাটা ১৪–তে নামিয়ে আনবেন তিনি।
ফুটসাল কী
ফুটসালে দুই অর্ধে ২০ মিনিট করে মোট ৪০ মিনিট খেলা হয়। মাঝখানে ১০ মিনিটের বিরতি। প্রতি অর্ধে প্রতি দল একবার করে টাইম-আউট (১ মিনিট) নিতে পারে। মাঠে প্রতি দলের হয়ে খেলতে পারেন ৫ খেলোয়াড় (গোলকিপার সহ)। ঘুরিয়ে ফিরিয়ে যেকোনো সময় খেলোয়াড় বদল করা যাবে। সাধারণত খেলাটি হয়ে থাকে ইনডোরে।
অচেনা দেশ, আসার আগে তাই পরিবার থেকেও পেয়েছিলেন সতর্কবার্তা। কিন্তু পা রাখার পর সবকিছুই যেন আপন মনে হচ্ছে সাঈদ খোদারাহমির। ইরানি এই কোচের হাত ধরে অচেনা ফুটসালকেও আপন করে নিতে চায় বাংলাদেশ।
এশিয়ান কাপ বাছাইয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফুটসালের যুগে পা রাখতে যাচ্ছে বাংলাদেশ। ২০ সেপ্টেম্বর মালয়েশিয়ায় শুরু হবে টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন ইরান ও স্বাগতিক মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লড়তে হবে তাদের।
কাজটা যে কঠিন, খোদারাহমি তা বুঝতে পারছেন। আজ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গতকাল রাতে আমি প্রথমবারের মতো আপনাদের দেশে আসি। আমার দায়িত্বটা খুবই কঠিন। আজ আমি আপনাদের প্রশ্ন করতে চাই। বাংলাদেশে আপনাদের ফুটসাল স্টেডিয়াম কয়টি, ফুটসালে কতজন কোচ, কতজন রেফারি ও কতজন খেলোয়াড় আছে? আমি মনে করি, আজ আপনাদের দেশে ফুটসাল জন্ম নিয়েছে। আপনাদের সবাইকে অভিনন্দন।’
বাংলাদেশের আগে মিয়ানমারের প্রধান কোচ ছিলেন খোদারাহমি, ‘আপনাদের প্রতিবেশী দেশ মিয়ানমারে আমি পাঁচ বছর কাজ করেছি। সেখানেও একই কথা বলেছি। দয়া করে সবাই সমর্থন করবেন। হয়তো আমি কোনো সময় ভুল করব। তবে আমাকে জানাবেন। আমি খুশি হব। আমাকে ভালো বলার দরকার নেই। উন্নতির জন্য সমর্থন করবেন, ধ্বংস করার জন্য নয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। ২০২৬ সালকে কেন্দ্র করে আমাদের পরিকল্পনা শুরু হচ্ছে।’
বাংলাদেশে ফুটসাল নিয়ে তিনি বলেন, ‘দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ফুটসালের ভবিষ্যৎ খুব শক্তিশালী। আমি অনুরোধ করছি, সবাই হাতে হাত ধরে কাজ করবেন। কারণ, ফুটসাল এখন শিশু। আর শিশুদের সহায়তা প্রয়োজন।’
বাংলাদেশ ও ইরানের মধ্যে খুব একটা পার্থক্য দেখছেন না খোদারাহমি, ‘এখানে আসার আগে পরিবার সতর্ক করেছিল, বাংলাদেশি খাবার খেতে পারব না। তবে ২৪ ঘণ্টা হলো এখানে আছি, মনে হচ্ছে যেন ইরানেই আছি। আমি আশা করি, আমি আবার ইরানে ফিরে যাব। কিন্তু জানি না, কবে। আমি এখানে ভালো আছি।’
এশিয়ান কাপ বাছাইয়ের জন্য এখনো দল নির্ধারণ করেনি বাংলাদেশ। ৫৩ খেলোয়াড়কে ট্রায়ালে পরখ করে দেখবেন খোদারাহমি। সেই সংখ্যাটা ১৪–তে নামিয়ে আনবেন তিনি।
ফুটসাল কী
ফুটসালে দুই অর্ধে ২০ মিনিট করে মোট ৪০ মিনিট খেলা হয়। মাঝখানে ১০ মিনিটের বিরতি। প্রতি অর্ধে প্রতি দল একবার করে টাইম-আউট (১ মিনিট) নিতে পারে। মাঠে প্রতি দলের হয়ে খেলতে পারেন ৫ খেলোয়াড় (গোলকিপার সহ)। ঘুরিয়ে ফিরিয়ে যেকোনো সময় খেলোয়াড় বদল করা যাবে। সাধারণত খেলাটি হয়ে থাকে ইনডোরে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে দীর্ঘ দিন কাজ করেছেন মিনহাজুল আবেদীন নান্নু। প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হয়েছেন প্রধান নির্বাচক হিসেবে। নান্নু এখন কাজ করছেন বিসিবির হেড অব প্রোগ্রাম হিসেবে। এশিয়া কাপ, বিশ্বকাপে খেলার আগে তিনি বিসিবিকে কিছু পরামর্শ দিয়েছেন।
৪ ঘণ্টা আগেখেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৬ ঘণ্টা আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
৭ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৯ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৯ ঘণ্টা আগে