Ajker Patrika

না জিতলেও ইতিবাচক দিক খুঁজে পেলেন ফার্নান্দেজের কোচ 

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১: ৫৮
না জিতলেও ইতিবাচক দিক খুঁজে পেলেন ফার্নান্দেজের কোচ 

প্রিমিয়ার লিগে হতাশাজনক এক মৌসুম কাটাচ্ছে। লিভারপুলের পর এবার ফুলহামের বিপক্ষেও জয়হীন থাকল চেলসি। তার পরও এই ম্যাচ থেকে ইতিবাচক দিক খুঁজে পেলেন চেলসি কোচ গ্রাহাম পটার।

গতকাল স্টামফোর্ড ব্রিজে ফুলহামের বিপক্ষে এনজো ফার্নান্দেজকে শুরুর একাদশে রেখেছিল চেলসি। ফার্নান্দেজকে এবার রেকর্ড ১ হাজার ৪০০ কোটিতে কিনেছে চেলসি। স্টামফোর্ড ব্রিজে ব্লুজরা বল দখলে রেখেছিল ৬৭ শতাংশ। ফুলহামের লক্ষ্য বরাবর শট নিয়েছিল ৩টি। ৭২ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন ফার্নান্দেজ। তবে গোলপোস্টের অনেক দূরে শট করে সহজ সুযোগ হাতছাড়া করেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারেনি ব্লুজরা। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হয় চেলসি-ফুলহাম ম্যাচ।

ড্রয়ের এই ম্যাচেও খেলোয়াড়দের মানসিকতায় ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন পটার। চেলসি কোচ বলেন, ‘শুরু থেকেই খেলোয়াড়েরা ইতিবাচক শুরু করেছে। খেলোয়াড়দের মানসিকতা বেশ দারুণ ছিল। এমন সাজানো গোছানো দলের বিপক্ষে তারা চেষ্টার ত্রুটি রাখেনি।’

এই ড্রয়ে ২১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ৯ নম্বরে চেলসি। ৪ নম্বরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড ৯ পয়েন্ট এগিয়ে চেলসির চেয়ে। চ্যাম্পিয়ন্স লিগের পরের মৌসুমে খেলাটাই ব্লুজদের কাছে বিশাল এক চ্যালেঞ্জ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জট খুলছে ব্ল্যাংক স্মার্ট কার্ড ক্রয়ের

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

যাচ্ছিলেন বিয়ের দিন-তারিখ ঠিক করতে, গণপিটুনিতে প্রাণ হারালেন জামাই-শ্বশুর

‘জিরো ট্যাক্স রিটার্ন’ দাখিলে হতে পারে ৫ বছরের জেল: এনবিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত