Ajker Patrika

এক বছর না যেতেই চাকরি গেল ল্যাম্পার্ডের

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ১২: ৫০
এক বছর না যেতেই চাকরি গেল ল্যাম্পার্ডের

কোচদের চাকরি যেন ‘মিউজিক্যাল চেয়ার’। চাকরি কত দিন টিকবে, তা নিয়ে থাকে প্রচণ্ড অনিশ্চয়তা। ফ্র্যাংক ল্যাম্পার্ডের ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছে। এক বছর হওয়ার আগেই এভারটন বরখাস্ত করেছে ইংল্যান্ডের সাবেক এই ফুটবলারকে।

গতকাল এক বিবৃতিতে ল্যাম্পার্ডকে বরখাস্ত করার তথ্য নিশ্চিত করেছে এভারটন। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইংলিশ এই ক্লাব। এভারটন জানিয়েছে, ফ্র্যাংক ও তার দলের আত্মনিবেদনের পুরোটা সময়ই ছিল দৃষ্টান্তমূলক। কিন্তু সাম্প্রতিক ফলাফল ও লিগে বর্তমান অবস্থা দেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফ্র্যাংক বরখাস্ত হওয়ার পর জো এডওয়ার্ডস, পল ক্লিমেন্ট, অ্যাশলি কোল, ক্রিস জোনসও চাকরি ছেড়ে দিয়েছেন। তবে গোলকিপিং কোচ অ্যালান কেলি রয়ে গেছেন।

২০২২ সালের ৩১ জানুয়ারি এভারটন দলের দায়িত্ব নিয়েছিলেন ল্যাম্পার্ড। তাঁর অধীনে এভারটন খেলেছিল ৪৪ ম্যাচ। ১২ ম্যাচে জয়, ৮ ম্যাচ ড্র ও ২৪ ম্যাচ হেরেছিল ইংলিশ এই ক্লাব। চলতি মৌসুমে ২০ ম্যাচে ৩ জয়, ৬ ড্র ও ১১ পরাজয়ে প্রিমিয়ার লিগে ১৯ নম্বরে আছে এভারটন। 

এভারটন এরই মধ্যে নতুন কোচ খোঁজা শুরু করেছে। ক্লাবটির পরবর্তী কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন মার্সেলো বিয়েলসা। বিয়েলসা সাড়ে তিন বছর লিডস ইউনাইটেডের কোচ ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত