Ajker Patrika

রিয়াদের পেনাল্টি নেওয়ার ব্যাখ্যা দিলেন গার্দিওলা

রিয়াদের পেনাল্টি নেওয়ার ব্যাখ্যা দিলেন গার্দিওলা

ম্যানচেস্টার সিটি যখন পেনাল্টি পায়, অধিকাংশ সময় স্পটকিক নেন আর্লিং হালান্ড। তবে গতকাল প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে হালান্ডের পরিবর্তে স্পটকিক নেন রিয়াদ মাহরেজ। সিটির অধিনায়ক ইলকায় গুনদোয়ানের সিদ্ধান্তে মাহরেজ পেনাল্টি নিয়েছেন বলে জানালেন পেপ গার্দিওলা।

গতকাল ইতিহাদে অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ঘটনা। ডিবক্সের ভেতরে সিটির স্ট্রাইকার জ্যাক গ্রিয়ালিশকে ফাউল করেন জ্যাকব র্যামসি। তাতে পেনাল্টি দেওয়া হয় সিটিজেনদের। কে পেনাল্টি নেবেন, তা নিয়ে হালান্ড, মাহরেজ, রদ্রি, ইলকায় গুনদোয়ান-এই চার ফুটবলার আলাপ-আলোচনা করছিলেন। শেষ পর্যন্ত মাহরেজ পেনাল্টি নিয়ে গোল করলেন।

হালান্ডের পরিবর্তে মাহরেজকে দিয়ে শ্যুট করাতে গুনদোয়ান চেয়েছিলেন বলে জানালেন গার্দিওলা। সিটিজেনদের কোচ বলেন, ‘সাধারণত পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে আর্লিং প্রাধান্য পায়। রিয়াদ এখানে দ্বিতীয়। আর্লিং সেখানে ছিল। আমি সব দেখেছি। এটা স্পষ্ট যে সিদ্ধান্ত অধিনায়কের ছিল। সিদ্ধান্ত আমার মেনে নিতে হয়েছে। সে বলেছে, রিয়াদ দারুণ শ্যুট করে।’ 

অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ২২ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে এখন দুই নম্বরে আছে সিটিজেনরা। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত