Ajker Patrika

এভারটনকে হারিয়ে ‘স্বস্তি’ পেলেন ক্লপ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৪: ১২
এভারটনকে হারিয়ে ‘স্বস্তি’ পেলেন ক্লপ

ইংলিশ প্রিমিয়ার লিগে এ বছর জিততেই যেন ভুলে গিয়েছিল লিভারপুল। প্রতিপক্ষ যা-ই হোক, হয় লিভারপুল হারত বা ড্র করত। অবশেষে এভারটনকে হারিয়ে অ্যানফিল্ডে গতকাল জয়ের গেরো খুলল অলরেডরা। লিভারপুলের এই জয়ে স্বস্তি পেয়েছেন ইয়ুর্গেন ক্লপ।

অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে গতকাল এভারটনকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। ৩৬ মিনিটে প্রথম গোল করেন মোহাম্মদ সালাহ। আর ৬৯ মিনিটে গোল করেন কোডি গাকপো। এই ম্যাচে লিভারপুল বল দখলে রেখেছিল ৬০ শতাংশ। এভারটনের লক্ষ্য বরাবর অলরেডরা শট করেছিল ৬টি। 

শিষ্যদের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করেছেন ক্লপ। বিবিসি ম্যাচ অব দ্য ডেতে লিভারপুল কোচ বলেন, ‘এই ফল অনেক বড় স্বস্তি দিয়েছে। যত ভালো খেলবেন আপনি, তত বেশি গোল করতে পারবেন। পুরো পারফরম্যান্স সত্যিকার অর্থেই খুব গুরুত্বপূর্ণ।’ 

পিএসভি আইন্দহোভেন থেকে এ বছরই লিভারপুলে এসেছেন কোডি গাকপো। সাত ম্যাচ খেলে অলরেডদের জার্সিতে করেছেন প্রথম গোল। প্রথম গোল করে উচ্ছ্বসিত গাকপো বলেন, ‘প্রথম ম্যাচের প্রথম মিনিটে গোল করাটা স্বপ্নের মতো। আমাকে একটু অপেক্ষা করতে হয়েছে ঠিকই। তবে আমি এই গোল করতে পেরে সত্যিই আনন্দিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত