রিয়াদের পেনাল্টি নেওয়ার ব্যাখ্যা দিলেন গার্দিওলা
ম্যানচেস্টার সিটি যখন পেনাল্টি পায়, অধিকাংশ সময় স্পটকিক নেন আর্লিং হালান্ড। তবে গতকাল প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে হালান্ডের পরিবর্তে স্পটকিক নেন রিয়াদ মাহরেজ। সিটির অধিনায়ক ইলকায় গুনদোয়ানের সিদ্ধান্তে মাহরেজ পেনাল্টি নিয়েছেন বলে জানালেন পেপ গার্দিওলা।