এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহাম ও অ্যাস্টন ভিলা দল দুটির মধ্যে রয়েছে বিস্তর ফারাক। পয়েন্ট, পয়েন্ট তালিকায় অবস্থানের দিক থেকে টটেনহাম এগিয়ে রয়েছে অনেক ব্যবধানে। হটস্পার স্টেডিয়ামে টটেনহামকে গতকাল ২-০ গোলে হারিয়েছে ভিলা। স্পার্সকে হারানোয় প্রশংসা করেছেন ভিলার কোচ উনাই এমেরি।
টটেনহামের বিপক্ষে গতকাল অ্যাস্টন ভিলার একাদশে ছিলেন না এমিলিয়ানো মার্তিনেজ। এমনকি বদলি হিসেবেও খেলানো হয়নি গোল্ডেন গ্লাভসজয়ী এই গোলরক্ষককে। তারপরও একটা গোলও হজম করেনি ভিলা। ৬০ শতাংশ বল দখলে রেখেও টটেনহাম থেকে গেছে পরাজিত দলে। স্পার্সকে ২-০ গোলে হারানোর ম্যাচে গোল করেন ডগলাস লুইজ ও এমিলিয়ানো বুন্দিয়া। ভিলার প্রশংসা করে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এমেরি বলেন, ‘আমরা খুব খুশি।
বেশ প্রতিযোগিতা করেছি। স্পার্স আমাদের ওপর বারবার আক্রমণ করছিল এবং আমাদের অ্যাটাকিং থার্ডের একটা অপশন ছিল। আমাদের আত্মবিশ্বাস বাড়াতে দারুণ অবদান রেখেছে। তিন পয়েন্ট যোগ করতে পেরে ভালো লাগছে।’
এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ১৭টি করে ম্যাচ খেলেছে টটেনহাম ও অ্যাস্টন ভিলা। ৯ জয়, ৩ ড্র ও ৫ পরাজয়ে ৩০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে আছে স্পার্স। আর ৬ জয়, ৩ ড্র ও ৮ পরাজয়ে ২১ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে অবস্থান করছে ভিলা।
এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহাম ও অ্যাস্টন ভিলা দল দুটির মধ্যে রয়েছে বিস্তর ফারাক। পয়েন্ট, পয়েন্ট তালিকায় অবস্থানের দিক থেকে টটেনহাম এগিয়ে রয়েছে অনেক ব্যবধানে। হটস্পার স্টেডিয়ামে টটেনহামকে গতকাল ২-০ গোলে হারিয়েছে ভিলা। স্পার্সকে হারানোয় প্রশংসা করেছেন ভিলার কোচ উনাই এমেরি।
টটেনহামের বিপক্ষে গতকাল অ্যাস্টন ভিলার একাদশে ছিলেন না এমিলিয়ানো মার্তিনেজ। এমনকি বদলি হিসেবেও খেলানো হয়নি গোল্ডেন গ্লাভসজয়ী এই গোলরক্ষককে। তারপরও একটা গোলও হজম করেনি ভিলা। ৬০ শতাংশ বল দখলে রেখেও টটেনহাম থেকে গেছে পরাজিত দলে। স্পার্সকে ২-০ গোলে হারানোর ম্যাচে গোল করেন ডগলাস লুইজ ও এমিলিয়ানো বুন্দিয়া। ভিলার প্রশংসা করে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এমেরি বলেন, ‘আমরা খুব খুশি।
বেশ প্রতিযোগিতা করেছি। স্পার্স আমাদের ওপর বারবার আক্রমণ করছিল এবং আমাদের অ্যাটাকিং থার্ডের একটা অপশন ছিল। আমাদের আত্মবিশ্বাস বাড়াতে দারুণ অবদান রেখেছে। তিন পয়েন্ট যোগ করতে পেরে ভালো লাগছে।’
এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ১৭টি করে ম্যাচ খেলেছে টটেনহাম ও অ্যাস্টন ভিলা। ৯ জয়, ৩ ড্র ও ৫ পরাজয়ে ৩০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে আছে স্পার্স। আর ৬ জয়, ৩ ড্র ও ৮ পরাজয়ে ২১ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে অবস্থান করছে ভিলা।
বয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
১ মিনিট আগেলিওনেল মেসির ম্যাচ মানেই যেন নিত্যনতুন রেকর্ড। ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবল—আর্জেন্টাইন তারকা ফুটবলার খেললেই রেকর্ড হয়ে যায়। দল, ব্যক্তিগত রেকর্ড ছাপিয়ে দর্শকেরও রেকর্ড দেখা যায়। কারণ, কিংবদন্তি মেসিকে দেখতেই স্টেডিয়ামে আসেন কয়েক হাজার দর্শক।
৪৩ মিনিট আগেচার বছর পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সিলেটে আজ শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
১ ঘণ্টা আগেঅনুশীলন শেষে কাল টিম বাসে ওঠার আগে মুশফিকুর রহিম উইকেট একটু দেখে এলেন। সবুজাভ উইকেট দেখে ঢাকা থেকে উড়ে যাওয়া কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে হালকা রসিকতাও বুঝি করলেন বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার।
২ ঘণ্টা আগে