Ajker Patrika

ইউনাইটেডকে ৬৩ হাজার কোটিতে কিনতে চায় কাতারিরা 

ইউনাইটেডকে ৬৩ হাজার কোটিতে কিনতে চায় কাতারিরা 

ক্লাব সমর্থকদের সমালোচনার মুখে পড়ে গত বছর ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা ছাড়ার ঘোষণা দিয়েছিল গ্লেজার্স পরিবার। এরপর থেকে ক্লাবকে কিনতে আগ্রহ দেখাচ্ছে একের পর এক কোম্পানি। ৫ বিলিয়ন পাউন্ডে (বাংলাদেশি ৬৩ হাজার ৪৭৭ কোটি টাকা) ইংলিশ এই ক্লাবটি কিনতে আগ্রহ দেখাচ্ছে কাতারি বিনিয়োগকারীরা।

নিউ ইয়র্কের পত্রিকা ব্লুমবার্গ জানিয়েছে, কাতারি বিনিয়োগকারীদের একটি কনসোর্টিয়াম আজ নিলামে ৬৩ হাজার কোটি টাকা দাম তুলতে পারে। সাবেক প্রধানমন্ত্রী হামাদ বিন জসিম বিন জাবের আল থানি রেড ডেভিলের জন্য এই অফার চূড়ান্ত করছেন। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরাও নিলামে অংশ নিতে পারে বলে মনে করা হচ্ছে। ব্রিটেনের সর্বোচ্চ ধনী জিম র‍্যাটক্লিফ তো আছেনই।

 ২০১৭ তে আয়াক্সকে হারিয়ে ইউরোপা লিগ জিতেছিল ইউনাইটেড। যা রেড ডেভিলডের সর্বশেষ মেজর ট্রফি। শিরোপা খরাসহ ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়াম দেখেনি উন্নয়নের মুখও। তবে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে আছে ম্যান ইউ। প্রিমিয়ার লিগে ৪৬ পয়েন্ট নিয়ে বর্তমানে তিনে আছে দলটি। আর গতকাল ইউরোপা লীগের শেষ ষোলোর ম্যাচে বার্সেলোনার বিপক্ষে ২-২ গোলে ড্র করে রেড ডেভিলরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত