Ajker Patrika

ড্রয়ের ম্যাচে রেফারির ওপর ক্ষুব্ধ আর্সেনাল কোচ

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ১৪: ৪৭
ড্রয়ের ম্যাচে রেফারির ওপর ক্ষুব্ধ আর্সেনাল কোচ

নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে গতকাল ম্যাচ ড্র করেছিল আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে ম্যাচ না হারলেও রেফারির ওপর ক্ষোভ প্রকাশ করেছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। গানার্সদের বেশ কিছু পেনাল্টি দেওয়া হয়নি বলে দাবি করেছেন আর্তেতা। 

এমিরেটস স্টেডিয়ামে গতকাল আর্সেনাল-নিউক্যাসল ইউনাইটেড প্রিমিয়ার লিগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। প্রথমে আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালহেইসের জার্সি ধরে টানাটানি করেছিলেন নিউক্যাসল ডিফেন্ডার ড্যান বার্ন। এরপর গ্রানিত জাকার ক্রস করা শট নিউক্যাসল মিডফিল্ডার জ্যাকব মার্ফির হাতে লাগে। তবে তা হ্যান্ডবল দেওয়া হয়নি। দুটো ঘটনা পেনাল্টি এরিয়ায় হলেও তা রেফারি আমলে নেননি। পেনাল্টি দুটি নিয়ে আর্তেতা বলেন, ‘খুবই সহজ কথা। দুটি পেনাল্টি হওয়ার কথা ছিল। আমি যা দেখেছি, তা-ই বলছি। পেনাল্টি দুটিই ছিল কলঙ্কজনক। নিউক্যাসল যেভাবে খেলেছে, এভাবে কখনো খেলা হয় না।’ 

জিততে না পারলেও ক্লিনশিট রাখতে পেরে খুশি আর্তেতা। আর্সেনাল কোচ বলেন, ‘যখন আপনি জিতবেন না, আপনি হারবেনও না। আমরা ক্লিনশিট রাখতে পেরেছি। আমরা দারুণ পারফরম্যান্স করেছি। এভাবেই আমরা খেলছি। আমরা জিততে পারতাম। দুটি পেনাল্টি পেয়ে জেতা উচিত ছিল।’ 

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে ১৭ ম্যাচ খেলেছে আর্সেনাল। ১৪ জয়, ২ ড্র ও ১ পরাজয়ে ৪৪ পয়েন্ট নিয়ে এখনো পয়েন্ট তালিকার শীর্ষে আছে গানার্সরা। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩৬। সিটি খেলেছে ১৬ ম্যাচ। আর ১৮ ম্যাচ খেলে ৩৫ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আছে নিউক্যাসেল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত