Ajker Patrika

৬৩ হাজার কোটি টাকার ইউনাইটেডই সবচেয়ে দামি

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৩: ০৫
৬৩ হাজার কোটি টাকার ইউনাইটেডই সবচেয়ে দামি

ইংলিশ প্রিমিয়ার লিগে সময়টা দারুণ কাটাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। দুর্দান্ত ছন্দে থাকা ইউনাইটেড এবার মাঠের বাইরেও সুখবর শুনল। প্রিমিয়ার লিগে সবচেয়ে দামি ক্লাব এখন ইউনাইটেড। বাংলাদেশি টাকায় ক্লাবটির মূল্য প্রায় ৬৩ হাজার কোটি টাকা। 

প্রিমিয়ার লিগের সেরা ১০ দামি ক্লাবের তালিকা তৈরি করেছে স্পোর্টিকো। স্পোর্টিকোর এই তালিকায় শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের দাম ৪.৮ বিলিয়ন পাউন্ড (বাংলাদেশি ৬২ হাজার ৮৭৪ কোটি টাকা)। ইউনাইটেডের পর দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল। অলরেডদের দাম ৩.৮ বিলিয়ন পাউন্ড (৪৯ হাজার ৭৯৭ কোটি টাকা)। তিনে রয়েছে ইউনাইটের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের দাম ৪৫ হাজার ৮৬১ কোটি টাকা। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনাল রয়েছে ৪ নম্বরে। গানার্সদের দাম প্রায় ৩৮ হাজার কোটি টাকা। পাঁচে থাকা চেলসির দাম ৩৬ হাজার ৬৮৫ কোটি টাকা। 

প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি দশ ক্লাব (বাংলাদেশি টাকায়)

১. ম্যানচেস্টার ইউনাইটেড: ৬২ হাজার ৮৭৪ কোটি

২. লিভারপুল: ৪৯ হাজার ৭৯৭ কোটি

৩. ম্যানচেস্টার সিটি: ৪৫ হাজার ৮৬১ কোটি

৪. আর্সেনাল: ৩৭ হাজার ৯৯৫ কোটি

৫. চেলসি: ৩৬ হাজার ৬৮৫ কোটি

৬. টটেনহাম: ৩৪ হাজার ৬৫ কোটি

৭. ওয়েস্ট হাম: ৭ হাজার ৬৪ কোটি

৮. এভারটন: ৬ হাজার ৩৬৮ কোটি

৯. লেস্টার সিটি: ৫ হাজার ৭৯৩ কোটি

১০. নিউক্যাসল ইউনাইটেড: ৪ হাজার ৬৬৭ কোটি টাকা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত